নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৮৯

০৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৩০




১। ১টা রুম। রুমে ১টা রাজবন্দি আছে। রুমের ২টা দরজা আছে। এক দরজা দিয়ে বের হলে মুক্তি, আরেক দরজা দিয়ে বের হলে মৃত্যু। কিন্তু বন্দি জানে না কোনটা মুক্তির দরজা, কোনটা মৃত্যুর।
দুই দরজায় দুই দারোয়ান আছে। দারোয়ানদের একজন সত্য বলে অন্য জন মিথ্যা। বন্দি জানে না কে সত্য বলে আর কে মিথ্যা বলে। বন্দি ঐ দুই দারোয়ানকে (একই প্রশ্ন দুজনকে করবে) একটা প্রশ্ন করবে। কিন্তু যেহেতু এক দারোয়ান সত্য ও অন্যজন মিথ্যা বলে, সুতরাং তাদের উত্তরও হবে সত্য ও মিথ্যা।

কি সেই প্রশ্নটা যার উত্তর দ্বারা (দারোয়ানদের থেকে প্রাপ্ত উত্তর) বন্দি জানতে পারবে কোন দরজা দিয়ে গেলে মুক্তি পাবে।

২। পৃথিবীতে সব ধরনের সম্পর্কের মূলেই রয়েছে Trust এবং Respect । Trust হল যে কোন সম্পর্কের মূল ভিত্তি যেটা ছাড়া কোন সম্পর্কের কথাই কল্পনা করা যায় না। পারস্পারিক বিশ্বাস, শ্রদ্ধাবোধ আর ভালবাসায় প্রতিটি সম্পর্কই টিকে থাকুক অনন্তকাল ধরে....

৩। যে নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রামাদ্বানের সিয়াম পালন করে, নিজ লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে তাকে বলা হবে, যে দরজা দিয়ে ইচ্ছে তুমি জান্নাতে প্রবেশ করো।

৪। ছোট্র একটা দেশ।
১৮ কোটি মানুষ। অনেক সমস্যা এবং অনেক অপরাধ তো থাকবেই। বর্তমান সরকার দেশের মানুষকে ভালো রাখার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাজেই সাময়িক সমস্যা গুলোর জন্য অস্থির হওয়া যাবে না। পৃথিবীর সব দেশেই- খুন, ধর্ষণ, চুরী ছিনতাই বা দুর্নীতি হয়। বরং অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে এই সব খুব কম হয়। ক্রিকেট খেলার সময়, সারা দেশের মানুষ বাংলাদেশ দলকে সাপোর্ট করে। ১৮ কোটি মানুষ এক হয়ে যায়। ঠিক এইভাবে আমাদের সুখে বা দুঃখে এক হয়ে থাকতে হবে। তাহলেই দেশ খুব দ্রুত এগিয়ে যাবে। স্বপ্ন দেখুন এবং আশাবাদী হোন। জয় বাংলা।

৫। মিষ্টির দোকানের মাছি কোনোদিন ডাষ্টবিনে যায় না, আর ডাষ্টবিনের মাছি কোনোদিন মিষ্টির দোকানে আসে না। যারা খারাপ হবার তাদের ধরে বেধে খারাপ করতে হয় না এটি জেনেটিক। দুষ্টলোক দিয়ে দেশ ভরে গেছে। দিন দিন সমস্ত দেশের মানুষ কেন অমাননিক, নিষ্ঠুর হয়ে পড়ছে? সমস্যাটা কোথায়?

৬। রাজনীতি, ইউটিউব, ফেসবুক, মডেলিং, লাম্পট্য এখন প্যাশন হয়ে গেছে। পরিবার এগুলোকে ছেলেমেয়ের আধুনিকতা হিসেবে দেখে।

৭। আপনার যদি মনুষত্ব বোধ থাকে তবে আপনি কখনোই মানুষের গায়ে হাত তুলতে পারবেন না। এটা আসে ক্ষমতা থেকে, এরা জানে কাউকে মারধর করলে তাদের কিছু হবে না।

৮। প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে হয় যদি সকালটাকে দেখতে না পাই। কেউ যদি জিজ্ঞেস করেন, পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর জিনিস কি? তাহলে বলব মানুষের বেচে থাকা।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৮

সাগর শরীফ বলেছেন: দারুণ বলেছেন। অনুপ্রাণিত বোধ করছি।

০৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৫

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

২| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৯

শায়মা বলেছেন: ঠিক ঠিক আর এই বেঁচে থাকাটাই দারুন ব্যাপার। রাস্তার ফকির বা প্রাসাদের বাদশাহ দুজনের জন্যই সমান আনন্দের।

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: আপনার কথা মুল্যবান। কারন আপনি শিক্ষক।

৩| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৩

শায়মা বলেছেন: ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪১০

লেখক বলেছেন: আপনার কথা মুল্যবান। কারন আপনি শিক্ষক।


হা হা হা তা বটে তবে আনন্দের শিক্ষক! মরা টরা নিয়ে ভাবতে চাইনা।

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: আপনাকে দেখলেই মনে হয় জীবন আনন্দময়।

৪| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: বেঁচে থাকা সত্যি আনন্দের ।

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: জ্বী হ্যা কবি। তবে কবিতা জীবনটাকে অন্যরকম ভাবে দেখেন।

৫| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫০

আলমগীর সরকার লিটন বলেছেন: সবাই যদি এভাবে বুঝত তাহলে সুখশান্তিতে থাক যেতো

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: বুঝতে হবে, বুঝাতে হবে।

৬| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২৯

এম ডি মুসা বলেছেন: শুভ অপরাহ্ন

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৭| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৯

নেওয়াজ আলি বলেছেন: খুবই অর্থবহ এবং আকর্ষণীয় উপস্থাপন।

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আলি ভাই। আমার সালাম নিবেন।

৮| ০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বড়ই সৌন্দর্য।

০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: আপনাদের ভালোবাসা।

৯| ০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০১

সজল_ বলেছেন: বেচে থাকাটাই আনন্দময়।

০৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: দুঃখ কষ্ট আর অভাব নিয়ে বেঁচে থাকাটা আনন্দময় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.