নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ

০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৩




ইন্টারনেট দুনিয়াটা অনেক বড়।
এই দুনিয়াতে রয়েছে অনেক রকম আজব ওয়েবসাইট। যার অনেক কিছুই আমাদের জানার বাইরে। ওয়েবসাইটের মাধ্যমে রাস্তায় ঘটা মজার মজার ছবি দেখতে পাওয়া যায়। অদ্ভুত সব সাইট! সেখানে একবার ঢুকলে সময় যে কখন চলে যায়! আমি প্রতিদিন নিয়ম করে বিভিন্ন সাইটে ঢু মারি। আমার খুব ভালো লাগে। আমি ছবি তুলতে এবং নানান রকম ছবি দেখতে খুব পছন্দ করি। মাঝে মাঝে কিছু ছবি ভালো লেগে যায়, সেসব ছবি নিজের ল্যাপটপে সেভ করে রাখি। সেভ করে রাখা কিছু ছবি আজ আপনাদের সাথে শেয়ার করেছি। ছবি গুলো দেখে আপনাদের ভালো লাগবে এটা আমার বিশ্বাস।
তাই আর কথা না বাড়াই। এখন ছবি গুলো দেখুন। ছবি হলো আসলে ইতিহাস। ইতিহাস জানা জরুরী। পাতার পর পাতা পরটে হয় না। ছবি দেখেই অনেকখানি ইতিহাস জানা হয়ে যায়।


১।
করোনা এই প্রানের শহড়ে থাকার যোগ্যতা যখন কেড়ে নেয়।

২। এবার না হয় গোটা পৃথিবীটাকেই দেখুন। তবে ভিতর থেকে নয়, চাঁদের দেশ থেকে। আপনি তো নিজের দেশের প্রশংসা হরহামেশাই করেন; এবার তো নিজের গ্রহের প্রশংসা একটু করুন।

৩।
জানি ছবিটা সবাই দেখেছেন। ছবিটা আমার খুব পছন্দের।

৪। কেউ কি বলতে পারবেন পতাকায় আরবীতে কি লেখা আছে?

৫। বইয়ের এই প্রচ্ছদটা আমার খুব ভালো লাগে।

৬।
এটি কোরিয়ান বাহিনীর মার্চ পাসের ছবি । ছবিটি দেখে বোঝা যাচ্ছে সামরিক বাহিনীর ছন্দ এবং নিয়ম তান্ত্রিকতা কতটা প্রবল।

৭। লটকন।

৮। ইসলামপন্থী বিপ্লবীরা ১৯৭৯ সালে ইরানের বিপ্লবের সময় আমেরিকান পতাকা পুড়িয়েছিল।

৯। ফরাসী ছোট্ট মেয়েটি আমেরিকান সেনাদের ভ্যালেন্টাইনের দিনে চুমু দেয়,১৯৪৫ সাল।

১০। একটি যাত্রীবাহী বিমানের অভ্যন্তর,১৯৩০সাল।

১১। ১৯৪০ সালে ক্লড ডেটলফ-এর তোলা এই ছবিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম আইকনিক ছবি। ছবিতে ৫ বছর বয়সী ওয়ারেন বার্নার্ড তার মায়ের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিদায় জানাতে ছুটে যাচ্ছে তার বাবার কাছে।

১২। এই ছবিটা আমার তোলা।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:


৫ নং:

এই "টোকাই" বাচ্চা কোথায় আছে, কোন ফলো-আপ হয়েছিলো?

০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: তখন এত মিডিয়া ছিলো না। থাকলে সে জনপ্রিয় হয়ে যেত।

২| ০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর হয়েছে।

০১ লা অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মুক্তমনা।

৪| ০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২২

এম ডি মুসা বলেছেন: পতাকায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।

০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৮

রাজীব নুর বলেছেন: এটার অর্থ কি?
আল্লাহ এক আর কোন মাবুদ নেই। হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল।

৫| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ৯:১৮

আমি সাজিদ বলেছেন: ১,৯,১১ চমৎকার। ১২ ভালো তুলেছেন।

০১ লা অক্টোবর, ২০২০ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ সাজিদ ভাই।

৬| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ৯:১৯

আমি সাজিদ বলেছেন: ১ দেখে মনটা খারাপ হয়ে গেল।

০১ লা অক্টোবর, ২০২০ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৭| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ৯:৩৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: পৃথিবীতে সৌদি আরবই একমাত্র দেশ যেটার নাম করণ করা হয়েছে একজন মানুষের নামে। এদের পূর্বপুরুষের নাম ছিল সউদ। আবার পৃথিবীর কোনও দেশের পতাকাতেই কোনও অস্ত্রর ছবি পাবেন না একমাত্র সৌদি আরব ছাড়া। সৌদি আরব গঠিত হয়েছে একটি গোত্রের তলওয়ারের জোরে। এই কারণে পতাকাতে তলোয়ার রাখা হয়েছে এবং দেশের নাম দেয়া হয়েছে গোত্র প্রধানের নাম অনুসারে। ইসলামকে তারা ঢাল হিসাবে ব্যবহার করছে। তবে ধীরে ধীরে ক্ষমতা রক্ষার ক্ষেত্রে ধর্মের প্রয়োজন তাদের কাছে কমে যাওয়ায় তারা এখন নতুন রুপে আবির্ভাবের জন্য কিছু কর্মপন্থা হাতে নিয়েছে তাদের বর্তমান রাজপুত্রকে সামনে রেখে। যদিও রাজপরিবারের মধ্যেও অনেক কোন্দল এসব নিয়ে হচ্ছে।

০১ লা অক্টোবর, ২০২০ রাত ৯:৩৮

রাজীব নুর বলেছেন: চমতকার বলেছেন। আসলে ওরা ধর্মকে আকড়ে ধরে দেখেছে শেষমেষ কিছুই পাওয়া যায় না। তাই মেয়েদের গাড়ি চালাতে দিচ্ছে, হালাল বার খুলছে। দুবাই আজ এত উন্নত কেন? কারন দুবাই ধর্মকে দূরে সরিয়ে রাখতে পেরেছে।

৮| ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১১:২১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এটা কোন কোরিয়ার ছবি।
বৃষ্টিতে ভেজা হাত দুটি কার।
চাঁদ থেকে পৃথীবিকে আরেকটা চাঁদের মতো লাগে।পৃথীবি এতো সুন্দর

০১ লা অক্টোবর, ২০২০ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: বৃষ্টিতে ভেজা হাত কার? এটা আপনার এমনিতেই বুঝার কথা।

৯| ০২ রা অক্টোবর, ২০২০ রাত ১:০০

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ছবি।

০২ রা অক্টোবর, ২০২০ রাত ২:০৭

রাজীব নুর বলেছেন: জানি।

১০| ০২ রা অক্টোবর, ২০২০ সকাল ১১:১১

ইসিয়াক বলেছেন: লটকন আমার প্রিয় ফল।

০২ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: আমার প্রিয় ফল আম। হিমসাগর আম।

১১| ০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৫

ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: আমার প্রিয় ফল আম। হিমসাগর আম।
আম আমারো প্রিয়। ল্যাংড়া ,আম্রপালী আর হিমসাগর।

১২| ০২ রা অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.