নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। অনেক বছর আগে-
খুব দূরে কোথাও বেড়াতে গিয়েছিলাম বাপ মার সাথে। বাপ মায় সারাদিন ভিসিআরে মুভি দেখায় ব্যস্ত।
যে বাগান বাড়িতে উঠেছিলাম, তার সামনেই বিশাল এক কবরস্থান। অসংখ্য কবর সেখানে। ঘাস দিয়ে কবর ঢেকে গিয়েছে। সেই কবরস্থানে ঘন্টার পর ঘন্টা বসে ছিলাম। একটুও ভয় করেনি। বরং আম পেরে খেয়েছি।
২। দৌড় দে, দৌড় দে
সময় থাকতে দৌড় দে,
মাথায় একখান গামছা বাইন্ধা
যেমনে পারস দৌড় দে।
৩। H.W Fowler বলেছেন, কেউ একজন ভালো লেখক হতে চাইলে আত্মপ্রচারের বাসনা তাকে ত্যাগ করতে হবে। তাকে চেষ্টা করতে হবে খোলাখুলি, সরল বলিষ্ঠ, সহজবোধ্য এবং অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ নয় এমন লেখা তৈরির।
৪। জ্ঞানের মধ্যদিয়েই মানুষ একমাত্র সত্যকে চিনতে পারে।
যখন তার কাছে সত্যের স্বরূপ উদ্ভাসিত হয়ে ওঠে সে আর কোনো পাপ করে না। অজ্ঞানতা থেকেই সব পাপের জন্ম। সক্রেটিসের বিখ্যাত উক্তি ছিল, Know theyself অর্থাৎ নিজেকে জানো। দর্শন শাস্ত্রের মহান পুরুষ সক্রেটিস খ্রিস্টপূর্ব ৪৬৯ অব্দে গ্রিসে জন্মগ্রহণ করেন। সংসারে অভাব-অনটন। তাই ছেলেবেলায় পড়াশোনার পরিবর্তে পাথর কাটার কাজ করতেন। প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে সামান্য প্রাতঃরাশ সেরে বেরিয়ে পড়তেন। খালি পা, গায়ে একটা মোটা কাপড় জড়ানো থাকত। কোনোদিন গিয়ে বসতেন নগরের কোনো দোকানে, মন্দিরের চাতালে কিংবা বন্ধুর বাড়িতে। নগরের যেখানেই লোকজনের ভিড় সেখানেই খুঁজে পাওয়া যেত সক্রেটিসকে।
৫। কোনো কোনো ঘটনায় যেমন মনে হয়, এই ঘটনাই আগে কখনও ঘটেছিল। আমার ধারনা, ইদানিং যা ভাবি- মানুষের ভিড়ের মধ্যে কেউ কেউ তা বুঝতে পারে।
৬। বাঙালি এক তীব্র অনুভূতিপ্রবণ জাতি।
তাদেরকে ধর্ম নিয়ে কিছু বলা যায়না, তারা যে প্রতিষ্ঠানে পড়ছে তা নিয়ে কিছু বলা যায়না, ব্যাড প্যারেন্টিং নিয়ে দুকলম লিখলে তারা সেটাকে পার্সোনালি নিয়ে তীব্র প্রতিবাদ জানায়, এমনকি তাদের প্রিয় কোনো সেলিব্রিটির সমালোচনা করলেও তাদের অনুভূতি টনটন করে ওঠে। এই অনুভূতিপ্রবণতা কোনো অপরাধ নয় ততক্ষণ, যতক্ষণ পর্যন্ত আপনি কোনো ক্রাইম করছেননা। কেউ আপনাকে মানসিকভাবে আঘাত করল, তার জবাবে আপনি তাকে শারীরিক আঘাত করতে পারেননা। এটা অন্যায়।
আপনাদের প্রাণপ্রিয় নবীকে নিয়ে, ধর্ম নিয়ে, সৃষ্টিকর্তাকে নিয়ে কেউ ব্যঙ্গ করছে? আপনিও পাল্টা ব্যঙ্গ করুননা, কে বাধা দিচ্ছে? যুক্তিপূর্ণ সমালোচনার জবাবটাও যুক্তি দিয়ে দিতে শিখুন অথবা ইগনোর করতে শিখুন। মস্তিষ্কে ক্রিটিকাল থিংকিং এবিলিটি নামক একটা প্রকোষ্ঠ আছে, ওটাকে কাজে লাগাননা। আপনারা পড়াশুনা করবেন না, চিন্তা ভাবনাও করবেন না, ইগনোরও করবেন না। সমস্যাটা কী?
৭। এই যে মানুষ নিজেকে অন্যদের চেয়ে আলাদা ভাবে, আর অন্যদের ভাবে সবার মতো--হাসির কাণ্ডকারখানায় মানুষের ভাবনার জুড়ি নেই।
৮। "তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে এটাই হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ তাই থাকবে; তাই আমি আশা করি।"
-বঙ্গবন্ধু (নোয়াখালীর মাইজদিতে প্রদত্ত ভাষণে ২৬ জুন ১৯৭২)
২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৮
রাজীব নুর বলেছেন: আমীন।
২| ২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৭
এম ডি মুসা বলেছেন: আমরা যেমন নতুন দেখেছি এরকম হতেই ভবিষ্যতে দেখা যাবে না । যেমন আমাদের এখানে গরু দিয়ে হাল চাষ করা।
২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৮
রাজীব নুর বলেছেন: খুব ভালো।
৩| ২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কবর দেখতে আমার খুবই ভয় লাগে।
২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৯
রাজীব নুর বলেছেন: খুব ভালো।
৪| ২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:১২
ইসিয়াক বলেছেন: ৩ নম্বরটা ভালো লাগলো।
২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪০
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৫| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ৯:০৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৪, এখানে দুটি বিষয়,জ্ঞান আর সত্য।
সত্যকে জানাই জ্ঞান।সত্য কি?
সত্যের দুটি ব্যাখ্যা আছে।ভাববাদী আর বস্তু বাদী।ব্যাখ্যা দুটি সম্পুর্ণ বিপরীত।
হাজার হাজার মানুষ দুটিতে মিলিয়ে সুবিধা মত ব্যাখ্যা করে।তাঁরাই সুবিধাবাদী।
২৫ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৩২
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
৬| ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১২
এইচ তালুকদার বলেছেন: আমার এক ফুপুকে কবর দেবার জন্য আজিমপুর গোরস্থানে গিয়েছিলাম, সেখানে সদ্যজাত এক শিশুর লাশ কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা এক বাবা কে দেখে মনে হয়েছিলো পৃথিবীর সব বিষন্নতা যেন উনার উপর ভর করেছে।
৫ নং পয়েন্ট এর অনুভুতিটাকে বলা হয় দেজা ভু এটা নিয়ে ইন্টারনেটে একটু খোজা খুজি করলে অনেক কিছু জানতে পারবেন
২৫ শে অক্টোবর, ২০২০ রাত ১১:২৬
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৫ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ সুবহানাতায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
আমিন।