নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

শিক্ষামূলক একটি গল্প

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩৮



একদিন বৃষ্টির দেবতা ইন্দ্র কৃষকদের উপর অনেক ক্ষেপে গেলেন।
তখন তিনি কৃষকদের বললেন, আমি একটানা ১২ বছর কোন প্রকার বৃষ্টি দান করব না, তোমরাও কোন প্রকার ফসল ফলাতে পারবে না। এটা হলো আমার অভিশাপ।

কৃষকদের তো তখন ভয়ে অবস্থা খারাপ, তারা তখন অনেক কাকুতি মিনতি করতে শুরু করলো তার অভিশাপ ফিরিয়ে নেয়ার জন্য। কিন্তু দেবতা ইন্দ্র কৃষকদের কাকুতি মিনতি দেখে একটা বুদ্ধি বের করলো। সে কৃষকদের বললো- আচ্ছা ঠিক আছে বৃষ্টি তখনি হবে যখন ভগবান শিব তার হাতে থাকা ডমরু বাজাবেন।

একদিকে দেবতা ইন্দ্র কৃষকদের এটা বলে শান্তনা দিলেন যে ভগবান শিব ডুমরু বাজালে বৃষ্টি হবে অন্য দিকে তিনি শিবকে ডমরু না বাজানোর জন্য রাজি করিয়ে নিলেন।

কৃষকেরা যখন শিবের কাছে ডমরু বাজাতে প্রার্থনা করলো- তখন তিনি স্পষ্ট বলে দিলেন, আমি ১২ বছর আমার ডমরু বাজাবো না। আমাকে অনুরোধ করে কোনো লাভ নাই। আমাকে বিরক্ত করো না। এখন আমি ঘুমাবো।

কৃষকরা কোন পথ না পেয়ে ১২ বছর অপেক্ষা করার সিদ্ধান্ত নিলো। কিন্তু একজন কৃষক ঠিক'ই জমি খনন করে চাষ করে বীজ বুনন করতে থাকলো। বারবার তার বীজ নষ্ট হতে লাগলো কোন ফসলই হলো না।

তাকে দেখে অন্য চাষীরা খুব হাসাহাসি করতে লাগলো। তিন বছর পর একদিন সব কৃষক মিলে তাকে জিজ্ঞেস করলো, কেনো তুমি শুধু শুধু এত কষ্ট করছো। বৃষ্টিতো হবে না ১২ বছর। বৃষ্টি ছাড়া কি ভাবে ফসল হবে?
উত্তরে সে বললো- আমি জানি ১২ বছর কোন বৃষ্টি হবে না, তবুও আমি আমার কাজটার অনুশীলন করে যাচ্ছি। যেনো ১২ বছর পর যখন বৃষ্টি হবে তখন আমি আমার চাষবাস এর কাজ ভুলে না যাই।

কৃষকদের মধ্যকার এই কথা শুনে দেবী পার্বতী শিবকে বললেন- একটানা ১২ বছর ডমরু না বাজালে আপনিও হয়তো ১২ বছর পর ডমরু বাজানো ভুলে যাবেন।
তখন শিব অন্যমনস্ক হয়ে তার হাতে থাকা ডমরুটা বাজানোর জন্য চেষ্টা করলেন। ডমরু বাজতেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেলো।

আর যে কৃষক আগে থেকে জমি তৈরি করে বীজ বপন করে রেখেছিলো সে শস্য পেতে লাগলো। সেখানে যারা তাকে নিয়ে হাসাহাসি করছিলো তারা কিছুই পেলো না।

(এবার বলুন, এই গল্প থেকে কি শিক্ষা পেলেন?)

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন:

কু বলিবো না।কু শুনিবো না।কু কথায় কান দেবোনা।
গল্প জম্পেশ হয়েছে।

শুভকামনা প্রিয় ছোট ভাইকে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা।
আপানদের বারাসাতের করোনা পরিস্থিতি কি?

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই গল্পের শিক্ষণীয় বিষয় হল যে ডমরু একটানা ১২ বছর না বাজালে যে কেউ এটা বাজানো ভুলে যেতে পারে। তাই সবার উচিত শিবের মত ডমরু বাজানো শেখা এবং মাঝে মাঝে ডমরু বাজানো যেন সে বাজানো ভুলে না যায়। আরেকটা শিক্ষা হোল সবচেয়ে ভালো বাদ্যযন্ত্র হোল ডমরু কারণ পরমেশ্বর শিব এটা বাজাতে পছন্দ করতেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৫০

জাহিদ হাসান বলেছেন: ডমরু বাজিয়ে যেতে হবে। ডমরু না পেলে জয়ঢাক বাজাতে হবে।

তাও না পেলে আপনাদের পিঠ তো আছেই :D :D :D

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: হে হে হে হে ----

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নিম্নমানের রূপকথা।
এতে কোন লজিক নেই।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: লজিকের বাইরে অনেক কিছু আছে।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

জীবনে চলার পথে থামতে নেই
নিদৃষ্ট গন্তঠছ পৌঁছানোর আগে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: কখনও কখনও থামতে হয়।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: মর্টালিটি অনেকটা কমে গেছে। লোকজনের ভয়ভীতিও কমে গেছে। তবে আমি টিভি দেখছিনা,পেপার নিচ্ছিনা। এমনকি আগে নিউজ পোর্টালগুলো দেখতাম ।সেসব দেখা ছেড়ে দিয়েছি। অহেতুক করোনার আপডেট দেখে বাসায় খুবই সমস্যা হচ্ছিল। ভাইয়ের ওখানে খবর কেমন? খারাপ কিছু হলে শুনতে চাই না।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরে কারো মধ্যে করোনা নিয়ে কোনো চিন্তা নেই। সবাই বিনদাস আছে।

৭| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১২:২৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভগবানের নির্দেশ ছাড়াই ভারতের কোন কোন জায়গায় পনের বিশ বছর বৃষ্টি হয় না।
সুযোগের অপেক্ষায় নাথেকে সব সময় প্রস্তুত থাকতে হবে যাতে সুযোগ হাত ছাড়া না হয়ে যায়।

০১ লা অক্টোবর, ২০২০ রাত ১:১০

রাজীব নুর বলেছেন: জ্বী অবশ্যই।

৮| ০১ লা অক্টোবর, ২০২০ ভোর ৬:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন: লজিকের বাইরে অনেক কিছু আছে।

এটা নির্বোধদের কথা।
বিজ্ঞান মনস্ক শিক্ষিত মানুষ এটা বলবে না।

০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: সমস্যা এখানেই- আমি কিছুতেই বিজ্ঞান মনস্ক শিক্ষিত মানুষদের বুঝাতে পারবো না, আমি গভীর রাতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। কিন্তু পেছন থেকে কেউ একজন আমাকে ডাকছিলো।

৯| ০১ লা অক্টোবর, ২০২০ সকাল ১০:১৩

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ শিখা পেয়েছি অনুশিলন করা

০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন কবি।

১০| ০১ লা অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৮

রাশিয়া বলেছেন: শিক্ষা পেলাম যে, দেবতারা আসলে মানুষের চেয়েও বোকা। এক সরল কৃষক কিভাবে শিবকে বোকা বানালো এটা জেনে হাসি আসছে।

০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে ঈশ্বরও বোকা বনে যান।

১১| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ৯:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন: সমস্যা এখানেই- আমি কিছুতেই বিজ্ঞান মনস্ক শিক্ষিত মানুষদের বুঝাতে পারবো না, আমি গভীর রাতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। কিন্তু পেছন থেকে কেউ একজন আমাকে ডাকছিলো।

কেবলমাত্র এক জনকেই ডাকে। আর কোন লোক পায় না ডাকার।

০১ লা অক্টোবর, ২০২০ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: হাঁ হাঁ হাঁ-----
একদিন আপনার বেলায়ও এরকম ঘটবে। অবশ্যই ঘটবে। আমি অপেক্ষা করি। এরকম ঘটনা ঘটার পর আমাকে অবশ্যই জানাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.