নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৯৪

২৩ শে অক্টোবর, ২০২০ রাত ২:২৫



১। এক ভিক্ষুক একদিন ১০ টাকার লটারি কিনল। কিছুদিন পর তা থেকে ৫০ লাখ টাকা জিতল। এক মাস পর ঐ ভিক্ষুকটি এবার একটি সোনার থালা নিয়ে ভিক্ষায় বের হল।

২। আমরা সকলেই লেখার জন্য কলম ব্যবহার করি। আর কলমের ইংরেজী হল Pen. আপনি জানেন কি এই Pen শব্দটি কোথা থেকে এসেছে? না জানলে আমি বলে দিচ্ছি। ইংরেজী Penশব্দটি এসেছে ল্যাটিন শব্দ Penna থেকে। যার অর্থ হল পালক। প্রাচীনকালে মানুষ পাখির পালক দিয়ে লিখতো তাই এমনটি।

৩। বাংলাদেশের সব এলাকার দুষ্ট লোকগুলো ঢাকায় এসে জমা হয়েছে। তাই ঢাকা শহর দুষ্ট আর নির্দয় লোকদের আখড়ায় পরিণত হয়েছে।
------- ব্লগার চাদগাজী।

৪। 'চোখে তার শিশিরের ঘ্রান'...
জীবন বাবুর মতোন এরকম একটা লাইন আর কোনো কবি কি লিখতে পেরেছেন?

৫। কোন পথে আসবে সমস্ত মানুষের মুক্তি? নাকি কোনো দিনই আসবে না। তার আগেই ধ্বংস হয়ে যাবে পৃথিবী।

৬। শুধু মাত্র রবীন্দ্রনাথ কোনোদিন কারো প্রকাশ্যে নিন্দে করেন নি।

৭। ভাই আমার নেশাই যদি করবি তবে জ্ঞানের নেশা কর। মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল ছেড়ে- বইয়ের পাতা ধর।

৮। একজন মুসলিম হওয়ার চেয়ে মানুষ হওয়াটা বেশি জরুরী।

৯। দিন শেষে বাসের প্রবল ভীড়ে সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে বাড়ি ফেরা মধ্যবিত্ত ছেলের চোখে হয়তো স্বপ্নের ঝিলিক থাকে না কিন্তু দৃঢ়তা থাকে।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ২:৩৯

চাঁদগাজী বলেছেন:


৩ নং:

ঢাকাতে সব রাজনৈতিক দলের নেতারা থাকে; সব জাল টাকা তৈরির লোকেরা থাকে, সব ঋণ খেলাফিরা থাকে, সব নারী/শিশু পাচারকারীরা থাকে, ষব আদম বেপারীরা থাকে, সব ফরমালিন আমদানিকারকেরা থাকে, সব টাকা পাচারকারীরা থাকে, সব হাসপাতাল ব্যবসায়ীরা থাকে, সব মাদক ও অস্ত্র ব্যবসায়ী মাফিয়ারা থাকে, সব ভুমিদস্যুরা থাকে, সব খাল ও নদী দখলকারীরা থাকে।

২৩ শে অক্টোবর, ২০২০ রাত ২:৫৯

রাজীব নুর বলেছেন: হুম, কিন্তু ঢাকাতে আমার মতো সৎ ও সাধারণ মানুষেরাও কিছু থাকে।

২| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৩:১৯

চাঁদগাজী বলেছেন:


সব দুষ্ট-ডাকাত ব্যুরোক্রেট ও প্রশাসনের ডাকাতেরা ঢাকায় থাকে।

২৩ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: আর যে সমস্ত আমলারা কর্মের খাতিরে ঢাকার বাইরে থাকে তাদেরও ঢাকায় গাড়ি বাড়ি নারী সবই আছে।

৩| ২৩ শে অক্টোবর, ২০২০ ভোর ৪:২৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১, স্বভাব তো কখনো যাবে না।
৫,সামন্তবাদী মধ্য যুগীয় বর্বরতা থেকে মুক্তি পেতে কয়েক হাজার বছর লেগেছে,এই ক্যাপিটালীষ্ট দানব থেকেও একদিন মানুষ মুক্ত হবে।
পৃথীবি ধ্বংস হতে কয়েক কোটি বছর লাগবে।সিংঙ্গা ওয়ালাকে কয়েক বার ডাকা ডাকি করেছে কিন্তু সে ঘুমিয়ে গেছে।
৬,রবি ঠাকুর কোন নবী না যে দুইশ বছর পর তার কথা বার্তা চলাফেরা পুক্ষানুপুক্ষ ভাবে লিখবে যে সে কাউকে নিন্দা করেছিল কিনা তা জানা যাবে।
৭,সব নেশাই খারাপ।বেশি আর কম।
৯,সুন্দর বলেছেন।

২৩ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: ৬ । রবীন্দ্রনাথকে কেউ কেউ ঈশ্বরের মতো পুজাও করে।

৪| ২৩ শে অক্টোবর, ২০২০ ভোর ৬:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

৩ নম্বর ও ৮ নম্বরে কঠিন সমর্থন জানাচ্ছি।
++++

২৩ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৫| ২৩ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ৩ াম্বার অনেকটাই সত্যি ঘটনা।

২৩ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৬| ২৩ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৮

নেওয়াজ আলি বলেছেন: ১)ভিক্ষুক এর পরে কি ভিক্ষা পেত।
৩) ঢাকাতো সামু বগ্লের বগ্লারও অনেক থাকে । তারা মনে হয় ভালো মানুষ।
৬)তখনকার অত্যাচারী ব্রিটেশদেরও না।
৭)ইয়াবাখোর বেশী এখন

২৩ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আলি ভাই।

৭| ২৩ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০১

ওমেরা বলেছেন: ৩ : সেজন্য ঢাকা ত্যাগ করেছি।
৮: প্রকৃত মুসলমান যে হতে পারে সেই প্রকৃত মানুষ হতে পারবে।

২৩ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। সুন্দর মন্তব্য করেছেন।

৮| ২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

করুণাধারা বলেছেন: ১ নম্বর বিশ্বাস হলো না...

সবচেয়ে ভালো লাগলো ৭ নম্বর। সবাই যদি জ্ঞানের নেশা করতো...

২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৫

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।ভালো থাকুন।

৯| ২৪ শে অক্টোবর, ২০২০ ভোর ৬:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন: হুম, কিন্তু ঢাকাতে আমার মতো সৎ ও সাধারণ মানুষেরাও কিছু থাকে।


এখন অবস্থাটা এমন দাড়িয়েছে যে ঢোল বাজানোর লোকও পাওয়া যাচ্ছে না। নিজের ঢোল নিজেকেই পেটাতে হচ্ছে।

আফসোস!

২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৭

রাজীব নুর বলেছেন: নিজের ঢোল নিজে বাজানোই ভালো। এটা অতি উত্তম।

১০| ২৪ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




একজন মুসলিম হওয়ার চেয়ে মানুষ হওয়াটা বেশি জরুরী।

২৪ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১৯

রাজীব নুর বলেছেন: জ্বী হ্যা।

১১| ২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৭

ইসিয়াক বলেছেন: পোস্টে ছবিটা কার?

২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: আপনার।

১২| ২৬ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৫৩

ইসিয়াক বলেছেন: লেখক বলেছেন: আপনার।


হা হা হা ...।রেগে আছেন?

২৬ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: না।
মোটেই না।

১৩| ২৬ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: জালিয়ানওয়ালবাগের ঘটনার নিন্দা জানিয়ে রবীন্দ্রনাথ ওনার নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন।

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০৬

রাজীব নুর বলেছেন: জানি জানি।
আমার 'বিকল্পহীণ রবীন্দ্রনাথ' বইতে এ বিষয়ে লিখেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.