নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
পৃথিবীতে সবচেয়ে বড় সত্য হলো- মৃত্যু
আমাদের মরতে হবে, হবেই।
কে কোথায়, কখন মরবো তা জানি না,
তবে, যে কোনো সময়!
আমাদের যেকারো মৃত্যু হতে পারে
তারপরও আমাদের কত আয়োজন!!
লেখাপড়া, চাকরি, বিয়ে এবং সন্তান
কত চিন্তা আমাদের মাথায় খেলা করে,
কিন্তু কখনও মৃত্যুর চিন্তা আসে না
মৃত্যু চিন্তা করতে আমরা বড় ভয় পাই
আমরা মনে করি, আমার মৃত্যু হতে দেরী আছে
কিন্তু ঘটনা তা না। মৃত্যু খুব কাছে!
মৃত্যু আমাদের খুব কাছেই ওৎ পেতে বসে আছে
মানুষ সাবধান হও। তোমাকে মরতে হবে।
সময় খুব কম।
০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৭
রাজীব নুর বলেছেন: কে। তাহলে আমি অফ গেলাম।
২| ০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মৃত্যু চিন্তা মাথায় রাখা ভালো।
তা হলে অনেক বদ কাজ থেকে
বিরত থাকা যায়।
০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: জ্বি মুরুব্বি।
৩| ০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৯
করুণাধারা বলেছেন: মরার সময় এলে পালানোর পথ খুঁজে পাওয়া যাবে না।
০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: মরার কাছ থেকে কেউ পালিয়ে পথ পেয়েছে?
৪| ০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনুতাপে পুড়ে ক্ষমা চান
আল্লাহ ক্ষমাশীল । আমি প্রতিনিয়ত অতীত গুনাহের জন্য ক্ষমা চাই
০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫৯
রাজীব নুর বলেছেন: আমি তেমন কোনো গুনাহ করি নাই বোন।
চুরী করি নাই। ডাকাতি করি নাই। দূর্নীতি করি নাই। কারো ক্ষতি করি নাই।
৫| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১১:২০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: জীবন আছে বলে মরন আছে।জীবন নাই তো মরন নাই।
মৃত্যুর কথা চিন্তা করে কি কাজকর্ম বন্ধ করে বসে থাকবে।
এ এক শখের চিন্তা।মানুষ কাজকরে সময় পায় না,মৃত্যু চিন্তা করবে কখন।
০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৩৩
রাজীব নুর বলেছেন: আমার হাতে অনেক সময়।
৬| ০৮ ই অক্টোবর, ২০২০ ভোর ৬:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মৃত্যু নিয়ে চিন্তা করে লাভ নেই।
বরং কিভাবে আরো সুন্দর ভাবে বেঁচে থাকা যায় সেটাই চিন্তা করা উচিত।
০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪০
রাজীব নুর বলেছেন: এতাই ত আমি করতে চাই।
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৯
চাঁদগাজী বলেছেন:
ব্লগে মৃত্যু নিয়ে অনেক আলাপ হয়েছে।