নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৯১

১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৬



১। বিয়ের আগে ভাবতাম-
বিয়ে কেন করবেন ?
জীবনটা পুরোপুরি বদলে যাবে। বিয়ে করলে জীবনে শৃঙ্খলা আসে। জীবনের দর্শন বদলে যাবে। হার্টের শক্তিশালী ওষুধ বিয়ে। সবচেয়ে বড় কথা- মধ্যেরাতে চা খেতে ইচ্ছা করলে, চা খাওয়া যাবে।
আমার ধারনা ভুল।

২। স্ত্রী: এই শোন, আমি যখন কাজে ব্যস্ত থাকবো তখন হঠাৎ করে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরবে না। বুঝেছ?
এই কথা শুনে পাশের ঘর থেকে কাজের বুয়া বলে উঠল: “হ আফা! আফনেই বুঝান তারে। আমিতো বুঝাইতে বুঝাইতে হয়রান হইয়া গেছি।

৩। যদি কাউকে সাপে কাটে, তাহলে মন্ত্রটা পড়লেই ঝামেলা শেষ।
'কালিনী কাল নাগিনী বিষে ভরা গা
অঙ্গের বিষ শীঘ্র নেমে যা
শূন্য পথে যায় কার্ত্তিক নিচে ময়ূরপংখী।

৪। বিশ্বসেরা অভিনেতারা ছবির বিভিন্ন দৃশ্যে নানা রকম স্টাইলে ধূমপান করতেন। রিচার্ড বার্টন, গ্রেগরি পেক, শন কনোরি, এলসিভ প্রিসলি- সবাই নিজস্ব ভঙ্গিমায় সিগারেট বা চুরুট টানতেন। দিলীপ কুমার, উত্তম কুমার, ওমরেশ পুরী- এদের ধূমপানের ভঙ্গিমা ছিল অপরুপ। অনেকে বলে থাকেন ধূমপানে নাকি বুদ্ধি খোলে। টেনশন থেকে সাময়িক মুক্তি মেলে। এক্কেবারে ডাহা মিথ্যা কথা। ধূমপানে বুদ্ধি তো খোলেই না বরং ভোতা হয়ে যায় আর টেনশন আরো বাড়িয়ে তোলে। ধূমপান মানব জীবনের সবচেয়ে ভয়াবহ ও ক্ষতিকারক একটি নেশা। সবাই সাধান।

৫। একথা শুনলে অবাক হতে হয়- অথবা গর্বে ফুলে ওঠে বুক যে, বিশ্বের দীর্ঘতম ও অন্যতম সুন্দর অজগরটিও মহাবিপন্ন অবস্থায় টিকে আছে আমাদের দেশে। নামটা সুন্দর- গোলবাহার অজগর। ইংরেজি Reticulated Python.নাম বৈজ্ঞানিক নাম Python reticulata .দৈর্ঘ্য ৩২/৩৩ ফুট।

৬। সুযোগ হলো সূর্যদয়ের মত, বেশি অপেক্ষা করলে হাতছাড়া হয়ে যায়।

৭। আজ, ১৩ই অক্টোবর বক্ষবন্ধনীহীন দিবস (No Bra Day)। প্রতীকিভাবে এদিন মেয়েদের কাঁচুলি না পরতে উৎসাহিত করা হয়। এই দিবসের তাৎপর্য হলো, "সবাইকে সচেতন করা যে সর্বক্ষণ কাঁচুলি পরে থাকা স্বাস্থ্যের জন্যে একটি মারাত্মক হুমকি। এতে স্তন ক্যান্সারের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।"
স্তন কর্কিট রোগ বিশেষজ্ঞদের মতে, অতি প্রয়োজনীয় না হলে এবং বিশেষ করে নিজ গৃহে বক্ষবন্ধনী না পরাই বিধেয়।
অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা মাস।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৯

নিয়াজ সুমন বলেছেন: এক নাম্বারে মজা পেলুম। :)

১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: হে হে হে----

২| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৪

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক সত্য কথা বলেছেন -------------------

১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: চেষ্টা করি।

৩| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১২

ঢাবিয়ান বলেছেন: দুই নাম্বারটা ভাল লাগেনি। বাকীগুলো ভাল লেগেছে

১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৪| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২৫

নেওয়াজ আলি বলেছেন: ধুমপান করিনি কখনোই ।

১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: গ্রেট।

৫| ১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:০০

ভুয়া মফিজ বলেছেন: এই রকমের একটা গুরুত্বপূর্ণ দিবসে নুরুভাইয়ের কোন পোষ্ট নাই কেন? আপনারা তো আবার অতি ঘনিষ্ঠ, তাই আপনাকেই জিজ্ঞেস করলাম.....হে হে হে!!

১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: মুরুব্বী মানুষ হয়তো ব্রা নিয়ে পোষ্ট দিতে সংকোচ লাগছে।

৬| ১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৭

জাহিদ হাসান বলেছেন: ১। রাশিয়ান মেয়ে বিয়ে করবো। ঝগড়া লাগলে সে কি বলবে আমিও বুঝবো না। আমি কি বলবো সেও বুঝবে না। তিন মিনিটেই ঝগড়া শেষ।

২। =p~

বাকিগুলা আর ভাল্লাগে নাই। B-)

১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: ভাষা না বুঝতে পারলেও মুখের এক্সপ্রেশন ঠিকই সব পরিস্কার করে দিবে।

৭| ১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১। বিয়ে হোল দিল্লীর লাড্ডু, খেলেও পস্তাবেন না খেলেও পস্তাবেন। তাই খেয়ে পস্তানোই ভাল।
২। স্বামীদের চরিত্র ফুলের মতো পবিত্র।
৭। বক্ষ বন্ধনী অপকারিতা লিখেছেন, এবার উপকারিতা লেখেন।

১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: ৭ লিখব? আসলেই লিখব?

৮| ১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি তো প্রতিদিন অনেক উপকারি কথা, পরামর্শ দেন। তবে ৭ নম্বর পয়েন্টের উপকার লিখতে এত দ্বিধা কেন। আপনি একজন সাহসী ও জনপ্রিয় ব্লগার। লিখে যান নির্ভয়ে।

১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: ওকে। আজই লিখব।

৯| ১৩ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৯

এম ডি মুসা বলেছেন: ভাইয়া আমার দুর্বলতা হচ্ছে আমি স্বরূপ সহজে বিশ্বাসী।
মানুষ আমাকে বেশি সরল সহজ ভাবে। ‌
আমি ধুমপান করি না । জানিনা ভাই আমার কেমন হবে।
আমার স্বপ্ন গুলোর মাঝে অস্বচ্ছতা চলে আসছে

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫৯

রাজীব নুর বলেছেন: সব ঠিক হয়ে যাবে। আপনি বুদ্ধিমান মানুষ।

১০| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৩,এটা তো সাপে কাটলে মরার মন্ত্র ।

১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫৯

রাজীব নুর বলেছেন: হায় হায়----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.