নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। পৃথিবীর লেখকসমাজ ধর্মকে পরিহার করেছে মোটামোটি একশো বছর আগে। অনেকের ব্যক্তিগত ধর্মবিশ্বাস থাকতে পারে কিন্তু ধর্মকে অবলম্বন করে এখন আর সাহিত্য রচিত হয় না।
২। এখন মানুষের জীবনে বিজ্ঞানের যা ভূমিকা, সেই তুলনায় ধর্ম, সাহিত্য-শিল্প কিছুই না।
৩। জনপ্রিয় দুইটি গল্পের বই– সুচিত্রা ভট্রাচার্যের 'জাহাজ বাড়ির পরী' ও সুনীল গঙ্গোপাধ্যায়ের সন্তু কাকা বাবু সিরিজের 'বিজয় নগরের হিরে।'
৪। বাঁশের নল ফুটা করিলে তাহাতে তেল রাখা যায় না, জল রাখা যায় না, তাহার ধারণশক্তি মূলেই থাকে না; তাহাতে সংসারের কোনো কাজই হয় না, কিন্তু ফু দিলে বিনা খরচে বাঁশি বাজে ভালো।
৫। "Life was like a box of chocolates. You never know what you're going to get. আসলেই কি সেটা নয়? জীবন তো এক বক্স চকলেটের মতই। একটার পর একটা কি আসবে বা কি ঘটবে আমাদের জীবনে আমরা কি সেটা জানি?
৬। বিশেষ পরিস্থিতিতে, গালাগালি করে এমন শান্তি পাওয়া যায় যা এমনকি উপাসনাতেও পাওয়া যায় না।
৭। কবিতা লিখে- দেশ বদলানো যায় না, সরকারকে শায়েস্তা করা যায় না, সাম্রাজ্যবাদীদের জব্দ করা যায় না,বাজারে দ্রব্যমূল্যের দাম কমানো যায় না।
তবু কিছু মানুষ কেন কবিতা লিখে?
তবু কিছু মানুষ কেন কবিতা পড়ে?
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৩৩
রাজীব নুর বলেছেন: হে হে বড় ভাই।
২| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৭
চাঁদগাজী বলেছেন:
ঢাকায় করোনা বাড়ছে, কমছে?
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৩৪
রাজীব নুর বলেছেন: সরকারী হিসাবই একমাত্র ভরসা।
সরকারী হিসাবে করোনায় মৃত্যু কমে গেছে। গড়ে ১৫/২০ জন।
৩| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১,আগে মানুষ ধর্ম পালন করতো,এখন মানুষ ধর্ম নিয়ে চিন্তা করে।
৬,উপাসনাতে শান্তি পাওয়া যায় যখন মাথায় হুরের চিন্তা থাকে।উপাসনার ফলাফল আর তো কিছু দেখি না।মৃত্যুর পর হয় আগুনে পোড় নয়তো হুর আর সুরা নিয়ে ফুর্তি করো।
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৩৬
রাজীব নুর বলেছেন: দামী এবং সত্য কথা বলেছেন।
৪| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৭
ইসিয়াক বলেছেন: আপনি কেন কবিতা লেখেন?
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৩৬
রাজীব নুর বলেছেন: কামকাজ নাই। তাই।
৫| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ৬ নাম্বারের উপরে কথা নাই।
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৩৭
রাজীব নুর বলেছেন: হা হা হা----
৬| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১২:০০
স্থিতধী বলেছেন: ৩) ' বিজয় নগরের হিরে' - কাকাবাবু সিরিজে আমার প্রিয় গল্পগুলোর মাঝে একটা
৫) প্রিয় মুভি ফরেস্ট গাম্পের প্রিয় উক্তি
৬) চরম বাস্তব , আবার অনেকে গালি দেয়াকে একটা অস্থির শিল্পেও রূপান্তর করে ফেলে!
৭) কারন অনেক কে ওটাও উপাসনার মতো শান্তি দেয়। কেউ কেউ আবার গালির বদলে কবিতা ব্যাবহার করে! কবি রফিক আযাদের মতো মেধাবীরা আবার এক সাথে দুটাই করে ফেলেন এমন কবিতার লাইন লিখে;
" ভাত দে হারামজাদা,
তা না হলে মানচিত্র খাবো"
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১২:৪০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। খুব সুন্দর মন্তব্য করেছেন।
৭| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১:২০
নেওয়াজ আলি বলেছেন: ছবির আপেলটা কি ফরমালিন মুক্ত
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ২:০২
রাজীব নুর বলেছেন: জানি না।
৮| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ২:১২
কালো যাদুকর বলেছেন: ১ নংটা সত্য। ৬ নং টা মধুর।
কবিতা অনেকে লিখে কারন, কবিতা ছাড়া অন্য কিছু লিখতে পারেন না।
১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১০
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
৯| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৩
রাশিয়া বলেছেন: এখানে একজনও ১ নম্বর নিয়ে নেতিবাচক কিছু লিখল না। চাদ্গাজী এবং রাজীব নুর মিলে যৌথ উদ্যোগে ধর্মকে যেভাবে অবজ্ঞা করা শুরু করেছে এবং নুরুলইসলা০৬০৪ নামে উদাসী স্বপ্নের নতুন সংস্করণ যেভাবে তাতে তেল মাখা শুরু করেছে, তাতে এই ব্যাপারগুলো সামু'র নাটক কিনা - সে প্রশ্ন স্বাভাবিকভাবেই ওঠে। ধর্ম নিয়ে এত ক্যাচাকেচির দরকার কি? ধর্মের পক্ষের কেউ তো বিজ্ঞান নিয়ে কোন চুলকানি দেখায়নি, বা নামজাদা কোন বিজ্ঞানীই ধর্মকে নিয়ে কটু কথা বলেনি! তাহলে যারা ধর্ম বা বিজ্ঞান কোনটাই ভালো করে বুঝেনা - তারা এত চুলকানি দেখায় কেন?
১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১২
রাজীব নুর বলেছেন: না চুলকানি নাই।
সহজ ভাবে দেখুন।
১০| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পৃথিবীতে ধর্ম আছে ৪৩০০টি।
এগুলো ফালতু জিনিস।
১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৩
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
ধর্ম মানুষকে কিছু দেয় না। কর্ম দেয়। কাজেই ধর্মের চেয়ে কর্ম আসল।
১১| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: লেখকরা সমাজের বিবেক। সমাজের কোনও বিষয় তাদের লেখার বাইরে থাকা উচিত না। ধর্মের সমালোচনা করে হলেও তাদের ধর্ম নিয়ে লেখা উচিত। ধর্মের নিয়ে সারা বিশ্বে যে হানাহানি হচ্ছে সেটা নিয়ে লেখকরা উপন্যাস, গল্প, কবিতা লিখতে পারে। ধর্ম, শিল্প ও সাহিত্যকে বিজ্ঞানের সামনে ছোট করার কোনও সুযোগ নাই। প্রত্যেকটা বিষয়েরই সমাজ সংশোধনে আলাদা আলাদা ভূমিকা আছে। বিজ্ঞান সমাজ নিয়ে কাজ করে না। ফলে বিজ্ঞানের অনেক আবিষ্কার নিয়ে সমস্যা হচ্ছে (উদাহরণ মারণাস্ত্র - weapons on mass destruction )। বিজ্ঞান অন্ধ। ভালো মন্দ বোঝার সামর্থ্য এর নেই। ফলে বিজ্ঞানের আবিষ্কার দ্বারা খারাপ কাজ করা হচ্ছে। এই খারাপ কাজ যেন না করতে পারে তার জন্য ধর্ম আর শিল্প সাহিত্য আছে। মানুষের মন নিয়ে কাজ করে ধর্ম ও শিল্প সাহিত্য। গালাগালি করে আপনি অনেক শান্তি পেয়েছেন এটা বোঝা গেলো। সরকার, সাম্রাজ্যবাদের একটা আয়ুষ্কাল আছে। হয়তো কয়েক বছর বা কয়েকশ বছর। ভালো কবিতার আয়ু ( যেমন আপনি গত পোস্টে যে কবিতা লিখেছেন) কয়েক হাজার বছরও হতে পারে। কবিতা লিখে অমর হয়েছেন অনেকে। চর্যাপদ নাকি গদ্যে ছিল না, পদ্যে ছিল। সেটা নিয়ে মানুষ কত গবেষণা করছে এখন। একারনেই কবিতার শক্তিকে ছোট করার কোন সুযোগ নেই।
১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৯
রাজীব নুর বলেছেন: বর্তমান সমাজে লেখকেরা সমাজের দালাল।
বেশির ভাগ লেখক সচেতন ভাবে ধর্মকে এড়িয়ে চলেন।
ঠিক বলেছেন। কবিতাকে ছোট করে দেখা ঠিক না। ওকে।
১২| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:০৩
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
৭ নাম্বারের ক্ষেত্রে বলবো, শব্দ হতেই লড়াইয়ের উৎপত্তি লড়াই হতেই বিজয়।
১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৪
রাজীব নুর বলেছেন: ইয়েস।
আপনাকে ধন্যবাদ।
১৩| ১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গালি হলো এমন এক রিপু যার কারনে
আপনার যত পূণ্য এমন ভাবে ছাপ হয়ে
যায় যেমন নাপিত তার ক্ষুর দিয়ে মাথার
চুল ছেচে মাথা মুণ্ডন করে দেয়।
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০৬
রাজীব নুর বলেছেন: জ্বী মুরুব্বী।
১৪| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০২
ইসিয়াক বলেছেন: গল্পের বাকি অংশ কোথায়?
১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০৬
রাজীব নুর বলেছেন: নাই। হারিয়ে গেছে। স্যরি।
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Okay.