নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৯৫

২৬ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৮



১। বাংলায় একটা প্রবাদ আছে, যে পাত্র খুব দ্রুত গরম হয় সেটি নাকি খুব দ্রুত ঠাণ্ডাও হয়। আমাদের জন্য প্রবাদটি ১০০% সত্য। আমরা সব বিষয়ে খুব দ্রুত উত্তেজিত হয়ে যাই, আবার খুব দ্রুতই সেটি ভুলে যাই।

২। হ্যালো..
হুম বল..
বাবুর দুধ শেষ হয়ে গেছে আসার সময় বাবুর জন্য দুধ নিয়ে এসো।
আচ্ছা নিয়ে আসবো, বাবু মায়ের জন্য কিছু লাগবে?
না বাবুর মায়ের কিছুই লাগবে না, বাবুর বাবা তারাতাড়ি আসলেই হবে।

৩। কোনো মেয়েকেই কখনও বলতে শুনি নাই- আমি বিয়ের পর হানিমুনে নয়, হজ্জে যেতে চাই।

৪। "When elephants walk, dogs bark"... রাস্তার ধারে কুকুর ঘেউ ঘেউ করলে তাতে হাতির কিছু যায় আসে না।

৫। স্যারঃ মফিজ, তোর নামে বিচার আসছে তুই নাকি খুব গালাগালি করিস??
মফিজঃ স্যার, আমি তো কোনদিন কোন কুত্তার বাচ্চারে গালি দেই নাই, জানিনা কোন হারামজাদা আপনেরে এইসব কইছে, ওই হারামি রে যদি একবার সামনে পাইতাম তাইলে লাত্থি দিয়া শুয়োর টারে ল্যাঙরা কইরা দিতাম।

৬। এক ক্রেতা মাছ কিনতে বাজারে গেলেন, মাছওয়ালাকে জিজ্ঞসা করলেন ভাই মাছের কেজি কত?
মাছ বিক্রেতা উত্তর দিল প্রতি কেজি মাছ ১৫০ টাকা।
ক্রেতা- কেজি ১২০ টাকা দিবেন।
বিক্রেতা- না, যদি মাছ কিনতে চান ১৪০ টাকা দিতে হবে।
ক্রেতা- না, ভাই ১৪০ টাকা দিয়ে তোমার মাছ কিনব না।
বিক্রেতা- ১৩৫ টাকা নিবেন।
ক্রেতা- ঠিক আছে ১৩৫ টাকা হলে এক কেজি দেন।

শেষ পর্যন্ত দেখা গেল ১৩৫ টাকা দিয়ে মাছ কিনতে পারায় ক্রেতা খুব খুশি হলেন, তার পাশাপাশি বিক্রেতাও খুশি ১৩৫ টাকায় তার মাছ বিক্রি করতে পারায়।

ব্যাপারটা যদি আরেকবার ভাল করে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে, প্রথমে বিক্রেতা মাছের প্রতি কেজি দাম চেয়েছিল ১৫০ টাকা, কিন্তু ক্রেতা বলেছিল প্রথমে ১২০ টাকা হলে মাছ কিনবে, ক্রেতা বিক্রতার মাঝে মাছের দামের পার্থক্য দাড়াল ৩০ টাকা, পরে আলোচনা আর দরদাম করে ক্রেতা ১২০ হতে ১৫ টাকা বাড়িয়ে ১৩৫ টাকায় রাজী হল, অন্যদিকে বিক্রেতাও তার প্রথম দাম হতে ১৫০ টাকা হতে ১৫ টাকা নামিয়ে ১৩৫ টাকায় তার মাছ বিক্রি করতে রাজী হল, এতে দুইজনেই খুশি হল।
ব্যাপারটি সম্ভব হয়েছে ক্রেতার মাছ কিনার ১০০% মানসিকতা ছিল, অন্যদিকে বিক্রেতারও মাছ বিক্রি করার ১০০% মানসিকাতা ছিল। আমি মনে করি, এই মাছ ক্রয় বিক্রয়ের গল্পের মত আমাদের বর্তমান চলমান সমস্যাও খুব সহজে অতি দ্রুত সামাধান সম্ভব, শুধু দরকার মানসিকতা।

৭। ক্ষুদ্র মানুষ কল্পনায় বিশাল হতে চায়। এই যেমন আমি।
মনস্তত্বের ভাষায় একে বলে বিপরীত ইচ্ছা। দাঁত পড়ে গেছে তাই নিরামিষাশী। চোখে ভালো দেখতে পাই না তাই জগত সুন্দর।

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

প্যারিসেয বিষয়টি নিয়ে আমি খুবই গরম হয়ে আছি।

২৬ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: এটা সাময়িক। ঠিক হয়ে যাবে।

২| ২৬ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

প্যারিসের বিষয়টি নিয়ে আমি খুবই গরম হয়ে আছি।

৩| ২৬ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: এবারেরটা বেশ ভালো হয়েছে। ১ আর ৩ খাটি বাস্তব

২৬ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

৪| ২৬ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১০

নেওয়াজ আলি বলেছেন: মনে হয় যেসব মেয়ে মক্কায় থাকে তারাও চায় হানিমুন যেতে :D

২৬ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৫| ২৬ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:



আমাদের সমস্যাগুলোর সমাধান নিয়ে, কারা কাহাদের সাথে আলাপ (দর কষাকষি ) করছে?

৬| ২৬ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: সরকার। নিজেরা নিজের আআলাপ করছে।

৭| ২৬ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৭

ঢাবিয়ান বলেছেন: ছবিটা অনেক কথা বলে কিন্ত সেসব কথা শোনার বা বোঝার সময় আমাদের নাই।

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: মানুষের সময় আসলেই অনেক কম।

৮| ২৬ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

একাল-সেকাল বলেছেন:
একজন এক চুল ও ছাড় নয় !
অন্যজন আপোষহীন।
রাষ্ট্রীয় মাছের দাম ১৫০ টাকাই। ১৫ টাকা কেউ ছাড় দিবেনা, তাই মাছ ও বিক্রি হবেনা

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০২

রাজীব নুর বলেছেন: হুম।

৯| ২৬ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিয়ে আর হজ এক জিনিস নয়।
হজ একা একা করা যায়।
কিন্তু বিয়ে করতে গেলে দুই জন লাগে।
এবং শেষে হানিমুন করতে গেলেও তাদেরকে যেতে হয়।

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: ওকে।

১০| ২৬ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১। আমরা হঠাৎ গরম, হঠাৎ ঠাণ্ডা কারণ আমরা হুজুগে জাতি। এই জন্যই আমাদের এই অবস্থা।
২। বাচ্চার জন্য মায়ের দুধ সব চেয়ে উপযোগী ও উত্তম। ২ বছর পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ দেয়া উচিত যদি না অন্য কোন সমস্যা থাকে।
৩। হানিমুনে কি ছেলেরা যেতে চায় না। আর বিয়ের সাথে হজের কি সম্পর্ক। এই ধরণের চিন্তা কেন মাথায় আসে বুঝি না।
৪। ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়।
৫। ছাত্রের কুত্তার বাচ্চা না বলে বিনয়ের সাথে কুকুরের ছানা, শুকরে ছানা এভাবে বলা উচিত ছিল। এভাবে বললে কেউ গালি মনে করবে না।
৬। ছাড় দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। তবে অনেক ক্ষেত্রে ছাড় দিলে অন্যায়কে প্রশ্রয় দেয়া হয়।
৭। কল্পনাপ্রবণ মানুষের মনের কষ্ট কল্পনার মাধ্যমে কিছুটা লাঘব হয়।

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: আপনাকে ধন্যবাদ। সব গুলোর উত্তর দিয়েছেন।

১১| ২৭ শে অক্টোবর, ২০২০ ভোর ৪:০৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৬, ধাক্কা ধাক্কি করে বাসে উঠা,কে ক্রেতা কে বিক্রেতা,সমাধান কি?

২৭ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: সমাধান নাই।

১২| ২৭ শে অক্টোবর, ২০২০ ভোর ৪:১১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৩, হাদিসটি আমার জানা নেই,নূরু ভাই জানতে পারে,হজের এই কয়দিন যায়েজ কিনা।না হলে হানিমুনে গিয়ে লাভ কি।

২৭ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: নুরু সাহেবকে ইদানিং দেখছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.