নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
সকলেই জানেন,
আমি কবিতা লিখতে পারি না
তবে সেদিন নিজের চোখে যা দেখলাম
সেটা না লিখলে মানুষ জানবে কি করে?
কাটাবন মোড়ে, সময় তখন মধ্যদুপুর
এক পাগল খুব বেশি চিৎকার করছে
পাগলের চোখে মুখে খুব বেশি রাগ।
পাপ।
পাপ?
পাপ!
খুব বেশী পাপ হয়ে গেছে-
পাপে চারিদিক ভরে গেছে
নারী জাতির উপর অত্যাচার
রক্ত চাই, রক্ত চাই, রক্ত চাই
সব কিছু ধ্বংস হয়ে যাবে।
সইবে না, টিকবে না, ধ্বংস অনিবার্য
পালা পালা পালা
নারী জাতির উপর হামলা
এবার বুঝবি মজা
পালা পালা পালা।
(সেদিন কাটাবন গিয়েছিলাম। এক পাগলকে দেখলাম খুব ক্ষেপে গেছে। সে হাত পা ছড়িয়ে সমানে চিৎকার করছে। চিৎকার করে সে যা বলছে, তাই'ই কবিতায় লিখলাম। পাগল সম্ভবত ধর্ষনের বিরুদ্ধেই প্রতিবাদ করছিলো। তার প্রতিবাদ এবং প্রতিবাদের স্টাইল আমার খুব ভালো লেগেছে। পাগলটির বয়স ত্রিশ, বত্রিশ হবে। মাথা ভরতি লম্বা চুল। সেই চুলে কয়েক বছর হয়তো পানি বা শ্যাম্পু পড়েনি। ময়লা জামা। এবং ছেঁড়া। খালি পা। আমি পাগলটাকে এক শ' টাকা দিলাম। সে টাকা নিলো না। বলল, চা খেতে পারে। চা সিঙ্গারা খাওয়ালাম। আমিও খেলাম। দুজনে মিলে সিগারেট খেলাম। পকেটে টাকা ছিলো না। টাকা থাকলে তাকে জামা কাপড় কিনে দিতাম। আমার বিশ্বাস চিকিৎসা পেলে সে সুস্থ হয়ে উঠতো।)
১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৩:১১
রাজীব নুর বলেছেন: পাগলের বোধশক্তি আমাকে মুগ্ধ করেছে!
২| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৩:১১
চাঁদগাজী বলেছেন:
ভালো মানুষের চিকিৎসা হলো না করোনায়, পাগলের চিকিৎসা কে করবে?
১৩ ই অক্টোবর, ২০২০ রাত ৩:১৬
রাজীব নুর বলেছেন: সরকার করাবে। করানো উচিত।
৩| ১৩ ই অক্টোবর, ২০২০ ভোর ৫:৩৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনি যে পাগলের কথা বললেন সেটা সিম্পটোমেটিক পাগল | কিন্তু দেশে এসিম্পটোমেটিক পাগলের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে | তাদের চিকিৎসা করবে কে ?
১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: তাদের চিকিৎসা করাবে সরকার।
৪| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: ভাল তো ------------
১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ২:২১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এক জনও ভাল লোক নেই বলার, শেষ পর্যন্ত পাগলের কাছে শুনতে হলো ধর্ষণ বেড়ে গেছে।
দিনে দিনে আমরা কি অমানুষ হয়ে যাচ্ছি ।