নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আজ একটা দৈনিকের সাহিত্য পাতায় কবিতা পড়লাম। কবিতার নাম- ''একটা ভূত জানালা দিয়ে উঁকি দিচ্ছে বারবার, কি করি?''
কবিতার প্রথম লাইন এই রকম- 'ভুত ভুত ভুত, আমার চারদিকে ভুত! মনে হচ্ছে এরা আমাকে চেয়ারের সাথে বেঁধে রাখবে।'
২। মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে অনেক প্রবাসী ভাই আছেন।
রুটি-রুজি আর আর্থিক সচ্ছলতার জন্য একজন মানুষ অনেক কষ্টে প্রবাসী হয়। নতুন পরিবেশ, ভাষাগত সমস্যা এবং প্রিয় মানুষের সান্নিধ্য বঞ্চিত হয়ে কঠিন এক পৃথিবীর সম্মুখীন হয় তারা। এদের শ্রম- ঘামে অর্জিত অর্থ নিজের পরিবারের আয় উন্নতির পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশাল ভূমিকা রাখে।
লাখ লাখ শ্রমিক ভাইয়ের লুকিয়ে ফেলা চোখের পানিতে ভেজা প্রবাসের মাটি। চোখের জল চোখেই শুকায় তাদের, আদর করে কেউ মুছে দেবার কেউ নেই। এদের দেশে কোনো প্রিয় মানুষ মরে গেলেও শেষ দেখাটা হয়ে উঠে না। তবু এরা বেচে থাকে, দেশকে ভালোবেসে, পরিবারকে ভালোবেসে। এরা কখনও আফসোস করে না। বরং সারাক্ষন এদের মুখে হাসি লেগে থাকে। এদেরকে নিয়ে একটু ভাবুন। এদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিটা একটু মানবিক করুন।
৩। সকালে ঘুম থেকে উঠে সূরা 'নমল' পড়লাম।
নমল মানে পিঁপড়া। সূরাটির এ ধরনের নামকরণের কারণ হচ্ছে এ সূরায় পিপিলিকার সঙ্গে হজরত সুলাইমান (আ.)’র কথোপকথনও স্থান পেয়েছে। সুলায়মান (আঃ)-এর মোট বয়স হয়েছিল ৫৩ বছর। তের বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের চতুর্থ বছরে বায়তুল মুক্বাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন। আল্লাহ পাক তাকে জ্ঞানে, প্রজ্ঞায় ও নবুঅতের সম্পদে সমৃদ্ধ করেন।
৪। বড় যদি হতে চাও, ছোট হও তবে। ছোট হতে হতে মাটির সাথে মিশে যাচ্ছি। নাদের আলী, আমি আর কত ছোট হবো?
৫। কেউ অপমান করলে আমার উপকার'ই করে আসলে। সেই রাত্রেই একটা কবিতা বা অন্য কিছু লিখে ফেলি। অপমান বা অবজ্ঞা বরাবর'ই আমাকে কিছু লেখার প্রেরণা দেয়।
৬। সমাজ করে মানব বন্দন, বুদ্ধিজীবিরা করে আলোচনা। পত্রিকাওয়ালারা করে লিড নিউজ- হয় না তাতে কোনো লাভ! সারা দেশ তোমাদের দখলে।
৭। যে জাতির মধ্যে পুরুষরা যতো বেশী ভদ্র ও মার্জিত, সে জাতি ততো বেশী সভ্য ও উন্নত।
৮। চার্লস ডিকেন্স লোকটা অন্য রকম ছিলেন।
পত্রিকায় তিনি ধারাবাহিক উপন্যাস লিখতেন। তাঁর উপন্যাসের কিস্তি পড়ার জন্য অধীর আগ্রহে পাঠকেরা অপেক্ষা করতেন। মাস্টার হামফ্রেজ ক্লক নামের একটা সাপ্তাহিকে তাঁর উপন্যাস প্রকাশিত হতো। দি ওল্ড কিউরিসিটি শপ ধারাবাহিকভাবে প্রকাশ হতে শুরু করে ১৮৪০ সালে। উপন্যাসটি ইংল্যান্ডের গণ্ডি ছাড়িয়ে আমেরিকায়ও তুমুল জনপ্রিয় হতে শুরু করে।
কাহিনি তখন চূড়ান্ত পর্যায়ে। আর মাত্র একটি পর্ব বাকি। সবার আগ্রহ উপন্যাসের নায়িকা নেলের পরিণতি নিয়ে। সে কি বাঁচবে, নাকি মারা যাবে। তখন সাপ্তাহিকটি আমেরিকা যেত জাহাজে করে। জাহাজ যেদিন ভিড়বে, সেদিন ঘাটে হাজার হাজার মানুষের ভিড়। পত্রিকা হাতে পেয়ে পড়ার জন্য সবাই অস্থির। আর সহ্য করতে না পেরে জনতা চিৎকার করে জাহাজের নাবিকদের কাছেই জানতে চাইল, ‘নেল কি মারা গেছে?’ এ রকম এক গল্প জানার পর লেখক হতে কার না ইচ্ছা করে!
৯। ইয়াবার চোরাচালান দমন করতে পারা যায়না, ধর্ষক ও পাষাবিক নির্যাতকদের কঠোর শাস্তি দেওয়া যায়না, নারীদের নুন্যতম সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা যায়না, তাহলে সরকারি উদ্যোগে দেশের প্রতিটি থানায় একটি করে সরকার পরিচালিত পতিতালয় স্থাপন করা হোক..
হয় নারীদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন নতুবা তাদের যৌনলিপ্সা পূরণের ব্যবস্থা করেন! এই অজানা আতঙ্ক-ভয় নিয়ে কি সুস্থ থাকা যায়?
০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:১৭
রাজীব নুর বলেছেন: সঠিক কারন জানি না।
কেউ বলছেন, একটি লোকের সাথে মেয়েটির অনৈতিক সম্পর্ক আছে।
কেউ বলছেন, তার স্বামী নিখোজ ছিলো। অনেক দিন পর ফিরে এসেছে।সে তার স্বামীর সাথে থেকেছে।
কেউ বলছে, ছেলে গুলো তাকে অনেকদিন ধরে অনৈতিক কাজের কথা বলছিলো, কিন্তু মেয়েটি তাদের কথায় সায় দেয়নি।
২| ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৫
ইসিয়াক বলেছেন: কবিতা কি লিখেছেন?
০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:১৮
রাজীব নুর বলেছেন: ্না। না।না।
৩| ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই খারাপ।
০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:১৮
রাজীব নুর বলেছেন: চারিদিকে তো শুধু খারাপ।
৪| ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৫
অধীতি বলেছেন: ডিকেন্স অসাধারণ। ওর লেখায় মোহ আছে।পতিতালয়ে যাও হুজুরটিও এটা সমর্থন করবে না।আমরা জোর করতে শিখেগেছি বোধয়।পতিতাকে তো জোর করতে হয়না।যেখানে জোরাজুরি নেই সেখানে আমরা পুরুষত্ব খুঁজে পাইনা।আরো বেশি হারবাল প্রয়োজন ধর্ষকের লিঙ্গ বৃদ্ধিতে।
০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:১৯
রাজীব নুর বলেছেন: হে নারী, এ যুদ্ধ তোমার জিততেই হবে
অগ্নি দৃষ্টিতে হানো প্রলয় আঘাত সবে
অনাচারী দূরাচারী সব যাবে ভেগে
তুমি নারী বহ্নিশিখা, উঠলে জেগে।
৫| ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: হাজার পতিতালয় থাকলেও কিছু দুষ্কৃতিকারী পুরুষ সুযোগ পেলে অসহায় মেয়েদের ধর্ষণ করবে। পতিতালয়ের সাথে ধর্ষণের কোনও সম্পর্ক নেই।
০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:২০
রাজীব নুর বলেছেন: ভয়ংকর অবস্থা সারাদেশে!
দেশের জন্য এইসব অমানুষ কোন দরকার নাই। বাংলাদেশে এখনো প্রচুর পরিমাণে পতিতালয় রয়েছে। সেখানে গিয়ে নরপশুরা হাল্কা হয়ে এলেই পারে। ধর্ষণ কেন করতে যাবে। আইন শক্ত করেন উত্তর কোরিয়ার মতো, আইনের শাসন প্রতিষ্ঠা করেন - দেখবেন, হরমোন কিলবিল করবে কিন্তু ধর্ষণ বা বলৎকারের চিন্তা আসলেও সাহস আর হবে না।
৬| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৩,মসজিদটির আসল নির্মাতা কে।সুলায়মান (আঃ)যদি নবী হয়ে থাকে তার ধর্মের নাম কি,অনুসারী কারা।
০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:২১
রাজীব নুর বলেছেন: জানি না।
©somewhere in net ltd.
১| ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩০
চাঁদগাজী বলেছেন:
নোয়াখালীর বেগমগন্জের মহিলাকে কি কারণে পিটাচ্ছিলো?