নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আজকের ডায়েরী- ৭১

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ২:০১



আজ কিশোরগঞ্জ গিয়েছিলাম।
না কোনো কাজে না, কোনো দরকারেও না। এমনি এমনি। তবে এভাবে যাওয়াটা উচিত হয়নি আমার। যাই হোক, সকালে হোটেল থেকে নাস্তা খেয়ে সায়দাবাদ গেলাম। সবার আগে দেখি কিশোরগঞ্জের টিকিট কাউন্টার। একটা টিকিট কেটে বাসে উঠে পড়লাম। আজ আমি শাহেদ জামালের মতো হয়ে গিয়েছিলাম। কিশোরগঞ্জ যেতে সময় লেগেছে সাড়ে চার ঘন্টা। বাস যাত্রাবাড়ি পার হবার আগেই আমি ঘুমিয়ে পড়লাম। গভীর ঘুম। একদম ভৈরব গিয়ে আমার ঘুম ভেঙ্গেছে। ভৈরব বাস থেমেছে যাত্রী নামবে-উঠবে। এই ফাঁকে আমি নামলাম। প্রচন্ড পিপাসা পেয়েছে। দুই গ্লাস গেন্ডারিস রস খেলাম। কিশোরগঞ্জ যাওয়ার রাস্তা বেশ ভালো। দেখে মনে হলো নতুন ঢালাই করেছে।

আজ বাসায় একটা ছোট অনুষ্ঠান আছে।
অনুষ্ঠান রাতে। গত কয়েকদিন ধরেই বাসায় নানান রকম পিঠা ঠিটা বানানো হচ্ছে। কি অনুষ্ঠান, কে আসবে, কে আসবে না- সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তবে এসব অনুষ্ঠান আমি সাধারনত এড়িয়ে চলি। কিশোরগঞ্জ যাওয়ার আগে সুরভিকে বলে যাই নি। বাসে উঠে মোবাইলটাও রেখেছি অফ করে। মোবাইল খুলেছি দুপুর তিনটায়। মোবাইল অন করতেই সুরভি'র ফোন। তুমি কোথায়? আমি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ মানে? সেখানে কেন গেছো? আমি বললাম, রাষ্ট্রপতির সাথে দেখা করতে? সুরভি রেগে গিয়ে ফোন কেটে দিলো। একটু পর ভাবী ফোন দিলো। বলল, রাজীব এসব তুমি কি শুরু করছো? আজ বাসায় অনুষ্ঠান। বক বক--- চলছেই। আমি ফোন কেটে দিলাম।

দুপুরে এক হোটেলে খেলাম।
অতি ফালতু রান্না। বলেছে, দেশী মূরগী। মিথ্যা বলেছে। কর্ক মূরগী। ভাতের চাল গুলোও সুবিধার না। টানা দুই ঘন্টা কিশোরগঞ্জ শহরটা ঘুরে ঘুরে দেখলাম। পরিস্কার পরিচ্ছন্ন নয়, উন্নত শহর নয়। পৌরসভা কিছু কাজ করেছে। কিন্তু কাজ গুলো ভালো হয়নি। শহরে প্রচুর ওষুধের দোকান দেখলাম। ব্যাটারি চালিত অটো দেখলাম অনেক। মোবাইল দিয়ে কিছু ছবিও তুলেছি। ইচ্ছা আছে একটা ছবি ব্লগ পোষ্ট দেওয়ার। আজ কড়া রোদ উঠেছে। পরেছিলাম সাদা শার্ট। শার্ট ভিজে একাকার। অবশ্য এই শার্ট এক বছর আগের বানানো। পড়া হয়নি। আজই প্রথম পড়েছি। সাড়ে তিন বছর আগে একবার কিশোরগঞ্জ এসেছিলাম। আমার এক কলিগের বিয়েতে। সাথে সুরভিও ছিলো তখন। এই শহরের মেয়েরা বোরকা পড়ে।

বিকেল পাঁচ টায় বাসে উঠলাম।
ঢাকা ফিরবো। হঠাত শরীরটা প্রচন্ড খারাপ করলো। প্রেশার মনে হয় বেড়ে গেছে। কিছুক্ষন পর শুরু হলো প্রচন্ড মাথা ব্যথা। যেন মাথা ছিড়ে পড়ে যাচ্ছে! কিছুতেই মাথা ব্যথা কমছে না। বাম চোখটাও প্রচুর ব্যথা করছে। আমার পাশে বোরকা পরা মহিলা বললেন, আপনি এমন করছেন কেন? কি হয়েছে? আমি বললাম, প্রচন্ড মাথা ব্যথা। মহিলা বললেন, এই সূরা পরেন ''বিসমিল্লাহি তুরবাতু আরদিনা বি-রিকাতি বা’দিনা লিইউশফা সাক্বিমুনা বিইনি রাব্বিনা''। ব্যথা কমে যাবে। আমি বললাম, বোন সূরা টূরা জানি না। আইনস্টাইনের সুত্র জানি। সুত্র বললে কি ব্যথা কমবে? মহিলা কঠিন চোখে আমার দিকে তাকালেন। মহিলা রাগ করে অন্য সিটে গিয়ে বসলেন।

আজ অনেক টাকা খরচ করে ফেলেছি।
এত টাকা খরচ করার মতোন অবস্থা এখন আমার না। আমি চিরজীবনের বেহিসেবি মানুষ। এজন্য আমার বেশ বেগ পেতে হয় প্রায়ই। কত টাকা খরচ করলাম তার হিসাব করাটা দরকার।
সকালের নাস্তা----------------------- ১৩০ টাকা (নেহারি- ৮০ টাকা, দুইটা রুটি- ২০, চা- ১৫, বখশিস- ১৫)
সায়দাবাদ রিকশা ভাড়া-------------- ৬০ টাকা
বাসের টিকিট (যাওয়া, আসা) ---------৫০০ টাকা
দুপুরের খাবার------------------------ ১৩০ টাকা (মূরগী- ১০০, ভাত- ২০, বখশিশ- ১০)
টোটাল চা, সিগারেট------------------ ১১০ টাকা
সায়দাবাদ থেকে বাসা রিকশা ভাড়া--- ৭০ টাকা
সব মিলিয়ে খরচ দেখাচ্ছে ১০০০/- টাকা। অথচ খরচ হয়েছে ১,২৫০ টাকা। আর আড়াই শ' টাকা কোথায় খরচ করলাম তা কিছুতেই মনে করতে পারছি না। আজিব!

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ২:৩৪

কালো যাদুকর বলেছেন: এগুলো কি সত্যি ঘটেছে? অনেকটা হিমুর মত লাগলো।

১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৪

রাজীব নুর বলেছেন: জ্বী সত্য।

২| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ২:৫৬

চাঁদগাজী বলেছেন:


আপানার বয়স কত, প্রেসার কতটুকু উঠে?

১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৫

রাজীব নুর বলেছেন: আমার বয়স ৩৫।
প্রেশার উপরেরটা বেশি হয়ে।

৩| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৩:৪৭

অনল চৌধুরী বলেছেন: আমার প্রিয় ফুলের ছবি দিয়েছেন। নামটা দিয়ে। কি ফুল বলতে পাবেন?
এতো জেলা থাকতে ওখানে গেলেন কেনো?
আর গেলেনই যখন, হাওর দেখতে যেতে পারতেন।

১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৬

রাজীব নুর বলেছেন: ফুলের নামটা মনে নাই।
এমনি গেলাম। কনো কারন নেই।
হাওড় দেখতে যাই নি কারন- দেরী হয়ে গেছে। যদি যেতাম তাহলে সেদিন আর ঢাকা ফিরতে পারতাম না।

৪| ১৮ ই অক্টোবর, ২০২০ ভোর ৬:৩২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কিশোরগঞ্জ তো যেতেই হতো।রাষ্ট্র পতির চাকরি বলে কথা,একটা সৌজন্য বোধ থেকেও দেখা করা দরকার।তেমন কিছু তো দেখলাম না।নাকি বাসা খুঁজে পান নাই।

১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৭

রাজীব নুর বলেছেন: না সেদিকে আর যাওয়া হয় নাই। সময় ছিলো না। যাব আবার অন্য কোনো সময়।

৫| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:২৬

ইসিয়াক বলেছেন: এরকম হুটহাট বেড়িয়ে পড়ার মজাই আলাদা।নিজেকে পাখির মতো লাগে।আগে প্রায়ই এমন করতাম যখন ঢাকায় ছিলাম। প্রিয় শহরে ফিরে আসতে খুব মন চায়। কিন্তু জীবনের একটা পর্যায়ে আসলে মন চাইলেই হুটহাট করে কিছু করা যায় না।

১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৮

রাজীব নুর বলেছেন: আপনি দিন দিন অভিজ্ঞ হয়ে উঠছেন।

৬| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুধু কিশোরগঞ্জে নয় সারা বাংলাদেশের গ্রামের গঞ্জের মেয়েরা এখন বোরকা পরে।
ধীরে ধীরে দেশটি আফগানিস্তান বা ইরান হয়ে যাবে ।
এতে কোন সন্দেহ নেই।
আফসোস!!!

১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৮

রাজীব নুর বলেছেন: না হবে না। হতে দিবো না।

৭| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রাচীনকালে অনেক পরিব্রাজক ছিলেন যেমন ইবনে বতুতা, মার্কো পোলো প্রমুখ। ইতিহাসের পণ্ডিতরা ওনাদের কাছ থেকে পরবর্তীতে অনেক ঐতিহাসিক তথ্য জানতে পেরেছেন। আপনিও দেশ ভ্রমণে বের হন। তবে আগে দেশের ভিতর ভ্রমন শেষ করেন। তারপর একটা বই লিখবেন। চা, সিগারেট, রিকশা ভাড়া সব লিখবেন ঐ বইতে। আশা করা যায় এটা পরবর্তী যুগের মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ দলিল হিসাবে গণ্য হবে। নাস্তার পিছনে একটু বেশী ব্যয় করেছেন। তবে ঠিক আছে। কারণ পণ্ডিত ব্যক্তিরা বলেন যে সকালের নাস্তা খেতে হয় রাজাদের মতো, দুপুরে মুসাফিরের মতো আর রাতে ফকিরের মতো। আমরা অবশ্য নাস্তা খাই ফকিরের মতো (তাড়াহুড়া করে), দুপুরে পেট ভরে খাই আর রাতে খাই রাজা বাদশার মতো। আপনি এর পরের দিন যাবেন কক্সবাজার রোহিঙ্গাদের দেখতে। ফিরে এসে বিস্তারিত জানাবেন। কারণ পেপারের চেয়ে আপনার রিপোর্টে উপর ব্লগাররা বেশী আস্থা রাখবে।

১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫০

রাজীব নুর বলেছেন: রোহিংগাদীর দেখার কথা ভাবছি। অনেক দিন ধরেই। একবার যেতে গিয়েও যাওয়া হয় নাই।

৮| ১৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৯

নেওয়াজ আলি বলেছেন: আমার মেয়ের ছবিতে আগে একটা ফুল দিয়ে ছিলেন নাম জানি না এইটার নাম জানি না। দুইটা মেয়েই কেনার জন্য পাগল।

১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: হা হা হা---
ফুল কেনার দরকার নাই। ফুল গাছ টবে করে নিজের বাসাতেই লাগান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.