নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৯০

০৬ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৬



১। এক মেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে- 'ডান হাতে ব্যথা, তাই বাম হাতে এক গ্লাস পানি খেলাম, উফ শান্তি লাগতছে'!
সেই স্ট্যাটাসে মন্তব্য গুলো এই রকম-
মন্তব্য ১- ওয়াও! দারুণ লিখেছেন!
মন্তব্য ২- আপনার শান্তি লাগছে দেখে আমাদেরও শান্তি লাগছে!
মন্তব্য ৩- রবীন্দ্র পরবর্তী যুগে এমন অসাধারণ লেখা আর পড়া হয় নাই! চালিয়ে যান!
মন্তব্য ৪- স্যালুট বস! শেয়ার দিলাম! এই লেখা শেয়ার না দিলে গুনাহ হবে!
মন্তব্য ৫- "বাম হাতে এক গ্লাস পানি খেলাম" এর দ্বারা বোঝা যায় আপনি পরোক্ষভাবে "বাম রাজনীতি" এর সাথে যুক্ত!
মন্তব্য ৬- ভাল লিখছেন ভাই, আমি ব্লকড, আমারে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান প্লিজ! আল্লাহ্‌র দোহাই লাগে!
মন্তব্য ৭- আপনি পানি পানের আগে "বিসমিল্লাহ" বলেন নাই, এর দ্বারা প্রমাণিত হয় যে আপনি একটা নাস্তিক!
মন্তব্য ৮- আপনি একজন অসাধারন মানুষ। আপনার তুলনা হয় না। আপনার জনু শুভকামনা।
মন্তব্য ৯- পানি কি বিশুদ্ধ ছিলো? পানি খাওয়া ভালো। দৈনিক ১২ গ্রাস পানি খাবেন। প্লীজ।
ইত্যাদি...ইত্যাদি...

২। অনেকদিন পর আজ সকাল দেখলাম। যাদের মনের ভিতরটা বিশৃংখল অথবা প্যাঁচানো তারা দড়িকে সাপ মনে করে। ভালো মানূষদের একটাই সিম থাকে। আর বাজে মানূষদের ৩/৪ টা।

৩। আমার তো নিজের বোধ-বুদ্ধি কিছু নাই। তাই অন্তরের কথার উপর নির্ভর করি।

৪। বাবা (ছোট ছেলেকে) : এক গ্লাস পানি আনতো।
ছোট ছেলে : পারুম না ৷
.বড় ছেলে : বাদ দাও তো বাবা। এইটাতো জন্মের বেয়াদব। যাও তুমি নিজেই গিয়া পানি খাইয়া আসো আর আমার জন্য এক গ্লাস নিয়া আইসো৷

৫। 'চানাচুর' শব্দটি কোন দেশের? ৩/৪ দিন ধরে মাথার ভেতর শুধু এটাই ঘুরছে। শান্তি পাচ্ছি না। কেউ কি জানেন? পরিচিত অনেককেই জিজ্ঞেস করলাম কিন্তু কেউ বলতে পারছে না।

৬। কৃষকরা ভালো ফসল পেলে সারা বছর তারা থাকে আনন্দে। আর যদি একবার বন্যায় ধান তলিয়ে যায় তাহলে তারা হয়ে যায় নিঃস্ব। ধান ভালো হলে প্রতি ঘরে ঘরে বয়ে যায় দারুন খুশীর বন্যা। পিঠা-পায়েশ খাওয়ার ধুম লেগে যায়।

৭। হিন্দু ও মুসলমান কত শত বছর ধরে পাশাপাশি বাস করছে এ-দেশে, অথচ তারা পরস্পরের ধর্ম ও সামাজিক নীতি সম্পর্কে প্রায় কিছুই জানে না। এই অজ্ঞতা থেকেই তো বিদ্ধেষ ও সংঘর্ষ হয়। হিন্দুদের মূর্তিপূজক ভেবে মুসলমানরা কেমন যেন অবজ্ঞা করে। কিন্তু এই মুর্তিগুলো তো সব বিভিন্ন রুপ ও গুনের প্রতীক। প্রতিমা কথাটার মানেই যে তাই। ইসলাম ধর্মে যে বিশ্বভ্রাত্বের উদার আহবান, তা হিন্দুরা বোঝে না। ইসলাম সব মানূষকে সমান করে, আর হিন্দুরা নিজেদের মধ্যেই জাতিভেদ করে নানান ছুতোয় অনেক মানুষকে বিতাড়িত করে দেয়।

৮। সন্তানের পিতা-মাতারা বড় স্নেহে অন্ধ হয়। নিজের সন্তানদের বুকে চেপে রাখে, অন্যের সন্তানদের ঠিক সেইমতো ভালোবাসাতে পারে না। ভালোবাসার এই ভাগাভাগি আমার সহ্য হয় না।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫২

ভুয়া মফিজ বলেছেন: এইসব রংঢংয়ের জন্যই আমি ফেসবুকে যাই না। চানাচুর হিন্দী শব্দ।

০৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২| ০৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর বিলাই

০৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: হে হে---

৩| ০৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৬

তারেক ফাহিম বলেছেন: আপনার লিখাও সুন্দর হয়েছে, ছবির বিড়ালটাও, চালিয়ে যান, শুভকামনা B-)

০৬ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: না আর বেশী দিন চালিয়ে যেতে পারবো না।

৪| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: না হেসে পারলাম না। :D

০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: হাসাতেই চেয়েছিলাম।

৫| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৪

চাঁদগাজী বলেছেন:



ঢাকায় সরকারী অফিস আদালত পুরোপুরি চালু হয়েছে?

০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: জ্বী সব চালু হয়েছে। সব।

৬| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৮

আমি সাজিদ বলেছেন:

রাজিব সাহেব এইটাও আজকের ডায়েরিতে যোগ করার মতো ঘটনা।

০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: সারা বাংলাদেশে ভালোই প্রতিবাদ হচ্ছে। এটাই চাই। বহু ছেলেমেয়ে রাস্তায় নেমেছে।

৭| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০২

আমি সাজিদ বলেছেন: পতনের ভয়ে এদের যে পেটালো সেটা নিয়ে কি বলবেন? আবার সেদিন প্রবাসীদের টোকেন নেওয়ার ঘটনায় প্রবাসীদেরও পিটিয়েছে দেখলাম।

০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: এগুলো বিছিন্ন ঘটনা।

৮| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৮

নেওয়াজ আলি বলেছেন: বিড়ালের ছবিটা ফাইন । সবাই আমিন আমিন বলেন :-P

০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: হে হে--

৯| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৯

আমি সাজিদ বলেছেন: যেকোন হট্টগোলে পিটুনি দেওয়ার চেয়ে অন্য সমাধান নেই? বিছিন্ন ঘটনা বলে আমরাই অক্সিজেন দিয়ে এই জুজু টিকিয়ে রেখেছি।

০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: আপনার কাছ থেকে এই কথাটাই শুনতে চাচ্ছিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.