নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে বাংলাদেশের লালমনিরহাটের শহীদুন্নবী জুয়েল নামের এক নিরিহ ব্যক্তিকে দেশের অত্যুগ্র মর্দে মুজাহিদ, জঙ্গি মুসলমানরা তাকে নির্মমভাবে পিটিয়ে, মেরেকেটেই শুধু ক্ষান্ত হয়নি; পরে তার লাশকে পুড়িয়ে ছাই করে দিয়েছে! উল্লেখ্য যে, শহীদুন্নবী জুয়েল স্থানীয় কোনো এক স্কুল এন্ড কলেজর লাইব্রেরিয়ান ছিলেন।
তোমরা যারা পাকিস্তান-আফগানিস্তানকে ঘৃণা করো, তাদের উদ্দেশ্য বলি ... একবার আয়নায় অন্তত নিজের মুখটি দেখো। ভালোভাবে নিজের অবয়বটি দেখে নাও রে হিপোক্রেটস শুয়োরের বাচ্চারা!
১। এই দানবের সামনে শেখ হাসিনার বেল আছে?!! আপনার কি মনে হয় সিকিউরিটি না থাকলে এরা পৃথিবীর যে কোন ব্যক্তিকে এভাবে ধ্বংস করে দিতে এক সেকেন্ডও লাগবে না এটাই তাদের আনন্দ। নির্বোধ জম্বি মানসিকতার এই ভয়ানক শয়তানগুলোকে রুখে না দিলে কারো নিস্তার নাই!
২। লালমনিরহাটে লোকটাকে যখন পিটিয়ে মারা হলো তখন স্লোগান চলছিল, 'আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বাল'। পরে গায়ে আগুন দেয়া হয়।
(এই লোক গুলো যদি বেহেশতে যায় তাহলে সেখানকার অবস্থাটা একবার চিন্তা করেন?)
৩। ধর্মোন্মাদনার ফল একদিন সবাই টের পাবেন। নমুনা হিসাবে পেয়ারা পাকিস্তানের পরিনতি সামনেই আছে। এসব কথা বললেই অনেকে চেতে যান। মনে করে ইসলাম নিয়ে চুলকানি আছে। এরা সহীস মুসলমান নয় বলে পার পাওয়া যাবে না।
৪। ফ্রান্সের শিক্ষক হত্যার প্রতিবাদ না করে ফ্রান্সকে বয়কট করার যে আন্দোলন আপনারা করেছেন, চল্লিশ হাজার মুসল্লিদের নিয়ে যে মিছিল আপনারা করেছেন তারই রিএকশন এটা।
৫। আমরা ধর্ম রক্ষার নামে উগ্র হচ্ছি, হচ্ছি বেপরোয়া, হচ্ছি ক্ষেপাটে, হচ্ছি অসহনশীল, হচ্ছি কট্টর। অথচ ধর্ম নম্রতার কথা বলে, সহনশীলতার কথা বলে, বলে উদারতার কথা। কট্টর, ক্ষেপাটে, উগ্ররা যতদিন নিজেদের ধর্ম রক্ষার সৈনিক ভেবে আসবে ততদিন ধর্ম নিজেও অপমানিত হবে।
৬। ঘটনাটি অমানবিক এবং বিভৎস। পিঁপড়াকেও পুড়িয়ে মারা নিষেধ করা হয়েছিল। কোনো প্রাণীকেউ পুড়িয়ে মারার অনুমতি নাই।
৭। পিটিয়ে মারার পরে আগুনে পোড়ানো হচ্ছে, শেষ বারের মত তিনি হয়তো তার হাত বাড়িয়ে ছিলেন এই আশায় যদি কেউ এগিয়ে আসে, পিটিয়ে মারর লোকের অভাব হয় নাই, পুড়ানোর জন্য লোকের অভাব হয় নাই যারা এই কাজটা করেছে তারা সবাই কিন্তু সবাই ধার্মিক ছিল, তবে মানুষ ছিল না? সহে সহে এই পর্যন্ত চলে এসেছে... এদের থামাতে না পারলে পুরো দেশই এক সময় জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে।
৮। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এই লোকেরও কোরান অবমাননার দায়ে নির্মম ভাবে মরতে হলো। আমার ধর্ম ইসলাম আসলেই শান্তির এবং শ্রেষ্ঠ।- অস্বীকার করার হিম্মত নাই।
৯। শত শত মানুষ যেখানে একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলার পর লাশ আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে, সেখানে গিয়ে খোঁজ নিয়ে দেখুন, এই ঘটনায় কেউ ব্যথিত, বিস্মিত, ক্ষুব্ধ হয়েছে কি না।
১০। কোরান অবমাননার ধুঁয়ো তুলে একজন মানুষকে জীবন্ত পিটিয়ে মেরে ফেলে আগুনে পুড়িয়েছে ধর্মোন্মাদরা। রাসুলকে ভালোবেসে ফেইসবুক চ্যালেঞ্জ জানানো একজন মুসলমানকেও, ফ্রান্স বয়কট করার দাবীতে মিছিল করা লক্ষ লক্ষ ধর্মজীবি হুজুরদের একজনকেও এই বর্বরতম ঘটনার প্রতিবাদ করতে দেখিনি।
হায় মুসলমান!! হায় মুসলমানের দেশ!!!!! তোমাদের ধর্ম এ-ই!
১১। আল্লাহ্ র নাম নিয়ে একটা জ্যান্ত মানুষ পু্ড়িয়ে মারাও কত চমৎকার বৈধতা পায় সমাজে! হায় রে এ সমাজ, হায় রে ধর্ম, হায় অামার দেশের মানুষ! কিচ্ছু ভাবতে পারছি না! কেউ দয়া করে বুদ্ধিজীবিতা ফলিয়ে জ্ঞান দেবেন না প্লিজ!
১২। তারা কোরআন অবমাননা করেছে এর কোনো প্রমাণ আছে? আর অবমাননা করলেই যে তাদের পুড়িয়ে মারতে হবে এর দায়িত্ব আপনাদের কে দিয়েছে? বিচারের জন্য রাষ্ট্র আছে, আইন আছে। এমন কাজ করে আপনারা মূলত ইসলামের উপকার করেননি, উল্টো ক্ষতি করেছেন।
৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: ঘর পুড়ায় ধার্মিকেরা। আলুও খায় ধার্মিকেরা। ধার্মিকেরা বড় ভয়ঙ্কর।
২| ৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৯
নূর আলম হিরণ বলেছেন: বাঙালি জাতি চরম ধর্মান্ধ জাতি। এরা বেকার এবং সঠিকভাবে শিক্ষিত না হওয়া এই অবস্থা সৃষ্টি হয়েছে।
৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: মানবিক হতে লাগে মনুষ্যত্ব।
৩| ৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫২
এলে বেলে বলেছেন: আমরা ত মনে হয় গুটিকয়েক মানুষ ছাড়া এই দেশে সবাই অসাধারাণ। এবং এদের কাছে এইসব ঘটনা খুবই সামান্য। আজ ইসলামের সম্মান রক্ষার্তে মানুষ পুড়ছে, নিশ্চয়ই কাল বেশি দুরে নয় পুরো জাতীকে এর জন্যে পুড়তে হবে।
৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: আসল সমস্যা হলো বাশিতে। বাঁশি থাকলেই বাসি বাজবে। আর যদি বাসিটাকেই নষ্ট করে দেওয়া যায়। তাহলে আর সমস্যা থাকবে না।
৪| ৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৫
নেওয়াজ আলি বলেছেন: সমস্ত জানোয়ারকে ধরে এখন বাঁশ ঢলা দেওয়া দরকার
৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: দেশের সবর্ত্র জানোয়ার। কয়জনকে ঢলা দিবেন?
৫| ৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:০৬
অগ্নিবেশ বলেছেন: এই পোস্ট পড়ে অনেক ব্লগার কাগা চাচা ভাইদের নখ দাঁত ন্যাজা বেরিয়ে আসবে। শিক্ষিতদের যদি এই অবস্থা হয়, গ্রাম গঞ্জের অবস্থা কেমন হবে? কামড় দেওয়ার মত বিধর্মী পাওয়া মুশকিল, এইবার নিজেরা নিজেরা কামড়াকামড়ি করবে। কথা কন না কেনো? ঠিক কি না?
৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: আপনার এই মন্তব্যের উদ্দেশ্য কি?
৬| ৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১৪
অগ্নিবেশ বলেছেন: আমার মন্তব্যের উদ্দেশ্য যে ভালা না হেডা হজ্ঞলি জানে।
৩০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:২৯
রাজীব নুর বলেছেন: আপনি কি ভয়ঙ্কর?
৭| ৩০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নূর আলম হিরণ বলেছেন: বাঙালি জাতি চরম ধর্মান্ধ জাতি। এরা বেকার এবং সঠিকভাবে শিক্ষিত না হওয়া এই অবস্থা সৃষ্টি হয়েছে।
নূর আলম হিরণ বলেছেন: বাঙালি জাতি চরম ধর্মান্ধ জাতি। এরা বেকার এবং সঠিকভাবে শিক্ষিত না হওয়া এই অবস্থা সৃষ্টি হয়েছে।
সঠিক বলেছেন।
৩০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৭
রাজীব নুর বলেছেন: না পুরোপুরি সঠিক বলেন নাই।
৮| ৩০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৯
চাঁদগাজী বলেছেন:
দেশের মানুষের সার্বিক মানসিক স্বাস্হ্য বুঝা সহজ হলো।
৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৪
রাজীব নুর বলেছেন: এই দেশের মানুষ গুলো প্রচণ্ড খারাপ। আমি তাদের দেখে এবং তাদের সাথে মিশে জেনেছি।
৯| ৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৩
আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,
চাঁদগাজী বলেছেন:
দেশের মানুষের সার্বিক মানসিক স্বাস্হ্য বুঝা সহজ হলো।
এমন চমৎকার মন্তব্যে সহমত।
৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪৪
রাজীব নুর বলেছেন: অবশ্যই সহমত। ডবল সহমত।
১০| ৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশে অন্ধকার যুগের শুরু হয়ে গেছে ।
এই অন্ধকার যুগ সমাপ্ত হতে বাংলাদেশের কমপক্ষে 500 বছর লাগবে।
৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪৫
রাজীব নুর বলেছেন: বড় ভাই ভুল কথা।
১১| ৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৩
আহা রুবন বলেছেন: যে নামাজ পড়ে সে কীভাবে কোরান অবমাননা করতে পারে? যা অবস্থা শুরু হয়েছে, কয় দিন পরে বাঁশ চোরকে শাসন করতে গেলে হয়ত গুজব ছড়াবে সে নবী-আল্লাহ বা কোরানকে গালি দিয়েছে এসব বলে। তারপর পিটিয়ে হত্যা করবে। ধর্মান্ধদের আধিপত্য শুরু হয়েছে--সামনে বিপদ!
৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪৬
রাজীব নুর বলেছেন: এই দেশে বাঁচতে হলে বিপদ মাথায় করেই বাঁচতে হবে।
১২| ৩১ শে অক্টোবর, ২০২০ ভোর ৬:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: বড় ভাই ভুল কথা।
যখন আপনি বিপদে পড়েবেন তখন বুঝবেন এটা ভুল কথা নয়।
সহি বাত।
৩১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২৫
রাজীব নুর বলেছেন: ওকে।
১৩| ৩১ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:০৪
গফুর ভাই বলেছেন: এই বাংলাদেশে জন্মই গ্রহনই পাপ। যদি এই মানুষ গুলা পিটিয়ে মারত নুসরাত হত্যার আসামিদের, যদি এই জাগরণ ঘটত আবরার এর খুনিদের বিরুদ্ধে তাদের পিটিয়ে আগুনে ঝলসে দিত, সিলেট এমসি কলেজ এর ধর্ষণকারিদের থানা হাজত থেকে জানালার শিক ভেঙ্গে পিটিয়ে খাম্বায় ঝুলিয়ে আগুনে ঝলসে দিত কিন্ত তা করবার শক্তি নাই কিন্তু মানুষিক বিকল মানুষ কে পুড়িয়ে হত্যার মাধ্যমে আমারা যে মানুসষিক বিকলাংগ জাতিতে পরিনত হবার সাইরেন বাজানো হল।
৩১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২৭
রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।
১৪| ৩১ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:১০
রাশিয়া বলেছেন: এই ঘটনা যদি সত্যি হয়, তবে সরকারের কি উচিত না এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে বিচার করে শাস্তি বিধান করা? নাকি এই ঘটনাকে প্রশ্রয় দিয়ে ইসলাম বিরোধিতাকে আরো প্রমোট করা? এই ঘটনা পশ্চিমা দেশে ফলাও করে প্রচার করলে এই দেশে কোন গ্রুপের লাভ বেশি হবে?
৩১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২৭
রাজীব নুর বলেছেন: সরকার আর কত করবে?
১৫| ৩১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৭
রাশিয়া বলেছেন: কি আশ্চর্য একটা কথা বললেন আপনি। সরকার না করলে এই কাজ কে করবে? আপনি না আমি? আমার সামর্থ থাকলে আমি ঘটনায় জড়িত সবাইকে লম্বা বাঁশের আগায় বেঁধে ৭ দিন ঝুলিয়ে রাখতাম। আমার কি সেই সামর্থ আছে? সরকার যদি এই কাজ না করে, করবে কে?
১৬| ৩১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৫
রাজীব নুর বলেছেন: সরকারকে একটা ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভাবলে চলবে?
সরকারের আর কাজ নেই? দেশ গড়বে না দেশের মানুষ গড়বে?
সরকার তাদের সাধ্য মতো কাজ করছে। করে চলেছে।
এখন মানুষকে একটু ভালো হতে হবে।
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৮
একাল-সেকাল বলেছেন:
কারো ঘর পুড়ে কেউ আলু পোড়ে ।