নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

(এইচএসসি পরীক্ষা হবে না) দেশের সাধারণ মানুষের যা ভাবছেন

০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৬

অটো পাশম্যানদের ঈদানন্দ। ছবিটা ভাল্লেগেছে।

১। পরীক্ষা দিতে হবে না এই খুশিতে শুনলাম অনেক পোলাপান মাহফুজ ভাইয়ের গান শুনতেছে।

২। আমার মনে হচ্ছে এই সিদ্ধান্ত আবার পরিবর্তন হবে।

৩। প্রশ্ন ফাঁসের ব্যবসাতেও ধ্বস নামালো করোনা।

৪। পিইসি রেজাল্টের উপর ভিত্তি করে বিসিএসে টিকতে চাই।

৫। এভাবে পড়ালেখা না করে,,স্কুল এ না গিয়ে বছর ধরে online game খেলে, Auto pass আমাদের যুগে যদি থাকত, আহা!

৬। চিন্তায় আছি, কখন না আবার ঘোষণা আসে, লকডাউনের এই বিয়ের সিজনে যাদের বিয়ে বাকি, তাদের মেসেঞ্জার, whats app,insta এর চ্যাট আর ভিডিও কলের ভিত্তিতে অটো বিয়ে যাবে।

৭। অনেক সময় পরীক্ষার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আর তা যদি হয় শিশু-কিশাের-তরুণদের বেলায় তাহলে জীবনকেই প্রাধান্য দিতে হবে। শুধু বাংলাদেশ কেন, বিশ্বের বহু দেশে এখনো স্কুল-কলেজ খােলেনি; পরীক্ষা তো অনেক দূরের বিষয়। পরীক্ষা হবে না বলে কী জ্ঞানার্জন বন্ধ হবে হয়ে যাবে? ভালাে মানুষ হওয়া, নিজেকে যোগ্য করে গড়ে তােলার জন্য পরীক্ষা সবসময় দরকারি বিষয় নাও হতে পারে। এই পরীক্ষা তো কেবল এটা সার্টিফিকেট অর্জন! জীবন বাঁচলে এটা একদিন না একদিন অর্জন করা যাবে। সেটা না পারলেও জীবন চলে যাবে! ভিন্নমত থাকলে জানাতে পারেন। যুক্তি যুথসই হলে মেনেও নিব।

৮। শিক্ষাজীবনে এইচএসসি এমন একটা স্তর, এর ফলাফলের উপর একজন শিক্ষার্থীর পরবর্তী উচ্চ শিক্ষা নির্ভর করে। বিশ্ববিদ্যালয়, চিকিৎসা ও প্রকৌশলবিদ্যায় পড়ার জন্য এইচএসসি'র ফলাফল একটা বিশাল ফ্যাক্টর। এটাকে গণহারে মূল্যায়ন করা হবে চরম বোকামি।

৯। যারা এসএসসি পাশের পর আর লেখাপড়া করতে চায়নি তারাও ইন্টার পাশ হয়ে গেল।

১০। সরকার শিক্ষার্থীদের এতো ভালো বাসে আগে বুঝিনি! শুনুন, এইচএসসি পরীক্ষার ফলাফল নির্ধারণ কীভাবে হবে তা নিয়ে কথা না বলে, ধর্ষণ বিরোধী প্রতিবাদে সোচ্চার থাকুন...।

১১। বাচ্চারা তোমরা ফেল করার সুযোগ পাওনি। আমার নাম বলে দোকান থেকে মিষ্টি কিনে দরজা বন্ধ করে একা একা খাও। কিন্তু তোমরা যারা ইন্টার থার্ড ইয়ারে পড়ো তোমাদের জন্য বেদনা হইতেছে প্রবল।

১২। এত বড় লটারি তো জসীমেরও কোনোদিন লাগে নাই।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটা অবশ্যই খারাপ খবর ।
একটা কাজ করতে পারতো সেটা হচ্ছে অনলাইনে পরীক্ষা নিতে পারত।

০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: সহমত।

২| ০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:



দীপুমনি কোনদিন ঠিক মতো পড়ালেখা করেনি।

০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: হা হা হা----
জটিল বলেছেন।

৩| ০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: বিশ্ববিদ্যালয়গুলিতে তো ভর্তি পরীক্ষা দিয়েই ঢুকতে হয়। তাহলে এইচ এস সি পরীক্ষার দরকার কি। এটাকে চিরতরে বিলিন করে দেয়া উচিত।

০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: এটা রাগের কথা।

৪| ০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৮

সাজিদ উল হক আবির বলেছেন: চাঁদগাজী সাহেবের কথা ভেবে ভালো লাগছে। ওনার মন্তব্যের ভাণ্ডারে নতুন অ্যাডজেক্টিভ যুক্ত হবে। প্রশ্নফাঁস জেনারেশনের মত, অটোপাশ জেনারেশন।

০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: অটোপাশ জেনারেশন। হা হা হা--- এটা মনে হয় প্রশ্নফাস জেনারেশনের চেয়ে উন্নত হবে?

৫| ০৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৯

মোছাব্বিরুল হক বলেছেন: বিপদ সংকেত।

০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৬| ০৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৭,আমার মনে হয় সব সময়।

০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: মে বি।

৭| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ৮:০৩

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




কোনও কিছুই ভাবার মতো অবস্থায় নেই আমরা। আমরা শুধু দেখে যাওয়ার দলে।
৭ নম্বরে যা বলেছেন তাই-ই আসল। পরীক্ষা সব সময় দরকারী না-ও হতে পারে।
আর ৬ নম্বরটি জব্বর হয়েছে, ফাটাফাটি ভাবনা..................

০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: জাতি হিসেবে নিজেদের কপাল কি নিজেরা পুড়ছি না?

৮| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০১

নেওয়াজ আলি বলেছেন: ধন্যবাদ শিক্ষামন্ত্রী যুগ যুগ বেঁচে থাকুন সারাজীবন এমন চাই। এটা আমার কথা শিক্ষার্থীর কথা।

০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: ওকে।

৯| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৩

ব্লগার_প্রান্ত বলেছেন: এইচ এস সি পরীক্ষা না নেওয়াটা সমর্থন করতে পারছি না। এস এস সিতে গরু গাধা ছাগলও এ প্লাস পায়। এইস এস সিতে এ প্লাস পেতে হলে অন্তত শিম্পাঞ্জি হওয়া লাগে।

০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: সহমত।

১০| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


যারা 2020 সালের এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট পাবে তারা সারাজীবন টিটকারি খাবে।
লোকে বলবে, এরা 2020 সালের পরীক্ষার্থী ছিল!

০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: এদের চাকরি পেতেও সমস্যা হবে।

১১| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: দীপু মনি বিদ্যাসাগরের জেলার মানুষ, হক কথাই কইছেন। করোনার মধ্যে এত পড়াশোনা কিসের?? কেন পড়াশোনা করার সময় কি শেষ হয়ে যাচ্ছে? তবে একটুখানি কপি-পেস্ট করেছেন, ভারতের সিবিএসসি বোর্ডের। কি মজা! পড়াশোনা নাই, পরীক্ষা নাই শুধুই পাস আর পাস।

০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: এটা ঠিক হয়নি। এমনি এজাতির কোমর ভাঙ্গা।

১২| ০৮ ই অক্টোবর, ২০২০ ভোর ৬:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন: এদের চাকরি পেতেও সমস্যা হবে।

ওদের বিয়ে করাতে গেলেও সমস্যায় পড়বে বাবা মা।
এর চেয়ে বরং ধীরে ধীরে ৩ মাস ধরে পরীক্ষা নিলেও চলতো।

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: সহমত।

১৩| ০৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

সজল_ বলেছেন:

০৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৮

রাজীব নুর বলেছেন: হুম।

১৪| ০৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পরীক্ষা যেহেতু নেওয়া হচ্ছে না তাহলে পরীক্ষার ফি বাবদ যে টাকাগুলো নেয়া হয়েছিল সেগুলো প্রত্যেক পরীক্ষার্থী কে ফেরত দেয়া হোক।

০৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৯

রাজীব নুর বলেছেন: তা সম্ভব না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.