নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমি মরে গেছি

৩০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৬




সেদিন বড় অদ্ভুত একটা ব্যাপার ঘটেছে-
অবশ্য শহরে প্রায়ই অদ্ভুত ব্যাপার ঘটে
খুব সকালে বাসা থেকে বের হয়েছি
দেখি, কবর দেওয়ার জন্য লাশ নিয়ে যাচ্ছে
একজন মৃত মানুষ নিয়ে যাচ্ছে!
মৃত মানুষটি সাদা কাপড়ে মোড়ানো
ইচ্ছা করলো- কাফনের কাপড় সরিয়ে মুখটি দেখি।

আমি বাসে উঠে গেলাম। ভাটারা নামলাম
গলির ভিতরে যেতেই দেখি, একজন মারা গেছেন
তাকে খাটে শুইয়ে রাখা হয়েছে
জানাজার জন্য তাকে মসজিদে নেওয়া হবে
শেষ বারের মতো আত্মীয় স্বজনরা তাকে দেখে নিচ্ছেন
পাড়া প্রতিবেশীরা দেখে নিচ্ছেন
আমিও এক পলক দেখলাম,
মনে হলো মৃত মানুষটি আমাকে দেখে হাসলেন
আমার সারা শরীর শিউরে উঠলো
আমি দৌড়ে সেখান থেকে পালিয়ে গেলাম।

সন্ধ্যার সময় ধানমন্ডি সাত মসজিদে রোডে
মাগরিবের নামাজ শেষে এক মৃত ব্যাক্তির জানাজা হচ্ছে
কি মনে করে আমিও জানাজায় দাঁড়িয়ে গেলাম
আমার মনে হলো- আমি মরে গেছি
আমি'ই এখন আমার জানাজায় দাড়িয়েছি!

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:



মৃত্যুর আগে, প্রতিটি মানুষ, প্রতিটি বাংগালী যেন জীবনটাকে সুখে শান্তিতে অতিবাহিত করতে পারেন, সেইদিকে কাজ করুন।

৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৭

রাজীব নুর বলেছেন: হ্যা সেই চিন্তা আমার আছে। আমি দীর্ঘদিন ধরেই গবেষনা চালিয়ে যাচ্ছি। খুব শ্রীঘই পথ পাবো।

২| ৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

অধীতি বলেছেন: আমরা এখন মরেই গেছি।বেঁচে আছি বলে মনে হচ্ছে না। চারিদিকে কেয়ামত একটু পরেই হয়ত ডাক আসবে আমার হিসেবের।

৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

রাজীব নুর বলেছেন: হিসাব পত্র রেডী করে রাখেন।

৩| ৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশে অন্ধকার যুগের শুরু হয়ে গেছে ।
এই অন্ধকার যুগ সমাপ্ত হতে বাংলাদেশের কমপক্ষে 500 বছর লাগবে।

৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: না ৫ শ' বছর লাগবে না। দুই বছরেই সম্ভব।

৪| ৩০ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৬

ইসিয়াক বলেছেন: চারপাশের বিভিন্ন ঘটনা,অমানবিকতা,উগ্রতায়, ভয়ঙ্কর অহিষ্ণু বাক্যবানে মনটা প্রচণ্ড রকমের বিক্ষিপ্ত। আমার ভাবনা আমার লেখালেখি সব আজ এলোমেলো। মানুষ মনে হয় আদিম যুগে চলে যাচ্ছে।

৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: আরেহ এতটা আশাহীন হলে চলবে!!!

৫| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ব্লগে অনেক হুজুর আছে( আমাদের নূরু হুজুর) তাদের কাছ থেকে বড় ধরনের একটা তাবিজ এনে গলায় ধারন করুন এমন স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে।
অথবা ঘুমাতে যাবার আগে গান শুনতে পারেন ।
যখন সময় থমকে দাড়ায়
নিরাশার পাখি দুহাত বাড়ায়
খুঁজে নিয়ে মন নির্জন কোন
কি আর করে তখন
স্বপ্ন স্বপ্ন স্বপ্ন
স্বপ্ন দেখে মন।

৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: তাবিজ কবচে আমার বিশ্বাস নাই।

৬| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০৬

নেওয়াজ আলি বলেছেন: সুকোমল চিন্তা, পাঠে মুগ্ধ হলাম

৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.