নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমার উপদেশ বা অনুরোধ

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৩



একটা গল্প দিয়ে লেখাটা শুরু করি-
একজন বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক তরমুজ বিক্রি করছেন। তরমুজের মূল্যতালিকা এমন: একটা কিনলে ৩ টাকা, তিনটা ১০ টাকা।
একজন তরুণ দোকানে এসে একটা তরমুজের দাম জিজ্ঞাসা করলেন।
বিক্রেতা জানালেন দাম মাত্র ৩ টাকা।

তরুণটি খুব বুদ্ধিমান। একটাতো কিনলেনই, পর পর আরো দুইটা তরমুজ কিনে ফেললেন। যথরীতি প্রতিটার দাম ৩ টাকা হিসেবে ৯ টাকা পরিশোধ করলেন। চলে যাওয়ার ঠিক আগমুহূর্তে সেই তরুণ কী ভেবে থামলেন, বয়োজ্যেষ্ঠ বিক্রেতাকে উদ্দেশ্য করে বললেন, আপনি কি খেয়াল করেছেন আমি তিনটা তরমুজ ১০ টাকার পরিবর্তে মাত্র ৯ টাকা দিয়ে কিনলাম! আমার ধারণা আপনার দ্বারা এসব ব্যবসা ট্যাপসা পোষাবে না।

বয়োজ্যেষ্ঠ বিক্রেতা এবার মুচকি হাসলেন। বললেন, মানুষ আজব এক জিনিস! একটা তরমুজ কিনতে এসে তারা প্রতিবার তিনটা কিনে নিয়ে যায় এবং যাওয়ার সময় আমাকে শেখানোর চেষ্টা করে কেমনে ব্যবসা করতে হয়।


১। একটি মুভিতে অনেকগুলো ভুল থাকে। এই ভুল গুলো খুঁজে বের করুন। একটু মনোযোগ দিয়ে দেখলেই অনেক ভুল বের করতে পারবেন। আমি এই কাজটা খুব বেশি করি। ভুল ধরতে পেরে আমার অনেক আনন্দ হয়।

২। নিজেকে প্রশ্ন করতে শিখুন। এই যেমন ধরুন, আপনি কেনো পৃথিবীতে এসেছেন এই প্রশ্নটি নিজেকে মাঝে মধ্যেই জিজ্ঞেস করুন।

৩। আপনি যখন নিজেকে মানুষের কাছে ব্যাখ্যা করা বন্ধ করবেন, এবং শুধুই নিজের জন্য কাজ করবেন, দেখবেন আপনি অনেক সুন্দর ভাবে জীবন যাপন করতে পারছেন।

৪। মানি ম্যানেজমেন্ট বিষয়টা শিখতে পারা মানব জীবনের সবচেয়ে বড় একটি দক্ষতা। আমি মাঝেমধ্যে বিনা প্রয়োজনে টাকা নষ্ট করি। অবশ্য এজন্য আমার কোনো আফসোস হয় না।

৫। মানুষকে তার কর্ম বা সফলতা দিয়ে বিচার করার আগে সে কতটুকু কষ্ট করেছে বা কতবার ব্যার্থ হয়ে তা থেকে উঠে দাড়িয়েছে তা দিয়ে বিচার করুন।

৬। অন্ধভক্ত হবেন না, আবার বলছি অন্ধভক্ত হবেন না। সেটা মানুষ হোক, ধর্মের প্রতি হোক কিংবা কোন সংগঠনের প্রতি হোক।অন্ধভক্ত হওয়া আর নিজের চোখে কাঠের চশমা পরা একই কথা।

৭। নিজের ব্যক্তিগত বিষয় নিজের মধ্যে রাখার চেষ্টা করুন। সব সময় সবার কথা ব্যক্তিগত আক্রমন হিসেবে নেবেন না।

৮। দুঃখজনক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া আসলে আমাদের আরও স্মার্ট করে তোলে এবং এর মাধ্যমে আমরা আরও ভাল চিন্তাবিদ হয়ে উঠি।

৯। বন্ধুমহল ত্যাগ করার ঠিক পূর্বে হাস্যকর বা ইন্সপিরেশনাল কিছু বলুন। ফলে আপনার যাওয়ার সাথে সাথে তারা আপনার অভাব অনুভব করবে।

১০। ঘন্টায় ঘন্টায় নিজের দুঃখের কথা সোশ্যাল সাইটে পোস্ট করে মানুষের সমবেদনা পাওয়ার মনোভাব যে দিন থেকে নিজের মধ্যে খুজে পাবেন না সেদিন নিজেকে ম্যাচুউরড ভাবতে পারেন।

১১। মনে হতেই পারে, পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছেন, আবার কেউ আছেন অনেক পিছিয়ে। কিন্তু আপনার ধারনা ভুল। প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন।

১২। অন্যের রুপ, গুণ ও সৌন্দর্যের সাথে কখনো নিজের রুপ, গুণ ও সৌন্দর্যের তুলনা করবেন না। কখনো অন্যের চেয়ে নিজেকে ছোট মনে করবেন না। অন্যের সাথে নিজের তুলনা করলে নিজের ওপর বিশ্বাস হারিয়ে যাবে এবং হতাশা আপনার পিছু ছাড়বে না। আর মন খারাপ থাকলে চিন্তাও ভালো হয় না।

১৩। গায়ে দেয়ার যে কোনো সাবান দিয়ে মুখ ধোয়া উচিত না। নিজের ত্বকের সাথে মানান সই ফ্রেশ ওয়াশ ব্যবহার করবেন।

১৪। ভুল শুধু জীবনের একটা স্বাভাবিক জিনিস ই নয়, এটা খুব গুরুত্বপূর্ণও। কারণ ভুল করা ছাড়া আমরা শিখতে পারিনা। মানুষকে স্রষ্টা এমনভাবেই সৃষ্টি করেছেন যেন সে ভুল করে শিখে। যারা এক ভুল বারবার করে তারা গাধা।

১৫। প্রচুর ভালো ভালো বই পড়বেন। আমার বিশেষ অনুরোধ, শিবরাম চক্রবর্তী রচনাসমগ্র অবশ্যই পড়বেন।

বাঙ্গালী ফ্রি কোন কিছুর মূল্য বুঝে না। এখন আপনি জিজ্ঞেস কইরেন না- 'ভাই আপনি কেন তাইলে উপদেশ দিচ্ছেন'? ভাই আমিও বাঙ্গালী। ফ্রিতে জ্ঞান না দিলে রাতে যে শান্তিতে ঘুম আসে না। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে খুব সাবধান থাকুন। বারবার হাত ধুবেন। আর মাস্ক ছাড়া ভূলেও বাইরে যাবেন না।

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আচ্ছা।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: কি আচ্ছা?

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৩

আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর গল্পতৈরি করলেন মজাই লাগল

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪১

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ চমৎকার একটা পোষ্ট।
দুটো সিংগাড়া না খাওয়ালেই নয়।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৫

রাজীব নুর বলেছেন: ওকে।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এত ভালো ভালো উপদেশ মাথায় নিয়ে আপনি এতদিন চুপ ছিলেন কেন?

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৬

রাজীব নুর বলেছেন: প্রতিভা একসাথে বিকশিত করতে হয় না। ধীরে ধীরে বিকশিত করতে হয়।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১৫ টা পয়েন্ট উল্লেখ করেছেন। তবে এগুলির মধ্যে বিশেষ কিছু পেলাম না। কিছু লেখা দরকার তাই মনে হয় লিখেছেন। আমার কথায় রাগ করবেন না। তোষামোদি করতে পছন্দ করি না। তবে আপনার অনেক লেখাতে কিছু আকর্ষণীয় বিষয় থাকে মাঝে মাঝে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৭

রাজীব নুর বলেছেন: গ্রেট।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৬

এম ডি মুসা বলেছেন: তরমুজ নয় আমলকি যাই হোক তারপর কথাগুলি দেখলাম খুব উপদেশমূলক কথা

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৭

রাজীব নুর বলেছেন: জ্বী।

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:



আপনি ঢাকার মানুষের জীবন নিয়ে লিখলে ভালো হতো।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৯

রাজীব নুর বলেছেন: অবশ্যই লিখব।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

জাহিদ হাসান বলেছেন: প্রচুর উপদেশ। এত উপদেশ শুনার সময় নাই। গেলাম।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: আপনি অন্ধকারে নিক্ষিপ্ত হবেন।

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

১৫টির মধ্যে আপনার মাঝে কয়টির প্রতিফলন দেখেন!!
উপদেশ দেওয়া সহস কিন্তু উপদেশ গ্রহণ করার অনেক কঠিন কাজ।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: আমি শুদ্ধ মানুষ।
ভালো উপদেশ না মানা বোকামি।

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৭

জাহিদ হাসান বলেছেন: লেখক বলেছেন: আপনি অন্ধকারে নিক্ষিপ্ত হবেন।


আমার কাছে টর্চলাইট আছে ;)

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: টর্চলাইট আর কতক্ষ জ্বলবে? ব্যাটারি শেষ হলেই আবার অন্ধকার।

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শিবরাম চক্রবর্তীর বইতে কি আছে,কোন ধরনের বই।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: হাসি আর রঙ তামাশা। তবে বুদ্ধির ছাপও আছে।

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৭

প্রামানিক বলেছেন: চমৎকার পোষ্ট

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১০

নেওয়াজ আলি বলেছেন:
ভীষণ ভালো ।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫২

তানভীরএফওয়ান বলেছেন: ২) আপনি কেনো পৃথিবীতে এসেছেন এই প্রশ্নটি নিজেকে মাঝে মধ্যেই জিজ্ঞেস করুন।
উত্তর: আল্লাহর এবাদত করার জন্য

বিপদে মানুষকে সাহায্য করার জন্য

ন্যায় প্রতিষ্ঠায় অন্যায় কে দমন

০১ লা অক্টোবর, ২০২০ রাত ১:১১

রাজীব নুর বলেছেন: দারুন। খুব ভালো।

১৬| ০১ লা অক্টোবর, ২০২০ সকাল ৮:০৯

সাদা মনের মানুষ বলেছেন: আমি ভাবছিলাম এখানে আমলকি খাওয়ার উপকারিতা বিষয়ক কিছু থাকবে, সেসব তো পেলাম না। তবে তরমুজ বিক্রির দূর্দান্ত কৌশলে চমৎকৃত হলাম........শুভ সকাল।

০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব। ভালো থাকুন।

১৭| ০১ লা অক্টোবর, ২০২০ সকাল ১১:৪২

সাগার খান বলেছেন: এমন একটা ভালো লেখার জন্য ধন্যবাদ ভাই !

০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: ভালোবাসা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.