নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ওহে ক্ষমতাবান, দুর্বলের উপর অত্যাচার করো না
মনে রেখো, বিশ্ব প্রভু তোমার চেয়েও শক্তিশালী
জরুরি ভিত্তিতে পথশিশু ও হাতি রক্ষায় উদ্যোগ নিতে হবে
সমস্যার সমাধানের জন্য পানিপড়া আর তাবিজের দিন শেষ
দেশবাসীর বক্তব্য হলো- আওয়ামীলীগ, বিএনপি বুঝি না
আমরা শান্তি চাই। হত্যা, খুন, ধর্ষণ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,
বেকারত্ব, গলাবাজি, অন্যায় আর দুর্নীতি মানুষ চায় না
হজ্ব, লেখাপড়া, শিক্ষা, চিকিৎসা, কোরবানী মানে ব্যাবসা
চারিদিকে শুধু ব্যবসা আর ব্যাবসা। ভন্ড ব্যবসায়ী যতসব
সত্য মিথ্যায় মিশিয়া মানুষের জীবন একরকম কাটিয়া যায়
রাক্ষুসী দুনিয়া, পিশাচ সমাজ- তোদের বুকে, গলায় পা দিয়ে
দাঁড়িয়ে আমি প্রতিশোধ নিবো। জাতি ফিরে পাক স্বস্তি।
(এক গান বারবার গাই। আমি কবিতা লিখতে পারি না। শুধু কবিতা না আমি কিছুই লিখতে পারি না। প্রতিভা শূন্য মানুষ আমি। মানব জনম বৃথা। তারপরও সাহস করে কবিতা লিখতে চেস্টা করি। দীর্ঘদিনের অভ্যাস। আমাদের দেশে সমস্যার শেষ নেই। এবং আমাদের দেশে সব সম্ভব। ধর্ষণ মামলার আসামি জামিনে থেকে ধর্ষণ বিরোধী মানববন্ধন করছে। নিজের চোখে দেখা। যাই হোক, সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। বাইরে গেলে মাস্ক মাস্ট। তবে হাত ঘরে বাইরে সব সময় ধুবেন।)
০৯ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২৯
রাজীব নুর বলেছেন: "কে সে মোর কে বা জানে
কিছু তার দেখি আভা
কিছু পাই অনুমানে
কিছু তার বুঝি না বা "
২| ০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি কবিতা।
০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৮:১০
রাজীব নুর বলেছেন: হে হে----
আমি বিশ্বাস করি না।
৩| ০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: চমৎকার বিদ্রোহী কবিতা।
০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৮:১০
রাজীব নুর বলেছেন: হায় হায়--
খাইছে আমারে---
৪| ০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৬
চাঁদগাজী বলেছেন:
আপনার ১টা চা দোকান থাকলে ভালো হতো, আড্ডা দেয়া যেতো।
০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৮:১২
রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন। টাকা পয়সার ব্যবস্থা করতে পারলে চায়ের দোকান দিয়ে দেব।
৫| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫৮
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনার অবস্থা হয়েছে,দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি
০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: একদম ঠিক। দশে দশ পেয়েছেন।
৬| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৯
ইসিয়াক বলেছেন: চায়ের দোকানদারের নাম কি?
১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩৯
রাজীব নুর বলেছেন: কাশেম।
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২০
নেওয়াজ আলি বলেছেন: খুবই অর্থবহ ও আকর্ষণীয় প্রকাশ।