নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

করোনাকালে যে বই গুলো পড়েছি

২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৭



এই করোনাকালে শুধু বই পড়েছি আর মুভি দেখেছি।
প্রচুর বই পড়েছি। প্রচুর মুভি দেখেছি। এই পোষ্টে আজ কয়েকটা বইয়ের কথা বলব। শবনম আমার প্রিয় লেখক- সৈয়দ মুজতবা আলীর উপন্যাস। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম রোমান্টিক উপন্যাস। তাই আবার পড়লাম। ভালো লেগেছে। সুনীল গঙ্গোপাধ্যায় দুই বাংলার শ্রেষ্ঠ প্রেমের উপন্যাস গুলো নিয়ে একটা বই সম্পাদনা করেছেন। সেখানে 'শবনম' উপন্যাসটি রেখেছেন।

বইটির নাম- অন্ধকারের বস্ত্রহরণ। লিখেছেন মোঃ জাকির হোসেন। ভালোই লেগেছে।
সুনীল গঙ্গোপ্যাধায়ের লেখা প্রথম আলো। উপন্যাসে ঐতিহাসিক চরিত্রের ছড়াছড়ি থাকলেও আমি রবীন্দ্রনাথ আর মাইকেল মধুসূদন ছাড়া আর কাউকে চিনতে পারিনি। তবে আমার সবচেয়ে পছন্দের চরিত্র ছিল ভরত। এই নিয়ে তিনবার পড়লাম। আরো পড়বো।
সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ভ্রমণ কাহিনী বলা হয় এই বইটাকে। এত সুন্দর গল্প বলা, এত সূক্ষ্ম রসবোধ আমি খুব কম বইয়েই পেয়েছি। তবে শিবরাম এগিয়ে থাকবে মুজতবা আলীর চেয়ে।
এরিখ মারিয়া রেমার্কের অন্যতম কালজয়ী উপন্যাস থ্রি কমরেডস। যুদ্ধোত্তর জার্মানীর ধ্বংসস্তুপের মধ্য দিয়ে পা ফেলে এগিয়ে চলছে তিনজন প্রাক্তন সৈনিক। সবকিছু ভেঙ্গে শুধু জেগে রয়েছে অটুট বন্ধুত্ব আর প্রেম। অতি, অতি চমৎকার বই।

হুমায়ূন আহমেদের লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক সেরা উপন্যাস জ্যোৎস্না এবং জননীর গল্প। এটা মূলত ঐতিহাসিক উপন্যাস। ইতিহাসের অনেক কিছুই উঠে এসেছে বইতে। বঙ্গবন্ধুর অবদান, মেজর জিয়ার অবস্থান, বেগম জিয়ার পাক বাহিনীর হেফাজতে থাকা, কাদের সিদ্দিকির অপারেশন, মুক্তিযোদ্ধাদের বিভিন্ন অপারেশন, পাক বাহিনীর হাতে মুক্তিযোদ্ধাদের নৃশংসভাবে মৃত্যু হওয়া, পাক বাহিনী কর্তৃক অসংখ্য নারীর ইজ্জত লুণ্ঠন, ক্যাম্পে আটকে রেখে দিনের দিনের পর দিন শারিরিক নির্যাতন কোনো কিছুই বাদ পড়েনি এই বইয়ে। এই বইটা লেখার জন্য হুমায়ূন আহমেদ বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়েছিলেন।

তারিণী মাঝি- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট একটি গল্প। অত্যন্ত মনোমুগ্ধকর।
নকশী কাঁথার মাঠ- কবিতার বই খুবই কম পড়ি। জসীম উদ্দীনের এই বইটি পড়া শুরু করে মায়ায় আটকে গিয়েছিলাম। শেষ না করে উঠতে পারি না। বারবার পড়ার মতো একটা বই।
বইটির নাম হলো অপরাধ বিজ্ঞান। বইটির লেখক 'বি.এল.দাস । ভালো লেগেছে।
হাদিসের নামে জালিয়াতি। লেখক: ড. প্রফেসর খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। বিরক্তকর বই। সময় অপচয় হয়েছে।
গোয়েন্দা গল্প: মাকড়সার লালা, শরদিন্দু। অসাধারণ। চমৎকার। অপেক্ষায় আছি কবে মুভি হবে।
রম্যরচনা: শ্রীরামকৃষ্ণ মেইল, লেখক সঞ্জীব চট্টপাধ্যায়। হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাবেন।
সত্যের সন্ধানে- আরজ আলী মাতুব্বর। সকল ধার্মিকদের এই বই পড়া উচিত।
কবি গোলাম মোস্তফা রচিত বিশ্বনবী। অসামান্য এবং অনন্য সাধারণ বই এটি, সাহিত্যকর্ম হিসেবেও অতি উঁচুদরের। নবিজিকে নিয়ে হাজার হাজার বই লেখা হয়েছে। আমি বলব 'বিশ্বনবী' এটাই বেস্ট বই।

আপনি যদি এই বইগুলি পড়ে থাকেন, তাহলে মন্তব্যে জানাতে ভুলবেন না।
সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আর বই পড়ুন।

মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:



নকসী কাঁথার মাঠ কমন পড়েছে!

২৪ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৪

রাজীব নুর বলেছেন: নকসী কাঁথার মাঠ নিয়ে চমৎকার একটা সিনেমা আছে। ইউটিউবে আছে। সময় পেলে দেখবেন। ভালো লাগবে।

২| ২৪ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

দয়িতা সরকার বলেছেন: প্রথম খণ্ড পূর্ব -পশ্চিম পড়েছি, প্রথম আলো পড়ার ইচ্ছে আছে।

২৪ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: এটা দুটা বই মাস্ট পড়তেই হবে।

৩| ২৪ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




আসলে স্যাহিত্য খুব একটা পড়া হয় না, পড়ার মধ্যে রাজনতি আর ইতিহাসের বইই টুকটাক পড়া হয় আর কি।

২৪ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: রাজনীতি আর ইতিহাস খুব কঠিন বিষয়।

৪| ২৪ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৫

আকন বিডি বলেছেন: শবনম----খুব ভালো লেগে ছিল।
প্রথম আলো---প্রথম দিকে বেশ কনফিউজড ছিলাম পরে কিছু কিছু খোলাসা হয়েছে,
অন্ধকারের বস্ত্রহরণ----অনেক কস্টে শেষ করি, ভালো লেগেছে,
দেশে বিদেশে-----এই বই পড়ে তার সব বই কিনার ইচ্ছা হয় ছোট বেলায়, গত বছর সমগ্রটা কিনি বিশ্ব সাহিত্যের,
জোৎস্না ও জননীর গল্প---হুমায়ুন আহমেদের লেখা এটাই কি যথেস্ট নয়,
বিশ্ব নবী---------পড়া হয়েছে অনেক পূর্বেই।

২৪ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১৪

রাজীব নুর বলেছেন: আপনি অনেক বই পড়েন।

৫| ২৪ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আচ্ছা।

২৪ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১৪

রাজীব নুর বলেছেন: !

৬| ২৪ শে অক্টোবর, ২০২০ রাত ৮:১৬

এইচ তালুকদার বলেছেন: মতাজিলা দর্শন পড়া শুরু করলাম তাদের নিয়ে লেখারও ইচ্ছা আছে এছাড়া আমি গতকাল শেষ করলাম বিভুতিভুষন বন্দ্যোপধ্যায় এর আরন্যক।এর আগে পড়লাম উইলিয়াম আরভিনের লেটার মুঘলস।মুনতাসির মামুনের অনেকগুলো বই পড়লাম যেমন কৌয়ি হ্যায়,১৯ শতকের পুর্ববংগ,ঢাকা সমগ্র ১,২
হুমায়ুন আহমেদের জ্যোসনা ও জননীর গল্প এপিক এর মর্যাদা পাবার দাবি রাখে।
প্রথম আলো অনেক আগে পরেছি।

২৪ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: মাশাল্লাহ আপনি অনেক বই পড়েন।

৭| ২৪ শে অক্টোবর, ২০২০ রাত ৮:২৮

জনৈক অপদার্থ বলেছেন: এই করোনাকালে তেমন বই পড়া হলো না। ডঃ মরোস আইল্যান্ড, লস্ট সিম্বোল, ট্রেন টু পাকিস্তান আর কাঠপেন্সিল পড়লাম শুধু। তবে ধুমায়ে নেটফ্লিক্সের টিভি সিরিজ গুলা দেখেছি। আপনাকে Banshee, Grimm, Peaky Blinders ও Black Mirror দেখার অনুরোধ করছি।

২৪ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: অবশ্যই দেখব।

৮| ২৪ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৩০

শায়মা বলেছেন: আমি যে কত্ত নাই কাজ খই ভাঁজ করার সুযোগ পেয়েছি!!!!!!!!!!!!


তাই যে কটা দিন বেঁচে আছি আনন্দেই আছি।

২৪ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: গ্রেট।

৯| ২৪ শে অক্টোবর, ২০২০ রাত ৯:০২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বেশির ভাগই পড়া।যতটা সময় নিয়ে পড়ি,কম সময়ে ভুলে যাই।
নবীর জীবনি যদি জানতেই হয় তবে নবীর মৃত্যুর ১০০ বছরের মধ্যে লিখা,সীরাতে রাসূলুল্লাহ লেখক ইবনে ইসহাক,বাংলা অনুবাদ থেকে ইংরেজী অনুবাদটা ভাল।

অন্য আঙ্গিকে লেখা নবী মুহাম্মদের ২৩ বছর লেখক আলি দস্তি খুবই ভাল একটা বই,অন লাইনে আছে।না পড়া থাকলে পড়ে দেখতে পারেন।

২৪ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। পড়ে নিব।

১০| ২৪ শে অক্টোবর, ২০২০ রাত ৯:১৬

নেওয়াজ আলি বলেছেন: নিজেকে আরো ধনী করলেন

২৪ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১৭

রাজীব নুর বলেছেন: হা হা হা ---

১১| ২৪ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১৭

আকন বিডি বলেছেন: অনেক আগে ক্লাশ ৫ থেকে এসএসসি পর্যন্ত পড়েছি গোগ্রাসে। এর পর যে ভাটার টান লাগছে আজো কাটিয়ে উঠতে পারি নাই।

২৪ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: বই পড়ার সময় আপনাকেই খুঁজে বের করতে হবে।

১২| ২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:০২

পদ্মপুকুর বলেছেন: জোৎস্না ও জননীর গল্প যখন লেখা হয়েছে, হুমায়ুন তার বেশ আগেই ইউনিভার্সিটি থেকে ইস্তফা দিয়েছিলেন বলেই জানতাম...

২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৯

রাজীব নুর বলেছেন: বই লেখার জন্য ছুটি নিয়েছিলেন। কিন্তু নানান ব্যস্ততায় তখন জোৎস্না ও জননীর গল্প লেখা হয় নাই।

পরে শাওন তাগাদা দিয়ে জোর করে লিখেছেন।

১৩| ২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:০৩

রাশিয়া বলেছেন: 'জ্যোস্না ও জননীর গল্প' হুমায়ূন আহমেদের সবচেয়ে ফালতু উপন্যাস। এই যুদ্ধে মুক্তিযোদ্ধাকে এমনভাবে চিহ্নিত করা হয়েছে যেন যুদ্ধ খুব মজার একটা ব্যাপার। মুক্তিযোদ্ধারা একে অনেকটা ফান হিসেবেই নিয়েছে। বরিশাল অঞ্চলে কমান্ডার হেমায়েতের সোর্স কথা বলে ময়মনসিংহের আঞ্চলিক ভাষায়। নিয়াজীকে একটা ফালতু জেনারেল হিসেবে উপস্থাপন করেছে, যার শখ ছিল কথায় কথায় অশ্লীল কৌতুক বলা। বঙ্গবন্ধুকে নিয়েও খেল তামাশা করা হয়েছে, যা তার ব্যক্তিত্বের সাথে যায়না।

২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৪০

রাজীব নুর বলেছেন: আপনার সাথে আমি একমত নই।

১৪| ২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:০৯

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর বইগুলো পড়েছে রাজীব দা

২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৪১

রাজীব নুর বলেছেন: আপনিও পড়ুন।

১৫| ২৫ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: মাত্র আড়াইটা বই পড়েছি!!!

২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: দেরী হোক যায় নি সময়।

১৬| ২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৫

নতুন নকিব বলেছেন:



বই পড়ার এই অভ্যাস খুবই ভালো। ধরে রাখা প্রয়োজন।

'দেশে বিদেশে' চমৎকার বই। 'হাদিসের নামে জালিয়াতি' সামান্য দেখেছি, আগাগোড়া পড়া হয়নি। ভালো কিতাব। বিশুদ্ধ হাদিস জানার জন্য গুরুত্বপূর্ণ।

'সত্যের সন্ধানে'সহ আরও কি কি লিখে আরজ আলী মাতুব্বর বিখ্যাত হতে চেয়েছেন হয়তো। এসব পাঠ মানে, স্রেফ সময়ের অপচয়।

সর্বোপরি 'বিশ্বনবী' পড়েছেন জেনে ভালো লাগলো। 'আর রাহিকুল মাখতূম' পড়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। সফট কপির জন্য একটা লিঙ্ক দিচ্ছি- আর রাহীকুল মাখতুম পিডিএফ ডাউনলোড

২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

১৭| ২৫ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

ইসিয়াক বলেছেন: জ্যোৎস্না ও জননীর গল্প পড়েছি ভালো লাগেনি। অনেক জায়গা কেমন যেন ফানি লেগেছে। মুক্তিযুদ্ধ অতটা হালকা জিনিস নয়। আমার মনে হয়েছে এই লেখায় লেখকের আন্তরিকতা ঘাটতি ছিলো।

২৫ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: ভুল বললেন।
বইটা আরেকবার পড়ুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.