নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

নষ্ট জীবনের দৈনন্দিন নিত্যকর্ম

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৪



একটা নষ্ট জীবনের দৈনন্দিন নিত্যকর্ম।
যদি এইগুলোর সাথে আপনার অর্ধেক ও মিলে যায়, এখনই সময় পদক্ষেপ নেওয়ায়। খুব কঠিন কিছু না। আপনি পারবেন। সহজ সরল জীবনযাপন করতে হলে এগুলো আপনাকে বাদ দিতেই হবে। আপনি ভালো হলেই আরেকজনকে ভালো করে তুলতে পারবেন। পরিবার আর সমাজের জন্য বোঝা হবেন না। হবেন সিড়ি। যে সিড়ি দিয়ে তরতর করে উপরের দিকে যাওয়া যায়। নিজের জন্য সিড়ি হবেন। অন্যের জন্যও সিড়ি হবেন। তবেই না আপনার মানব জীবন সার্থক হবে।

১। আপনি পর্ন দেখেন।

২। আপনি, আপনার মোবাইল চার্জে রেখে ঘুমিয়ে পড়েন। এবং দরকারের সময় আপনার মোবাইলে চার্জ থাকে না। ফোনে মিথ্যা বলেন।

৩। আপনি ঘুম থেকে দেরিতে ওঠেন।

৪। ক্ষুধা ছাড়াই আপনি আহার করেন।

৫। আপনি বিছানাতে যান, মোবাইল সাথে নিয়ে। ঘুমানোর চেষ্টা না করে মোবাইল টিপায় ব্যস্ত হয়ে যান।

৬। পরবর্তীতে কি করবেন, এটা ভাবার চেষ্টা করেন কিন্তু কিছু মাথায় আসে না।

৭। আপনি মোটিভেশানাল ভিডিও দেখেন। ভাবেন জীবন বদলে যাবে।

৮। জীবনে অর্থপূর্ন কিছু করার জন্য মোটিভেশন পান।

৯। ইউটিউব এ Masala ভিডিও ক্লিক না করে পারেন না। নিজের অজান্তেই মেয়েদের দিকে কুৎসিত ভাবে তাকিয়ে থাকেন।

১০। Facebook/ Instagram / WhatsApp/tik tok এইগুলোর যেটাতে নোটিফিকেশন টুস্কি মারে সেটাতে চলে যান। আর অনেক সময় ব্যয় করেন।

১১। আপনি আবার পর্ন দেখেন।

১২। আপনি যখন মোবাইল চার্জ দেন, চিন্তা করেন আমার কত সময় নষ্ট করছি।

১৩। দশভাগের একভাগ সময় বন্ধুদের দেখেন কিন্তু ঘুরা ফিরার জন্য প্রকৃত বন্ধু নাই।

১৪। আপনি আবার শুয়ে থাকেন এবং চিন্তা করেন কেমন করিয়া আপনার জীবন নষ্ট করতেছেন।

১৫। আপনি ঘুমান। আপনি জেগে ওঠেন এবং আহার করেন। আপনার মোবাইল আবার চার্জে দেন, আবার Scroll করা শুরু করেন।

১৬। হঠাৎ করে একটি স্কুলের বন্ধুর ছবি সামনে আসে, তার প্রোফাইলে ঢোকেন, দেখেন সে কত সফল হয়েছে এবং তুলনা করেন।
নিজের এবং পিতামাতার জন্য খারাপ অনুভব করেন। আবার Instagram এর নোটিফিকেশন টুস্কি মারে। আপনি আবার ইউটিউবে Masala ভিডিও দেখেন।

১৭। ভিক্ষুককে ভিক্ষা দেন না। বরং ভিক্ষুক ভিক্ষা চাইলে কঠিন ভাবে মানা করে দেন।

১৮। স্ত্রীকে ভালোবাসার বদলে অবহেলা করেন। খারাপ ব্যবহার করেন। বাইরে মহৎ সাজেন।

১৯। আপনার মনে অন্যদের সফলতা দেখলে হিংস্রা আসে। বারবার আসে। কিন্তু নিজের মহৎ কাজ করার মুরোদ নাই।

২০। মিথ্যা বলেন। আল্লাহকে বিশ্বাস করেন। কিন্তু পাপও করেন। মৃত্যুর পর আল্লাহর শাস্তির কথা ভাবেন না।

এইগুলো পুনরায় করতে থাকেন। বারবার করতে থাকেন। এই সমস্ত অভ্যাস বাদ দিন। তা না হলে আপনি আমৃত্যু নষ্ট মানুষ হয়েই থাকবেন। কাজেই ভালো মানুষ হয়ে যান। আপনি ইচ্ছা করলেই ভালো মানুষ হয়ে যেতে পারেন। খুব কঠিন কিছু না। চেষ্টা করুন। প্রতিজ্ঞা করুন। জীবন তো একটাই এঁকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে চলতে হয়, বাঁচতে হয়। আপনার অধপতনের জন্য আপনিই দায়ী। জানালা খুলে দিন। আলো আসতে দিন।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: নিজের জীবনের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজগুলি ব্লগে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি ব্লগাররা এগুলি মেনে চলতে চেষ্টা করবে।

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২১

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। তর্কে গেলাম না।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:


একজন জাপানী ইন্জিনিয়ার ও ১ জন বাংগালী ইন্জিনিয়ারের মাঝে কে মিথ্যা বলার সম্ভাবনা?

একজন কানাডিয়ান ডাক্তার ও ১ জন বাংগালী ডাক্তারের মাঝে কে মিথ্যা বলার সম্ভাবনা?

একজন সুইডিস শিক্ষক ও ১ জন বাংগালী শিক্ষকের মাঝে কে মিথ্যা বলার সম্ভাবনা?

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: মিথ্যুকের দেশ হলো বাংলাদেশ।
এখানে একজন সবজি বিক্রেতা থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত মিথ্যা বলেন।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৯

শোভন শামস বলেছেন: সুন্দর উপদেশমূলক পোস্ট

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: আমি কাউকে উপদেশ দেই না। তবে অনুরোধ বলতে পারেন।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৪

চাঁদগাজী বলেছেন:


বিখ্যাত ব্লগার মা: হাসান সত্যমিথ্যা, নাকি কি একটা বিখ্যাত বিষয় নিয়ে পোষ্ট দিয়েছেন; পড়িও নাই, কমেন্টও করি নাই; এগুলোতে কমেন্ট করলে আমি ব্যান খেয়ে ফেলি; অদ্ভুত ব্যাপার!

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৪

রাজীব নুর বলেছেন: ভালো করেছেন।
কারন অন্যায়, মিথ্যা আর কুসংস্কার আপনি পছন্দ করেন না।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১৫

শেরজা তপন বলেছেন: লিস্টের সবগুলোই মানুষ একটা না একটা বয়সে একটু আধটু করে।
আসলে কোনটা নষ্ট জীবনের দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড আর কোনটা নয় এইটা আজো বুঝতে পারলাম না :(
তবুও ভাল একটা পোষ্টের জন্য ধন্যবাদ

২৮ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৫

রাজীব নুর বলেছেন: শেরজা আপনি বুদ্ধিমান।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৩০

নেওয়াজ আলি বলেছেন: ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না । তবে আমরা করেও ভাবি না ।

২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৯

রাজীব নুর বলেছেন: টিক।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:০২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ফোন বা ট্যাবের ব্যবহারে আমি এতটাই আনাড়ি যে আইফোনে কল আসলে বেশির ভাগ সময় ধরার বদলে কেটে দেই।
+/- মিলে ঝিলে আছে।নবীও না সয়তানো না।
এতো কিছু কোথায় পান

২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৯

রাজীব নুর বলেছেন: গুড মর্নি।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: মা হাসানের পোস্টে গাজী ভাই কমেন্ট করতে পারেন নাই তাই এখানে কমেন্টটা করে গেলেন হাহাহাহা। মিলছে ভালোই আপনাদের দুইজনের

যাই হোক ভালো পোস্ট

এসবের সাথেই আজকাল মানুষ জড়িত বেশী । কামের চেয়ে আকাম করে বেশী। একবার ফেইসবুকে ঢুকলে বের হওয়া কঠিন হইয়া যায়। চুম্বক যেন আজকার নেট অপশন টা
ধন্যবাদ

২৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: দেখেছেন চাঁদগাজী কতটা মহৎ? কতটা সহনশীল। গ্রেট। স্যলুট জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.