নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আলু, ডিম ও কফি (শিক্ষামূলক একটি গল্প)

২৯ শে অক্টোবর, ২০২০ রাত ১০:১৭



একদিন মেয়ে তার বাবাকে নিজের জীবন নিয়ে হতাশার অভিযোগ করছিল। বলছিল সে আর পারছে না, সে জানে না কিভাবে কি করতে হবে, লড়তে লড়তে সে আজ ক্লান্ত। এই যেন একটি সমস্যা শেষ হলে আরেকটি হাজির হওয়া।

মেয়েটির বাবা পেশায় একজন রন্ধনশিল্পী।
মেয়ের হতাশার কথা শুনে তিনি মেয়েকে রান্না ঘরে ডেকে আনলেন। তারপর তিনটি পাত্রে পানি ভর্তি করে তা আগুনের উপর বসিয়ে দিলেন। যখন পাত্র তিনটিতে বলক আসল, তখন তিনি একটিতে আলু, একটিতে ডিম আর অন্য একটিতে কফি ঢেলে দিলেন। এভাবে আরো কিছুক্ষন সিদ্ধ হতে থাকল, মেয়ের সাথে কোন কথা বললেন না। অপর দিকে মেয়ে অধৈর্য্য হয়ে দেখে যাচ্ছিল বাবা কি করছিল।

বিশ মিনিট পর তিনি চুলা বন্ধ করে একে একে প্রথমে আলু উঠিয়ে নিয়ে একটি বাটিতে রাখলেন, ডিম রাখলেন আর কফি একটি কাপে ঢাললেন। তারপর মেয়েকে জিজ্ঞেস করলেন, তুমি এখন কি দেখছো?
মেয়ে উত্তর দিল- আলু, ডিম আর কফি।
বাবা বললেন, ভালো করে দেখো এবং ধরে দেখো।

মেয়ে বাবার কথা মত ধরে দেখলো আলু নরম হয়ে গেছে, ডিমের খোসা খুলে দেখা গেল সিদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে। অন্যদিকে কফির কাপ থেকে বের হয়ে আসা ঘ্রাণে তার মুখ হাস্যোজ্জল হয়ে যায়।

এসবের অর্থ কি বাবা মেয়ে জানতে চাইল।
বাবা ব্যাখ্যা করলেন- আলু, ডিম, কফি বিন যদিও একই তাপমাত্রার ফুটন্ত পানিতে অর্থাৎ একই দৈব পরিবেশের সম্মুখীন হয়েছিল। কিন্তু নিজের মত করে অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায়। শক্ত আলু নরম হয়ে যায়। পাতলা আবরণে সুরক্ষিত নরম ডিম শক্ত হয়ে যায়। আর কফি বিনগুলো ছিল সম্পূর্ণ অন্যরকম। ফুটন্ত পানিতে এরা নিজেদের মেলে ধরে পানিটাকেই পরিবর্তন করে ফেলে। নতুন এক জিনিস সৃষ্টি করে।

তুমি কোনটা? মেয়ের কাছে বাবা জানতে চাইলেন।
প্রতিকুল পরিবেশ যখন তোমার দুয়ারে কড়া নাড়বে তখন তুমি কিসের মত প্রতিক্রিয়া দেখাবে?

গল্পটি থেকে কি শিখলেন?
১। প্রতিকুল পরিবেশে নিজেকে শক্ত করতে হবে।
২। পরিবেশ বুঝে নিজেকে উপস্থান করতে হবে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪০

চাঁদগাজী বলেছেন:



মানুষ যখন ক্রমাগতভাবে সমস্যার সন্মুখীন হয়ে থাকেন, সেই ধরণের মানুষের হতাশ কাটানোর জন্য আপনার গল্পের মরাল কোনভাবে সাহায্য করতে পারছে বলে হয়?

২৯ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: গল্প কবিতা মানুষকে কোনো ভাবেই পথে দেখাতে পারে না।

২| ২৯ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪২

এম ডি মুসা বলেছেন: মানুষের ঘটনাকে আলু ডিমের কফি বানিয়ে ফেলে লেন... অবশ্যই ঠিক বলেছেন বাবা বলছে যে একই জায়গায় থাকলে এভাবে হবেই আসলে ঠিক বলছেন

২৯ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১:০৭

সিগনেচার নসিব বলেছেন: বাবা ও মেয়ের গল্পটা পড়লাম ।

৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১:১২

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ৩০ শে অক্টোবর, ২০২০ ভোর ৫:৪১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রয়োজনে নরম হতে হবে,প্রয়োজনে শক্ত,আবার প্রয়োজনে পরিবর্তিত।
বিভিন্ন দৃষ্টিকোন থেকে বিভিন্ন ব্যাখ্যা দেয়া যায়।

৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: আপনি অনেক অভিজ্ঞ মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.