নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বিয়ের আগে কান্নাকাটি।
চীনের সিচুয়ান প্রদেশে এক অদ্ভুত প্রথা প্রচলিত আছে। কনেকে বিয়ের আগের একমাস প্রতিদিন কাঁদতে হবে। যদি তা না করে তাহলে মেয়ের মা নিজেই মেয়েকে পিটিয়ে কান্না করাবে। কেমন হয় আপনার মা যদি আপনার বেলায় একই কাজ করেন?
২।
শিশু নিক্ষেপ।
কর্নাটকের শান্তেশ্বর মন্দিরের কাছে প্রায় পঞ্চাশ ফুট উঁচু থেকে শিশুকে নীচে ফেলে দেওয়া হয় আর নিচ থেকে কাপড়ের সাহায্যে শিশুটিকে আটকানো হয়। এই ভয়ানক প্রথা বিগত পাঁচশো বছর ধরে চলে আসছে ভারতের কর্নাটক রাজ্যে। এর মাধ্যমে নবজাতক শিশুটির ভাগ্য, স্বাস্থ্য এবং সমৃদ্ধি আসবে বলে এ অঞ্চলের লোকদের বিশ্বাস। শিশুর বয়স দুবছর হলে শিশুকে নিক্ষেপের মাধ্যমে এই রীতি সম্পন্ন করা হয়।
এর ভিডিও আমি দেখেছি। ভয়াবহ।
৩।
অগ্নি পরীক্ষা।
চীনের বেশ কিছু প্রদেশে এই প্রথাটি চালু রয়েছে। এই প্রথা অনুসারে একজন স্বামী যখন তার নববধুকে নিয়ে গৃহে প্রবেশ করে সেসময় স্বামী স্ত্রীকে কাঁধে নিয়ে জ্বলন্ত কয়লার উপরে হেঁটে যেতে হয়। একজন মহিলার বাচ্চা প্রসবের যাতনা কেমন হয় তা স্বামীকে উপলব্ধি করানোর জন্য অদ্ভুত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানকার লোকদের বিশ্বাস এই প্রথার ফলে স্বামী স্ত্রীর সম্পর্ক দৃঢ় এবং দীর্ঘ হয়।
৪।
সবচেয়ে বড় চোখের পাপড়ি।
সৌন্দর্যবর্ধনে অনেকেই নকল চোখের পাপড়ি ব্যবহার করে থাকে। তবে চীনের জিয়ানজিয়ার চোখে নকল পাপড়ি পড়ার কোনো দরকার নেই। কারণ এই চোখের পাপড়ি দিয়েই গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন তিনি। তাঁর চোখের উপরের পাতার চোখের পাপড়ির দৈর্ঘ্য মাপা হয়েছে ১২.৪ সেন্টিমিটার।
৫।
পিথাগোরাস একটি মজার কাপের আবিষ্কার করেন, যা কোন ব্যক্তি মাত্রার চেয়ে বেশি মদ দিয়ে পাত্র ভরলেই, সব মদ সেই ব্যক্তির কাপড়-চোপড়ে ঢেলে দিয়ে কাপ ফাঁকা করে দিত।
তাঁর ছাত্রদের সীমার বিষয়ে ধারণা দিতে তিনি এর আবিষ্কার করেন। যাদের মাত্রাজ্ঞান নেই, অর্থাৎ যারা মাত্রার অতিরিক্ত মদ্য দিয়ে পাত্র ভরতি করত, তাদের অপমান করার জন্য এবং শিক্ষা দেওয়ার জন্য তিনি এই পাত্রটা তৈরি করেন, যাতে সব মদ পড়ে গিয়ে কাপড় চোপড় ভিজিয়ে দিত!
বোনাসঃ
# আপনি জীবদশ্যায় ৪০,০০০ লিটার থুতু উৎপাদন করেন!
# যদি দিনে ১২ ঘন্টা হাটা যায়, তবে ৬৯০ দিনে গোটা বিশ্ব হাটা যাবে!
# কমলালেবুর চেয়ে ক্যাপসিকামে বেশি ভিটামিন সি থাকে।
# ইন্ডিয়ানাতে রোববারে গাড়ি বিক্রি করা আইনত দণ্ডনীয়।
# প্রশান্ত মহাসাগর ধীরে ধীরে ছোট হয়ে আসছে এবং আটলান্টিক মহাসাগর ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে।
২০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৮
রাজীব নুর বলেছেন: গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ২১,
নতুন আক্রান্ত ১৬৩৭,
সুস্থ ১৬২৭,
নমুনা পরীক্ষা ১৫১৪৭
মোট মৃত ৫৬৮১,
আক্রান্ত ৩৯০২৬০,
সুস্থ ৩০৫৫৯৯ জন।
২| ২০ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:০০
জাহিদ হাসান বলেছেন:
২০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: হুম।
৩| ২০ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:১৪
পদ্মপুকুর বলেছেন: হঠাৎ 'কত অজানা রে!' নিয়ে নামলেন যে?
২০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: আপনাকে নিয়েও নামবো।
৪| ২০ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:২১
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল্
২০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৫| ২০ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: চাঁদগাজী দার মতো আমিও ভাবছি-----------------
২০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: ঢাকায় করোনা নিয়ে মানুষ মোটেও চিন্তিত না।
৬| ২০ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৪২
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: একজন সুস্থ মানুষ দৈনিক গড়ে ১.৫ লিটার মূত্র ত্যাগ করে। সেই হিসাবে ৭০ বছর জীবনে ৩৮৩২৫ লিটার মূত্র ত্যাগ করে
২০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: ওকে।
৭| ২০ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার হয়েছে।
এই কাপটা কই পাওয়া যায়?
২০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৭
রাজীব নুর বলেছেন: কোথাও পাওয়া যাবে না। তবে আপনি কাঠমিস্ত্রি দিয়ে বানিয়ে নিতে পারেন।
৮| ২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই ভালো।
২০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বড় ভাই।
যাদের আজ ধরা হলো, তাদের নিয়ে বিস্তারিত লিখুন। প্লীজ।
৯| ২০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২০
মোহামমদ কামরুজজামান বলেছেন: রাজীব ভাই , বুঝলাম না ।
সাখাওয়াত ভাই বলেছেন, মানুষের ৭০ বছরের জীবনে ৩৮,৩২৫ লিটার মূত্র ত্যাগ করে / উৎপাদন করে।আর আপনি বলেছেন,মানুষ তার জীবনে ৪০,০০০ লিটার থুথু উৎপাদন করে ।
হিসাব মিলছেনা।মাথা আউলা-ঝাউলা লাগতাছে।মূত্র থেইককা থুথু কেমনে বেশী অয় বুঝবার পারি নাই।
২০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৯
রাজীব নুর বলেছেন: হয়তো আমি বুল, অথবা উনি ভুল। অথবা দুটাই ভুল অথবা দুটাই সঠিক।
১০| ২০ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লাগলো ভাইয়ের অজানা কাহিনী।
২০ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৩৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা। শরীরের অবস্থা কেমন?
১১| ২০ শে অক্টোবর, ২০২০ রাত ১১:০৮
ইসিয়াক বলেছেন: জানলাম অনেক কিছু।
২০ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১১
রাজীব নুর বলেছেন: বাঁচতে হলে জানতে হবে।
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০২০ রাত ৩:৪৮
চাঁদগাজী বলেছেন:
ঢাকায় করোনা বাড়ছে, মানুষ কি মাস্ক পরেন?