নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৯০

১০ ই অক্টোবর, ২০২০ রাত ২:০৮



১। সক্রেটিসের স্ত্রী খুবই ঝগড়াটে মহিলা ছিল।
স্বামীকে খুব বকাঝকা করত। একদিন খুব বকাঝকা করার পরও যখন সক্রেটিস তার কোন উত্তর দেয় নি, তখন এক কলস পানি নিয়ে এসে সক্রেটিসের মাথার উপর ঢেলে দিলো।
পাশে ছিল সক্রেটিসের শিষ্যরা। শিষ্যরা যখন একটু অপ্রস্তুত হয়ে গেল, তখন সক্রেটিস তাদের বলল 'মেঘ গর্জনের পর তো একটু বৃষ্টি হবেই!'

২। আপনি যদি জানতে পারেন যে ঠিক ২৪ ঘন্টা পরে যন্ত্রণাহীনভাবে আপনার মৃত্যু হবে, তা হলে আপনি এই সময়টি কী করবেন?

৩। কেন গণিতে নোবেল পুরস্কার দেয়া হয় না?
আলফ্রেড নোবেলের স্ত্রী তাঁকে ছেড়ে একজন গণিতজ্ঞের কাছে চলে গিয়েছিলেন। সেই শোকে নাকি তিনি গণিতে নোবেল পুরস্কার রাখেন নি। (গল্পটির বিভিন্ন শাখা প্রশাখা আছে) আরও মজার ব্যাপার হচ্ছে, আলফ্রেড নোবেল কখনও বিয়েই করেন নি। অর্থাৎ এই মুখরোচক গল্পের আদতে কোনো ঐতিহাসিক ভিত্তিই নেই। আমার ধারনা, সম্ভবত গণিত মানবজাতির জন্য কল্যাণকর কিছু বয়ে আনার মত বিষয় নয়।

৪। The Hound of the Baskervilles. এটিই আমার পড়া সর্বশ্রেষ্ঠ শার্লক হোমস রচনা। আমি যে বাংলা অনুবাদটা পড়েছিলাম সেটার নামও মনে আছে আমার এখনও- বাস্কারভিল পরিবারের শিকারি কুকুর।

৫। শিকারে বেরিয়ে পথে প্রথমেই নাসিরুদ্দিনের সামনে পড়ে রাজামশাই খেপে উঠলেন। লোকটা অপয়া। আজ আমার শিকার পণ্ড। ওকে চাবকে হটিয়ে দাও।
রাজার হুকুম তামিল হল।
কিন্তু শিকার হল জবরদস্ত।
রাজা নাসিরুদ্দিনকে ডেকে পাঠালেন।
কসুর হয়ে গেছে নাসিরুদ্দিন। আমি ভেবেছিলাম তুমি অপয়া। এখন দেখছি তা নয়।
নাসিরুদ্দিন তিন হাত লাফিয়ে উঠল।
আপনি ভেবেছিলেন আমি অপয়া? আমায় দেখে আপনি ছাব্বিশটা হরিণ মারলেন, আর আপনাকে দেখে আমি বিশ ঘা চাবুক খেলাম। অপয়া যে কে, সেটা বুঝতে পারলেন না?

৬। বুদ্ধের জীবনী থেকে জানা যায় যে, তিনি ভগবানের অস্তিত্ব সম্পর্কে কোনো কথা বলেন নি এবং সবকিছু যুক্তি দিয়ে বিচার করার পক্ষে ছিলেন। লোকনাথ এবং সাঁই। দুজনেই সমাজের কুসংস্কার আর অন্ধবিশ্বাস দূর করায় ব্রতী ছিলেন, কিন্তু তাদের মৃত্যুর পরে তাদের বাণীকে ধর্মব্যবসায় পরিণত করা হয়। যীশু সম্পর্কে কিছু অলৌকিক কাহিনী প্রচলিত আছে, যেমন অন্ধকে চোখ ফিরিয়ে দেওয়া, খোঁড়ামো ঠিক করা ইত্যাদি।
আপনি আস্তিক হন বা নাস্তিক, এ ব্যাপারে সন্দেহের অবকাশ নেই যে প্রত্যেক ধর্মই মনুষ্য সৃষ্ট। তবে পৃথিবীতে কয়েক হাজার ধর্ম থাকলেও বৈচিত্র্যের বড্ড অভাব। যদি হাতি, কুকুর, শুশুক, প্রজাপতি- এরাও ধর্ম বানাতে পারতো, তাহলে হয়ত মানুষ নতুন কিছু শিখত!

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ২:২৮

অনল চৌধুরী বলেছেন: মনে হচ্ছে সম্প্রতি আপনারও সক্রেটিসের পরিণতি হয়েছে !!!!!

১০ ই অক্টোবর, ২০২০ রাত ২:৩৫

রাজীব নুর বলেছেন: জ্বী।

২| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ২:৩৯

অনল চৌধুরী বলেছেন: দু:খ করবেন না।
'মেঘ গর্জনের পর তো একটু বৃষ্টি হবেই!'

১০ ই অক্টোবর, ২০২০ রাত ৩:০১

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৩| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ২:৫৭

চাঁদগাজী বলেছেন:


৩ নং:

আসলে, সব জ্ঞানের মুলে থাকছে অংক; ধারণা করা হচ্ছে, মহাবিশ্বে অনেক তারকার জগতে বাসবাসযোগ্য্য গ্রহ আছে; এগুলো কেহ দেখেনি, অংকই এদের অবস্হান ও এদের সম্পর্কে ধারণা দিচ্ছে।

১০ ই অক্টোবর, ২০২০ রাত ৩:০১

রাজীব নুর বলেছেন: এই তো আমার মনের কথা বলেছেন।

৪| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৩:৩৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: পিজার ছবি কেন??

১০ ই অক্টোবর, ২০২০ রাত ৩:৪৬

রাজীব নুর বলেছেন: বার্গার ছাড়া কিছু খাই না। ইদানিং পিজা খাওয়া শুরু করেছি। কারন একটা পিজা কিনলে আরেকটা ফ্রি দেয়।

৫| ১০ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:২২

নজসু বলেছেন:


আমার মনে হয় আলফ্রেড নোবেল ছাত্রাবস্থায় গণিতে কাঁচা ছিলেন বলে মাঝে মাঝে গণিত বিষয়ে ফেল করতেন। B:-)
এজন্য গণিতের প্রতি ক্ষোভের কারণে নোবেল বরাদ্দ হয়নি। :D :D :D

যদি জানতে পারি ২৪ ঘন্টা পরে যন্ত্রণাহীনভাবে আমার মৃত্যু হবে, তাহলে এই সুন্দর পৃথিবী ত্যাগ করতে হবে বলে অতি কষ্টে এবং যন্ত্রণায় ঐ ২৪ ঘন্টার আগেই দুঃখে ছটফট করতে করতে মারা যাবো। :( :( :(

১০ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:১৫

রাজীব নুর বলেছেন: সহমত।

৬| ১০ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:৫৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ২,আমার অঙ্গ যে প্রতিষ্ঠানে দান করেছি তাদেরকে মৃত্যুর খবরটা জানাবো।
৩,গণিত বিজ্ঞানের বিজ্ঞান।

১০ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:১৫

রাজীব নুর বলেছেন: জ্বী হ্যা।

৭| ১০ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:৩২

রাশিয়া বলেছেন: গণিত স্রেফ একটা ভাষার নাম, বাংলা ইংরেজীর মত গণিত একটি ভাষা ছাড়া আর কিছুই নয়। বৈজ্ঞানিক ফলাফলকে গণিতের ভাষায় প্রকাশ করা হয়। গণিতের কোন প্রায়োগিক অনুশীলন নেই, যেমনটা পদার্থবিদ্যা, রসায়ন বা চিকিৎসাবিদ্যায় আছে। তাই গণিতে নোবেল পুরষ্কার দেওয়া হয়না।

আপনি ধর্ম নিয়ে কুটতর্ক করতে খুব পছন্দ করেন, তাই এই বিষয়ে আপনার সাথে তর্ক করা অর্থহীন। তারপরেও আপনার কাছে প্রশ্ন, যিশু তথা ঈসা (আঃ) যে অন্ধের দৃষ্টি ফিরিয়ে দিতে সক্ষম ছিলেন না, সেটা আপনি নিশ্চিত হলেন কোন ইতিহাস পড়ে?

১০ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:১৭

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন রাশিয়া। কাস্ক পড়ুন, আর বার বার হাত ধুয়ে নিন।

৮| ১০ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

একুশ শতকে এসে ধর্ম অর্থহীন।

১০ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:১৮

রাজীব নুর বলেছেন: ধর্ম একেবারে অর্থহীন না। ধর্মের দরকার আছে।

৯| ১০ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ঢাকাতে পিজার দাম কেমন?
আমার তো মনে হয় ধারছোয়ার বাইরে দাম।

১০ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:১৯

রাজীব নুর বলেছেন: অনেক দাম। খুব বেশি দাম। তিনজন খেতে পারে এমন একটা পিজার দাম তের শ' টাকা।

১০| ১০ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: কেউ যদি বলে প্রত্যেক ধর্ম মানুষের তৈরি তবে ধরে নিতে হবে সে আসলে সৃষ্টি কর্তার ব্যাপারে সংশয়ে আছে।

১০ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২০

রাজীব নুর বলেছেন: সৃষ্টিকর্তা নিজেই সংশয় থেকে সৃষ্টি।

১১| ১০ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:০৭

আমি সাজিদ বলেছেন: যিশুর মৃত্যুর পর যিশুর কাহিনী আর তাঁর বিশ্বাসকে পুনরায় সবার সামনে নিয়ে আসেন পল। নাহয় যিশুকে অনেকেই ভুলে যাচ্ছিলেন। এটা ইতিহাসের কথা। এরপর পল নিজের কিছু কথাও ঢুকিয়ে দিয়ে থাকতে পারেন সাথে।

১০ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২১

রাজীব নুর বলেছেন: সহমত।

১২| ১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১৩

জাহিদ হাসান বলেছেন: সক্রেটিসের স্ত্রীকে হাতের কাছে পেলে বেতিয়ে আদাব-কায়দা শিখিয়ে দিতাম। কিছু নারীর মুখে সাপের চাইতেও বেশি বিষ থাকে।

১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: কথা সত্য। বিষাক্ত।

১৩| ১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১৬

জাহিদ হাসান বলেছেন: আরেকটা কথা, আপনি ৬ নং এ যা বলেছেন তার সাথে আমি একমত পোষণ করতে পারলাম না।

মানুষের জন্য ইসলাম (আল্লাহর কাছে আত্নসমর্পন) হচ্ছে আল্লাহ মনোনীত একমাত্র প্রকৃত সত্য ধর্ম। সব নবী রাসূলরা আল্লাহর কাছে নিজেকে আত্নসমর্পন শিখিয়েছেন। তাই সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামই সত্য ধর্ম।

এর বাইরে সত্য কিছু নেই।

১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: ওকে।

১৪| ১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৫

নেওয়াজ আলি বলেছেন: আপনার বাসার আশেপাশে হারপি থাকলে সেখানে পিৎজা খেয়ে দেখতে পারেন তারা ভালো বানায়

১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: হারপি না। হারফি। ওড়া বলে হালাল বার্গার। সৌদির বার্গার। খেয়েছি। দাম খুব বেশি রাখে।

১৫| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৭

ইসিয়াক বলেছেন: ১নং জানা ছিলো না।
২নং আমি দিশেহারা হয়ে যাবো।

১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: ২ নং আমি দিশেহারা হতাম না।

১৬| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নিজে অপয়া বলে অপরকে
অপরকে অপয়া ভাবা ঠিক না !!

১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: জ্বী মুরুব্বী।

১৭| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৩১

কালো যাদুকর বলেছেন: পিজা আমার ফেভারেট। অংকও, তবে তত বুঝি না।

১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: পিজা'র চেয়ে বার্গার বেশি ভালো লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.