নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ইসলাম প্রচার ও প্রসারে বঙ্গবন্ধুর অবদান

২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৪১



বঙ্গবন্ধু তাঁর স্বল্পকালীন শাসনামলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জনমানসে ইসলাম প্রচার ও প্রসারে যে অসামান্য অবদান রেখে গেছেন সমকালীন মুসলিম বিশ্বে এর দৃষ্টান্ত বিরল। বঙ্গবন্ধু কর্তৃক গৃহীত কার্যক্রমের কয়েকটি দৃষ্টান্ত উপস্থাপন করা হলো-

১। ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠা।

২। বাংলাদেশ সীরাত মজলিস প্রতিষ্ঠা।

৩। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠন (পূর্বে স্বায়ত্তশাসিত মাদ্রাসা বোর্ড ছিল না)
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আলিয়া মাদ্রাসাকে শেখ মুজিবুর রহমান সরকারী স্বীকৃতি প্রদান করেন। ফলে সেখানে আরবি ফারসির পাশাপাশি বাঙলা, ইংরেজিসহ অন্যান্য আধুনিক বিষয়াদি স্থান পায়।

৪। বিশ্ব এজতেমার জন্য টঙ্গীতে সরকারী জায়গা বরাদ্দ।

৫। কাকরাইলের মসজিদ সম্প্রসারণের জন্য জমি বরাদ্দ।

৬। হজ্জ পালনের জন্য সরকারী অনুদানের ব্যবস্হা।

৭। শব-ই-কদর, শব-ই-বরাত উপলক্ষে ছুটি ঘোষণা এবং সিনেমা প্রদর্শন বন্ধ রাখার নির্দেশ প্রদান।

৮। মদ, জুয়া, হাউজি ও অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধকরণ এবং শাস্তির বিধান।

৯। রেসকোর্স ময়দানের ঘোড়দৌড় প্রতিযোগিতা বন্ধকরণ।

১০। রাশিয়াতে প্রথম তাবলীগ জামাত প্রেরণের ব্যবস্হা।

১১। আরব-ইসরাঈল যুদ্ধে আরব বিশ্বের পক্ষ সমর্থন ও সাহায্য প্রেরণ।

১২। ও আই সি সম্মেলনে যোগদান ও মুসলিম বিশ্বের সাথে কূটনীতিক সম্পর্কস্হাপন ইত্যাদি।

বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে বঙ্গবন্ধুর এ সব অবদান অবিস্মরণীয় হয়ে আছে।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আচ্ছা!!
এগুলি কখনো লক্ষ্যকরি নি।

২৭ শে অক্টোবর, ২০২০ রাত ২:৫০

রাজীব নুর বলেছেন: এজন্য আমি আছি না।

২| ২৭ শে অক্টোবর, ২০২০ রাত ২:০০

ডঃ এম এ আলী বলেছেন:

অবশ্যই এগুলি বঙ্গবন্ধুর উল্লেখযোগ্য অবদান।

২৭ শে অক্টোবর, ২০২০ রাত ২:৫০

রাজীব নুর বলেছেন: অবশ্যই।

৩| ২৭ শে অক্টোবর, ২০২০ ভোর ৫:২৮

চাঁদগাজী বলেছেন:



উনিও কি খলীফা ছিলেন?

২৭ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: না। তা না।

৪| ২৭ শে অক্টোবর, ২০২০ ভোর ৫:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এগুলো অপ্রয়োজনীয় কাজ।

২৭ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: হায় হায়---
বলেন কি?

৫| ২৭ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৪৫

রাশিয়া বলেছেন: এগুলো খুবই প্রয়োজনীয় কাজ ছিল। কেবল রমনা পার্ককে অর্ধেক করে এতগুলো স্থাপনা বানানো আমি কিছুতেই মেনে নিতে পারছিনা।

৮ ও ৯ নম্বর আসলে ইসলামের প্রচার বা প্রসারের সাথে সম্পর্কিত নয়, বরং সাংস্কৃতিক ও নৈতিক দিক থেকে প্রয়োজনীয় ছিল।

১১ নম্বরটা ইসলাম নয়, বরং আন্তর্জাতিক রাজনীতির খেলার সাথে জড়িত।

২৭ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: বঙ্গবন্ধু শ্রেষ্ঠ বাঙ্গালী। তার সাথে সাধারণ মানুষের চিন্তা ভাবনা মিলবে না।

৬| ২৭ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৪৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৭২ যখন বজ্রকন্ঠে ঘোষণা দিলেন, আমি মুসলমান
খন্দকার মোশতাক বগল বাজান,তাজউদ্দিনের কপালে ভাজ পড়ে।

২৭ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: কেন?

৭| ২৭ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:১৯

আলমগীর সরকার লিটন বলেছেন: স্যালুট রাজীব দা

২৭ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: ঠিক আছে।

৮| ২৭ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আবেগী জাতি।

২৭ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: না। বদমাইশ জাতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.