নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৯৩

১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪২



১। বাংলাদেশের সবাই কবি।
উকিল, ম্যাজিস্ট্রেট, ডাক্তার, ছাত্র- শিক্ষক, সচিব, সাংবাদিক, ব্যবসায়ী, চাকরিজীবি- এরকম অনেকেই কবি। শুধু রাজনীতিবিদরাই কবিতার ধার ধারেন না। কে কেমন লিখছে সেটা বড় কথা নয়, যারা কবিতা লিখেন- তাদের সবাইকে আমার আত্মীয় মনে হয়।

২। শিশুকে কোলে নিয়ে মা ঘুম পাড়ান ‘আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা...’ সুর তুলে।
কবিগুরু রবীন্দ্রনাথের ‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো...’ এই গান শুনে মনে হবে লক্ষ কোটি নক্ষত্রের মধ্যে চাঁদ একাই ভূবন ভরিয়ে দিয়েছে।
চাঁদকে দেখে কবি সুকান্তও লিখেছেন ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি...।’ এই চাঁদের একাকিত্ব দেখেছেন প্রকৃতির কবি জীবনানন্দ দাশ।
কোজাগরী পূর্ণিমার বৈশিষ্ট্য হলো, আকাশে মেঘের যত আনাগোনাই থাক তা সহসা চাঁদকে ঢাকতে পারে না। ওই রাতে আকাশ পানে তাকালে মনে হবে চাঁদ চেয়ে আছে মধুময়তা নিয়ে। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় উৎসবের রেশ ধরেই আসে কোজাগরী পূর্ণিমা। দশম তিথিতে তারা দেবী বিসর্জন দিয়ে কোজাগরী পূর্ণিমা পালন করে।
আফ্রিকার এক উপজাতি আছে যাদের বিয়ের সময় পূর্ণিমার চাঁদে কনের মাথায় মধু ঢেলে বসিয়ে রাখা হয়। চাঁদকে ঘিরে আছে অধরা রহস্য। আছে আবেগ।

চান্দ্র আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে অর্থাৎ কোজাগরী পূর্ণিমায় দেবী লক্ষ্মীর আরাধনা হয়ে থাকে। এই পুজা সাধারণত বাঙালীর সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজার পরেই হয়ে থাকে। শ্রী শ্রী মা লক্ষ্মী হলেন শ্রী, সমৃদ্ধি, বিকাশ ও অভ্যুদয়ের প্রতীক।
কোজাগরী পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী লক্ষ্মী পূজা ও সত্য নারায়ণ ব্রত উপলক্ষ্যে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা....

৩। মনে করুন, আমি আলাদ্দিনের চেরাগের দৈত্য। এখন দৈত্যর কাছে কি চাইবেন?

৪। ভালো করে অনুসন্ধান করলে সব সাধুই ধরা পড়ে। সাধু-অসাধুর মধ্যে প্রভেদ এই যে, সাধুরা কপট আর অসাধুরা অকপট।

৫। যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম অঙ্গ তৈরির গবেষণায় দেখা গেছে যে শুকরের কিডনীতে মানুষের স্টেম সেল স্থাপিত করলে ওই কিডনীটা মানুষের ব্যবহার উপযোগী হয়ে উঠতে পারে। এই গবেষণাটি সাফল্যের প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দুই/এক বছরের মধ্যেই মানুষের দেহে অকেজো কিডনী প্রতিস্থাপন করার জন্য এরকম ব্যবহারযোগ্য শুকরের কিডনী হয়তো পাওয়া যেতে পারে।

৬।

৭। রকস্টার, ব্যান্ড তারকা বলতে আইয়ুব বাচ্চু, জেমস কেই বুঝতাম। আমাদের শৈশব, কৈশরের সোনালী অধ্যায়গুলোতে এই রকস্টার - রা মিশে থাকতেন নিশিদিন। জাস্ট ভাবতে পারছিনা, দি গ্রেট মিউজিশিয়ান আইয়ুব বাচ্চু পাড়ি দিয়েছেন অন্য এক ভূবনে।

মন্তব্য ৪০ টি রেটিং +০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৮

জাহিদ হাসান বলেছেন: ভালো লাগল।

ব্লগে আমার ব্যান খাওয়ার সম্ভাবনা আছে। দোয়া রাখবেন। =p~ =p~

১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: এরকম কিছু করবেন না। তাহলে ব্যানও খাবেন না।

২| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫২

জাহিদ হাসান বলেছেন: ব্লগ জীবনে প্রথমবারের মত ব্যান খেতে যাচ্ছি । আশা করি ভবিষ্যতে এর থেকে শিক্ষা নিয়ে ফিরে আসবো।

১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: কি অপরাধ করেছেন?

৩| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:০০

জোবায়েদ ইসলাম বলেছেন: ২ নং টা খুব মনে ধরলো। আর ৩ নং যদি সত্যি হতো তবে আমি বিশ্বের সকল জ্ঞান চাইতাম।

১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৪| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১৭

শোভন শামস বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ।

১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২৪

জাহিদ হাসান বলেছেন: মাথা গরম করে আক্রমনাত্নক মন্তব্য করেছি একজনের পোস্টে। আমাকে সেফ থেকে জেনারেল করা হয়েছে। আমি এই শাস্তির যোগ্য। আমি শাস্তি গ্রহণ করে নিচ্ছি।

১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: আপনি সাহসী লোক। সবচেয়ে বড় কথা আপনি অপরাধ স্বীকার করেছেন। অপরাধ সহজে কেউ স্বীকার করে না। আপনি যেহেতু ভুল বুঝতে পেরেছেন, আশা করি আপনাকে দ্রুত সেফ করা হবে।

৬| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৩৪

ইসিয়াক বলেছেন: বিবাহের দোয়া পোস্ট দিয়েছেন কেন? আপনার কি আরেকটি বিবাহ করিবার শখ হয়েছে B:-/

১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: না। একটা করেই আমার শিক্ষা হয়েছে।

৭| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৪

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



হ্যা বাংলাদেশে এখন প্রচুর কবি, কিন্তু জ্ঞানের বড় অভাব।
আচ্ছা দোয়া কি আরবিতেই পড়তে হবে নাকি বাংলায় পড়লেও হবে? তারপর কখন পড়লে বেশি কার্যকর হবে, কখন পড়লে কম কার্যকর হবে, এমন কোন নিয়ম কি আছে?

১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য কথা হলো- এবং আমার ধারনা দোয়ায় কোনো কাজ হয় না। দোয়ায় কাজ হলে আজ আমি আমার মা বাবার দোয়াতে অনেক বড় কিছু হয়ে যেতাম।

৮| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৭

নেওয়াজ আলি বলেছেন: ভালোবাসা হেই জিনিয়াস

১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: !

৯| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:১৭

জাহিদ হাসান বলেছেন: দোয়ার দরকার আছে। আমি দোয়ায় বিশ্বাসী।

১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: তাই দোয়া নিয়ে একটা পোস্ট দিয়েছি।

১০| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খানসাব কবি হতে পারলে
অন্য সবাই কেন হতে পারবেনা!!
যার দোয়ায় বিশ্বাস নাই তার দাওয়াতেও
কোন কাজ হবে না। এটা প্রমাণিত।

১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: আমার সাথে সবার জোড়া না।
আমি যা পারি তা অনেকেই পারবে না। আপনিও পারবেন না মুরুব্বী।

১১| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৫২

রাশিয়া বলেছেন: টপিক চেঞ্জড। দোয়া করলে যদি কাজ হত, তাহলে সবাই দোয়া করেই যার যার উদ্দেশ্য সিদ্ধ করে ফেলত। চেষ্টা, অধ্যবসায়, জিহাদ, আমল বলে কোন শব্দ থাকতো না। দোয়া করলে আল্লাহর উপর ভরসা বাড়ে, যা মানুষের আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে দেয়।

১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।

১২| ১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৯

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক কিছু ভাবনা চিন্তার কথা সুন্দর বলেছেন রাজীব দা

১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
তবু মানুষ ভাবে না। তবু মানুষ চিন্তা করে না।

১৩| ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

শুকুর হারাম প্রাণী ।
শুকুরের কিডনি মানুষ ব্যবহার করতে পারে।
কিন্তু মুসলমানরা কখনো ব্যবহার করবেন না।
নেভার!!!

১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: বাঁচার জন্য মানুষ অনেক কিছু করতে পারে। যদি বাঁচার শেষ হয়- মন্দিরে গিয়ে পূজা করতে হবে। বহু মুসলিম বাঁচার জন্য পূজা করবে।

১৪| ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১। প্রতিটা লোক কম বেশী গান গায়। অন্তত বাথরুমে তো গায়। তাই বলে সবাইকে গায়ক বলা যায় না। একইভাবে দেশে অনেকে কবিতা লেখেন কিন্তু সবার কবিতার মান ভালো না (আপনারটা ভালো, বিশেষ করে শেষে যেটা লিখেছেন ফেয়ার এন্ড লাভলি নিয়ে, কাকে যেন মায়রে বাপ বলে ডাক দিয়েছিলেন।)। তাই মনে হয় যে এই দেশে অনেক কবি।
২। চাঁদ একটা গুরুত্বপূর্ণ জিনিস বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে। চাঁদ দেখে মুসলমানরা মাস, বছর গননা করে। চাঁদের কারণে জোয়ার, ভাটা হয়। চাঁদে একজন বুড়ি থাকেন যিনি মহাত্মা গান্ধীর মতো চরকা কাটেন।
৩। আপনি যদি চেরাগের দৈত্য হন তাহলে আপনাকে বলবো যে আপনি দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশকে উদ্ধার করেন আপনার বর্ণীত ( আপনি এই ব্যাপারে একটা পোস্ট দিয়েছিলেন) পরিকল্পনা অনুযায়ী। আমরা আপনার পাশে আছি। কোনও দল তৈরি করলে আমাকে রাখবেন।
৪। সাধুদের বিয়ে করা উচিত। বিয়ে করলে দায়িত্ববোধ জন্মে। আর গেরুয়া কাপড় বাদ দিয়ে আধুনিক পোশাক পরা উচিত।
৫। এই খবর কি শুকররা পেয়েছে? শুকর বিনাশ শুরু হবে। পৃথিবী থেকে শুকর বিলুপ্ত হয়ে যেতে পারে। মানুষের গা থেকে শুকরের গন্ধ আসতে পারে যদি ওদের কিডনি মানুষের গায়ে লাগানো হয়। এক লোক দুর্ঘটনায় তার কিডনি হারান। দ্রুত জান বাঁচানোর জন্য তাকে নিরুপায় হয়ে একটা কুকুরের কিডনি লাগিয়ে দেয়া হয়েছিলো। কিছুদিন পরে চেক আপের জন্য উনি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার চেক আপ করে শেষে বললেন আপনার সব ঠিক আছে। তবে আপনি কি কোনও সমস্যা বোধ করছেন? লোকটি বলল যে ডাক্তার সাহেব আমি তেমন কোন সমস্যা বোধ করছি না শুধু খেয়াল করেছি যে আমি যখন পেশাব করি তখন আমার একটা পা উপরে উঠে যায়। তাই শুকরের ব্যাপারেও আমাদের সতর্ক হতে হবে।
৬। দ্রুত বিয়ে হওয়ার দোয়া আপনি দয়া করে পড়বেন না। সুরভি ভাবি অনেক কষ্ট পাবে।
৭। রক গান শোনা খারাপ না কিন্তু বাংলাদেশ সহ বেশীর ভাগ দেশে রক স্টাররা নেশাগ্রস্ত। আইয়ুব বাচ্চু ব্যতিক্রম।

১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: ১। বাংলাদেশে কবির অভাব নাই। কিন্তু ভালো মানুষে রভাব আছে।
২। চাঁদের বুড়ি মানুষের সুন্দর কল্পনা।
৩। আপনি কোন পদ চান? কৃষি? ধর্ম না শিক্ষা?
৪। বিয়ে আসলে করাই উচিত না। বিশেষ করে দরিদ্র মানুষদের।
৫। কৌতুক টা সুন্দর।
৬। না আমি আর বিয়ের ঝামেলায়ত যাব না। আমার শিক্ষা হয়ে গেছে।
৭। গানবাজরা যারা করে তারা অল্প বিস্তর নেশা করেই।

১৫| ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আমি সরকারের কোন পদ চাই নাই। আমি আপনার দ্বারা গঠিত গণতান্ত্রিক দলের একজন সাধারন কর্মী হয়ে দেশ সেবা করতে পারলেই নিজেকে ধন্য মনে করবো। আপনার দলের নাম প্রস্তাব করছি 'বাংলাদেশ ডাণ্ডা মেরে ঠাণ্ডা পার্টি'। নামটা শুনে আপনি দয়া করে হাসবেন না। কারণ আপনি যখন ক্ষমতায় যাবেন তখন দেখবেন যে একমাত্র ডাণ্ডা না দিলে এই জাতি সিধা হওয়ার কোন শম্ভবনা নাই। তাই দলের নামের সাথে এটা থাকা উচিত যেন জনগন আগেই বুঝে যায় আপনি কিভাবে দেশ শাসন করবেন। আমি আপনার সাম্প্রতিক সময়ের কয়েকটা পোস্ট পড়ে আপনার দেশ চালনার পরিকল্পনা ও ধাঁচ সম্পর্কে অবগত হয়ে হয়ে এই নাম প্রস্তাব করলাম। এটা পছন্দ না হলে আরও দুইএকটা নাম দিতে পারবো।

১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: আপনাকে উপদেষ্টা বানাবো। আপনি শুধু আমাকে বুদ্ধি দিবেন। 'বাংলাদেশ ডাণ্ডা মেরে ঠাণ্ডা পার্টি'। না না। এরকম নাম না। টা বেশ হাস্যকর। অন্য নাম দিন।

১৬| ১৮ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩০

সাড়ে চুয়াত্তর বলেছেন: 'বাংলাদেশ চিরস্থায়ী পার্টি'। এই নামটা কেমন হয়? কারণ আপনি যখন সব সমস্যার সমাধান করে দিবেন এবং বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ পরিণত হবে আপনার সুযোগ্য নেতৃত্বে, তখন জনগন অবশ্যই চাবে যে আপনি ও আপনার পার্টি চিরদিনের মতো দেশ শাসন করবে। এই জন্য এই নাম দিলাম। অথবা নাম দিতে পারেন 'বাংলাদেশ ছিল্লা লবণ লাগাইয়া দিমু পার্টি'। অর্থাৎ যেই কোন উল্টা পাল্টা কাজ করবে ছিলে লবণ লাগিয়ে দেয়া হবে। কোনও রকমের তেড়িবেড়ি সহ্য করা হবে না। আরও নাম আছে।

১৭| ১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০২

রাজীব নুর বলেছেন: না থাক আর নাম লাগবে না।

১৮| ১৮ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

করুণাধারা বলেছেন: আপনি চেরাগের দৈত্য হলে আপনাকে বলব সারা পৃথিবী থেকে করোনা চিরতরে দূর করতে।

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: দৈত্য এই ভাইরাসের সাথে পারবে না। দৈত্যদেরও ক্ষমতার একটা লিমিট থাকে।

১৯| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১৪

মুজিব রহমান বলেছেন: আলাদীনের চেরাগ পেলেই দৈত্যকে বলতাম, সুষ্ঠু ভোট করে দাও। দেশকে আমরাই বদলাবো।

১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।

২০| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১২:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


জাহিদ হাসান বলেছেন: ব্লগে আমার ব্যান খাওয়ার সম্ভাবনা আছে। দোয়া রাখবেন। =p~ =p~

খানসাবের কাছ থেকে একটা মন্তাজের তাবিজ ধারণ করুন, দেখবেন সব বালা মুছিবদ দূরে গেছে।
তার তাবিজের মূলমন্ত্র শ্যামও রাখবে আবার কূলও রাখবে। সব দলেই আছেন তিনি!! হাহাহা


লেখক বলেছেন: আমার সাথে সবার জোড়া না। আমি যা পারি তা অনেকেই পারবে না। আপনিও পারবেন না মুরুব্বী।

আগেই বলেছি, আপনার মন্তাজের তাবিজ বড়ই কার্যকরী।
আপনি গিরগিটির মতো রং পাল্টাতে ওস্তাদ!
আমি কেন অনেকেই তা পারেনা !
প্রমাণ আপনার আজকের পোস্ট " দোয়া "

১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৫২

রাজীব নুর বলেছেন: মুরুব্বী আমাকে চিনতে ভুল করেছেন। অবশ্য আমাকে চিনতে হলে আলোকিত মানুষ হতে হবে।
অন্তত পক্ষে ''দোয়া'' পোষ্ট টা আপনার ভালো লাগার কথা।

২১| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ৩:৪৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৩,প্রথমে জানতে চাইব কয়টা বর দিবেন।

১৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: তিনটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.