নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। মানুষের যখন বয়স হয়ে যায়- তখন তৃপ্তি করে কোনো খাবার খেলে, শেষে বেশী করে জরদা দিয়ে পান খেতে ইচ্ছা করে।
২। বলুন তো, কি সেই জিনিস যেটা আপনি কাউকে দিলেও রাখতে আপনাকেই হবে?
৩। এদেশের মানুষগুলো নিয়ে আমি অনেক আশাবাদী ছিলাম। দিনদিন মানুষ গুলোকে নিয়ে আমি অত্যন্ত হতাশ বোধ করছি। রবীন্দ্রনাথ বলেছিলেন, কোনো প্রতিষ্ঠানের ওপরে তার কোনো আস্থা নেই। কিন্তু সেই মানুষগুলোর ওপর তার আস্থা আছে, যাদের মধ্যে অন্তত তিনটি গুণ আছে। যারা সঠিকভাবে চিন্তা করতে পারে, মহান অনুভব যাদের চিত্তে সবসময় থাকে এবং জগৎ ও জীবনের স্বার্থে যারা সঠিক কর্ম সম্পাদন করতে পারে। এ তিনটি গুণ সম্বলিত মানুষ সমাজের জন্যে সম্পদ, দেশের জন্যে সম্পদ। অন্যথায় সে মানুষ নিজের জন্যে বোঝা, সমাজের জন্যে হুমকি, দেশের জন্যে ভয়ংকর চ্যালেঞ্জ। অর্থাৎ শেষ কথাটি হচ্ছে মানুষ চাই। নিজে মানুষ হলে সমাজটা মানুষ হয়, দেশও মানুষ হয়। দিনবদল হয়।
৪। পৃথিবীর সব'চে ছোট সাইজের মাছের নাম জানেন?
৫। এ মাসের সতের তারিখ স্বপ্ন দেখলাম- আমার এক মামাকে। তিনি মারা গেছেন প্রায় দশ বছর আগে। মামা বিআরটিসি'র বাস চালাতেন। মাসে এক-দুই দিন আমাদের বাসায় আসতেন। ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল ছেড়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। উনি আমাদের বাসায় চা ছাড়া কখনও অন্য কিছু খাননি। আমাকে দেখলেই বলতেন- কি খবর মামু? সৌদি চলো হজ্ব করে আসি। স্বপ্নেও দেখলাম- মামা বলছেন, ''কি খবর মামু? সৌদি চলো হজ্ব করে আসি।''
ছোটবেলা এক শিক্ষক আমাকে বাসায় এসে পড়াতেন। তার নাম ছিল ইউনূস। ইউনূস স্যার কমপক্ষে বিশ বছর আগে মারা গিয়েছেন। তাকে স্বপ্ন দেখলাম! তার চেহারা আমার একটুও মনে নেই। অথচ স্বপ্নে দেখেই তাকে চিনতে পারলাম। দেখলাম তিনি একটা পাহাড়ের উপর বসে আছেন। আমাকে বললেন, আয় পড়তে বস। আমি স্যারের কাছে বসলাম। তিনি বললেন, রবীন্দ্রনাথ কবে নোবেল পেয়েছেন?
৬। টিভির রিমোট জোরে জোরে টিপি, চড় থাপ্পড় দিই, তবুও নতুন ব্যাটারি লাগানোর কথা মাথায় আসে না।
৭। আপনার যদি হাঁটুর ব্যাথা থাকে তাহলে আনারসের রস খান এটি আপনার হাঁটুর ব্যাথা কমিয়ে দেবে !!
২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: হুম।
২| ২৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৭
নূর আলম হিরণ বলেছেন: এত ভাবনা করার সময় কিভাবে পান?
সময় জিনিসটা কি একজন আরেকজনকে ধার দেওয়া যায়?
২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: হে হে---
সময় আছে আমার হাতে।
৩| ২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৭
নেওয়াজ আলি বলেছেন: আপনাকে বড় বড় শুভ্র শ্রেত শুভেচ্ছা
২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ২। বলুন তো, কি সেই জিনিস যেটা আপনি কাউকে দিলেও রাখতে আপনাকেই হবে?
কথা
২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০৬
রাজীব নুর বলেছেন: শিউর?
৫| ২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঠিক আছে।
২৯ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: ভরসা পেলাম।
৬| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৫২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৪, চুন পুষ্টির কথাইতো সবাই বলে,ইয়াজউদ্দিন মইনউদ্দিনের সামরিক সরকার রোজ বলতো,ছোট ছোট চুন পুঁটি আমরা ধরবো না আমরা ধরবো রুই কাতলা।সামরিক সরকার কি আর মিথ্যা কথা বলতো।
৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৫৯
রাজীব নুর বলেছেন: না তারা মিথ্যা বলে নাই। শেখ হাসিনা, খালেদা জিয়াকে গ্রেফতার করে দেখিয়ে দিয়েছে।
৭| ৩১ শে অক্টোবর, ২০২০ রাত ১০:২৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: ১। পান এই উপমহাদেশের মানুষ ছাড়া আর কোথাও কি খায়?
২। কথা/ ওয়াদা দিলে রাখতে হবে। ওয়াদা ভঙ্গ করা মুনাফেকদের একটি বৈশিষ্ট্য।
৩। আপনার কথায় বোঝা যাচ্ছে যে এখন মানুষ সঠিক চিন্তা করে না, চিত্তে তাদের মহান অনুভব নেই এবং জগত ও জীবনের স্বার্থে তারা সঠিক কাজ করে না। ফলে আপনি এই দেশের মানুষ নিয়ে হতাশ। আপনার ও কবিগুরুর কথার সাথে আমি একমত।
৪। উত্তর জানা নাই।
৫। আপনার মামা কি হজ করতে পেরেছিলেন? আপনার ইউসুফ স্যার, রবীন্দ্রনাথ কত সালে নোবেল পেয়েছে এটাও জানে না। সে কি রকমের শিক্ষক যে ছাত্রের কাছে জানতে চায়।
৬। রিমোটের ব্যাটারি বদলানোর কথা মনে আসে না তার কারণ আপনার ৩ নম্বর পয়েন্টে আছে। রবীন্দ্রনাথ বলেছেন যে সঠিক চিন্তা করতে হবে, চিত্তে মহান অনুভব থাকতে হবে আর জগত ও জীবনের স্বার্থে সঠিক কাজ করতে হবে। সঠিক চিন্তা হোল রিমোটের ব্যাটারি বদল করতে হবে। তার পরিবর্তে আপনি চিন্তা করছেন এটা জোরে টিপতে হবে, চর থাপ্পড় দিতে হবে। সবই চিন্তার ভুল। সঠিক চিন্তা করুণ সব ঠিক হয়ে যাবে।
৭। পেটে ব্যথা হলে বিচি কলা খেতে হবে। পেট ঠিক হয়ে যাবে।
৩১ শে অক্টোবর, ২০২০ রাত ১১:২৩
রাজীব নুর বলেছেন: ৭ বিচি কলা আমি খাই নাই কোন দিন।
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৮
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ ভাবনার কথা