নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। "দেশের লোককে শিশুকাল হইতে মানুষ করিবার সদুপায় যদি নিজে উদ্ভাবন এবং তাহার উদ্যোগ যদি নিজে না করি- তবে আমরা সর্ব-প্রকারে বিনাশপ্রাপ্ত হইব, অন্নে মরিব, স্বাস্থ্যে মরিব, বুদ্ধিতে মরিব, চরিত্রে মরিব-ইহা নিশ্চয়।"
- রবীন্দ্রনাথ ঠাকুর।
২। ফলমুল কাচা পানিতে নয়, বরং ফুটানো পানিতে ধুয়ে খান। কাচা পানিতে যেই পরিমান জীবানু থাকে তা আপনার ফল ধোয়ার মূল উদ্দেশ্যই আসলে ব্যহত করে ফেলে।
৩। ২৬৩ খ্রিষ্টপূবার্ব্দে হাসতে হাসতে মারা গিয়েছিলেন বিখ্যাত গ্রীস কবি ফিলমোন।একদিন দুপুর বেলা খাবার খেতে এসে তিনি দেখেন তার খাবার একটি গাধা খেয়ে নিচ্ছে। ঘটনাটি দেখে তার বেদম হাসি পায় এবং গলায় খাবার আটকে গিয়ে তিনি মারা যান।
৪। আইনস্টাইন : এ জগৎ থেকে বিচ্ছিন্ন কোন দৈবী সত্তায় কি আপনার আস্থা আছে?
রবীন্দ্রনাথ : বিচ্ছিন্ন নয়, মানুষের অনন্ত ব্যক্তিত্ব বিশ্বজগৎকে উপলব্ধি করে। এ বিশ্বে এমন কিছুই থাকতে পারে না যা বিশ্বমানব চেতনার অন্তর্ভুক্ত নয়। এর থেকেই বোঝা যায় যে বিশ্বের যা কিছু সত্য, তা আসলে মানবিক সত্য।
৫। সিনেমাঃ ছোটবেলায় হারিয়ে যাওয়া দুই ভাই। ঘটনাচক্রে ছোটবেলার ছবি দেখে দুই ভাইয়ের পুন:র্মিলনী। এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে কান্নাবিজড়িত কন্ঠে বললেন "তুইই আমার হারিয়ে যাওয়া ভাই রতন। আয় ভাই আমার বুকে আয়।"
বাস্তবতাঃ ছোটবেলায় হারিয়ে যাওয়া দুই ভাই। ঘটনাচক্রে ফেসবুকে দেওয়া ছোটবেলার প্রোফাইল পিকচার দেখে এক ভাই আরেক ভাইকে কান্নার দুটো ইমো সহ ম্যাসেজ দিলেন "তুইই আমার হারিয়ে যাওয়া ভাই রতন আয় ভাই অনলাইনে আয় চ্যাট করি"!!
৬। মনে করতাম সে নির্বোধ, আসলে আমিই নির্বোধ।
৭। জার্মেইন গ্রীয়ারের লেখা ‘ফিমেল ইউনাক’ গ্রন্থে মেয়েদের হাইহিল জুতো আবিষ্কারের একটি চমৎকার কারণ তুলে ধরা হয়েছে।
পুরুষ যখন একটি মেয়েকে আক্রমন করে,মেয়েটি নিজেকে বাঁচাবার জন্য প্রথমে দৌড় দেয়, সে যেন ভাল দৌড়াতে না পারে, হাইহিলের ব্যবস্থা সেজন্যই।
২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৭
রাজীব নুর বলেছেন: ছবিতটা আমার আঁকা।
২| ২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent post.
২৪ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৩| ২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৮
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ছবি। নীল আকাশের নিচে নীল জলরাশি।
২৪ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০১
রাজীব নুর বলেছেন: ছবিটা ভালো হয়নি। তবে আরো ভালো হবার কথা ছিল।
৪| ২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:২৪
চাঁদগাজী বলেছেন:
গার্মেন্টস পুরোপুরি চালু হয়েছে?
২৪ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০১
রাজীব নুর বলেছেন: জ্বী চালু হয়েছে।
৫| ২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৩
পদাতিক চৌধুরি বলেছেন: ছবিটা খুব সুন্দর।
তিন নাম্বারটা পড়ে খুব খারাপ লাগলো।
শুভেচ্ছা প্রিয় ছোট ভাইকে।
২৪ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০১
রাজীব নুর বলেছেন: দাদা শরীরের অবস্থা এখন কেমন?
৬| ২৪ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: এমন সম্পূর্ণ সুস্থ। তবে লোকজন দেখলে ভয় পাচ্ছি। আস্থা কমে গেছে। দুই দিন বাইরে বেরিয়েছি বিশেষ দরকারে। পাশে কেউ এলেই মনে হচ্ছে এই বুঝি আমাকে ছুঁয়ে দিলো।
২৪ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১৮
রাজীব নুর বলেছেন: ঈশ্বরকে ধন্যবাদ।
৭| ২৪ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৩৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৪, দুই জন আলাপ করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যা বলেন।
রবি ঠাকুরঃএকজন কবির সাথে আলাপ করলাম।
আইনস্টাইনঃএকজন বিজ্ঞানীর সাথে আলাপ করলাম।
৭,চুল,শাড়ি,বোরখা অনেক কিছু দিয়েই তাদের বন্দি করা হয়।
৮| ২৪ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫৩
রাজীব নুর বলেছেন: আপনি অভিজ্ঞ মানুষ।
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৮
আলমগীর সরকার লিটন বলেছেন: না ভালই লেখেছেন রাজীব দা