নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। গাছ যদি একবার শক্ত হয়ে যায়, ডাল যদি একবার শক্ত হয়ে যায়, সেটাকে বাঁকানো যায় না। অতএব, সন্তানকে যা শাসন করার করবেন, সেটা ছোটকাল থেকেই। ছোটবেলায় আহ্লাদ দেবেন আর বড় হওয়ার পর শাসন করবেন। সেটা হবে না। আদর এবং শাসন দুটোই করতে হবে ছোটবেলা থেকে, তাহলেই সন্তান মানুষ হবে।
২। একজন ভালো মানুষ কখনও অন্যকে অপমান করে না। অপমান শুধু তারাই করে যাদের মন ছোট।
৩। বাংলা সাহিত্যের ইতিহাসে সর্বকালের সেরা কয়েকটি চরিত্রের মধ্যে একটি 'ফেলুদা'। ফেলুদাতে দেখা যায় আরেক চরিত্র 'সিধু জ্যাঠা'। সিধু জ্যাঠা চিরকুমার। বিয়ে-শাদী করেনি। প্রচুর টাকার মালিক। সে তার টাকা কাজে লাগায় বই কিনে। দিন রাত বই পড়েন। সে এক জীবন্ত তথ্যকোষ। প্রচন্ড জ্ঞানী। ফেলুদা বিভিন্ন তথ্যের জন্য সিধু জ্যাঠার কাছে যান। সিধু জ্যাঠা সাহায্য করেন। এক গল্পে দেখা যায় সিধু জ্যাঠা ফেলুদাকে বলছেন, গোয়েন্দাগিরিতে নামলে আমি তোমাকেও হারিয়ে দিতে পারতাম। ফেলুদাও সায় দেয় তাতে।
৪। বাংলা ভাষায় এ যাবতকালের শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক কে– এই প্রশ্ন করা হলে সুকুমার রায়কে নিয়ে কোন সংশয় থাকবে বলে মনে হয় না। ‘আবোল তাবোল’ ছড়ার বইয়ের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে 'ননসেন্স রাইমিং' ধারার সূচনা করেন, যা বিশ্বসাহিত্যের অঙ্গনে নিজস্ব জায়গার দাবিদার।
প্রেসিডেন্সী কলেজে পড়ার সময় ননসেন্স ক্লাব গড়ে তুলে আবোল তাবোল ছড়া নামে একটি নতুন ধারার সূত্রপাত করেন। সৎ পাত্র, কাঠ-বুড়ো, রামগরুড়ের ছানা, খিচুড়ি, কাতুকুতু বুড়ো সহ আরও অনেক বিখ্যাত কবিতা এসময়ের সৃষ্টি। পরে উচ্চশিক্ষার্থে বিলেত গমন করেন। সেখান থেকে ফিরে এসে মন্ডা ক্লাব (Monday Club) নামে একই ধরণের আরেকটি ক্লাব খুলেছিলেন।
আজ ছড়াকার, সাহিত্যিক, রম্যরচয়িতা সুকুমার রায়ের জন্মবার্ষিকী। আবোল তাবোল ছড়াকার সুকুমার রায়ের ১২৬তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।
৫। শেষ নবী মহম্মদ ১৪ টি বিয়ে করেছেন।
মহানবী ২৫ বছর বয়সে ৪০ বছরের খাদিজাকে বিয়ে করেন।
মহানবী ৫১ বছর বয়সে সাওদাকে বিয়ে করেন।
মহানবী ৫২ বছর বয়সে মাত্র ৬ বছরের শিশু আয়শাকে বিয়ে করেন।
মহানবী ৫৪ বছর বয়সে হাফসা কে বিয়ে করেন।
মহানবী ৫৫ বছর বয়সে জয়নব কে বিয়ে করেন। তিনি ছিলেন বিধাব।
মহানবী ৫৫ বছর বয়সে উম্মে সালমাকে বিয়ে করেন।
মহানবী ৫৮ বছর বয়সে সাফিয়া কে বিয়ে করেন।
মহানবী ৫৭ বছর বয়সে মেরী কে বিয়ে করেন।
তাঁর স্ত্রীদের মধ্যে দুজন ছিলেন, খলিফাদের কন্যা। স্ত্রীদের অধিকাংশই ছিলেন সুন্দরী ও গুণবতী। একজন ভাল রাধুনীও ছিলেন। কয়েকজন ছিলেন বুদ্ধিমতি। তবে হাদিসে সুন্দরী মেয়েদের বিয়ে করার কথা বলা হয়েছে। কুমারী ছিলেন শুধুমাত্র খ্রীস্টান সম্প্রদায়ের মেরি। একজন ছিলেন ইহুদী। এদের অনেকেই ছিল অসহায়, তাদের স্বামীরা যুদ্ধে মারা গিয়েছিল। এদের বিশেষ প্রেক্ষাপটে এবং সামাজিক অবস্থায় বিয়ে করেন।
৬।
চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার সবচেয়ে উঁচু ভবন এটি। নাম- ৭১ টাওয়ার। কত উঁচু দেখতে গেলে চিৎ হয়ে রাস্তায় শুয়ে যেতে হয়। গুনতে গিয়ে ভুলভাল ২৪/২৫ তলা পর্যন্ত গোণা যায়, বাকিটা রহস্যময়।
বিল্ডিংয়ের মালিক অবশ্য ঢাকার বাসিন্দা। নাম হাজ্বী সেলিম। সাংসদ সদস্য। চট্টগ্রামের সবচেয়ে বড় লাইটারেজ জাহাজ প্রতিষ্ঠান মদিনা নেভিগেশনের মালিক।
৭। সারা দুনিয়ায় মানুষ আছে, কিন্তু বাংলাদেশেই আছে কেবল মুসলমান, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ - - - - ঠিক কি না?
৩১ শে অক্টোবর, ২০২০ রাত ১২:১৯
রাজীব নুর বলেছেন: অবশ্যই আমি লিখব। মন ভরে লিখব।
২| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৩৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১, শাসন বিষয়টাই খারাপ।ভাল অভ্যাস গড়ে তুলতে হবা।ভাল জিনিস শিখাতে হবে বন্ধুর মত,শাসকের মত না।মনে রাখতে হবে মানুষ গাছ পালা না।
শাসন কত প্রকার ও কি কি বুঝতে পারতেন মাদ্রাসায় পড়লে।তাই তারা মৌলভী হয়,মানুষ হয় না।
৪, তার আরেক শৃষ্টি সত্যজিৎ রায়।
৫, মচৎকার লিখেছেন।এইগুলো জানা শুনৎ না ফরজ সেটা একটা ধাঁধা।কারন জয়নাব( রাঃ) এর বিয়ের নির্দশ আঁশে আল্লাহর পক্ষ থেকে।
৭,১০০% ঠিক।
৩১ শে অক্টোবর, ২০২০ রাত ১২:২০
রাজীব নুর বলেছেন: দিন দিন আমি আপনাকে বেশি পছন্দ করে ফেলছি।
৩| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৪১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সারা দুনিয়ায় মানুষ আছে, কিন্তু বাংলাদেশেই আছে কেবল মুসলমান, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ - - - - ঠিক কি না?
.....................................................................................................................................................
কথাটি ঠিক নয়, সারা বিশ্বে বর্নবাদ আছে এবং এখন আরও মাথা চড়া দিয়ে উঠছে ।
বিশ্বে বেশ কিছু দেশ আছে , যারা কোন কারনে ধর্ম পছন্দ করেনা, কারন ধর্ম একটি আবেগ ও মানসিক
উত্তেজনা । ব্যবসায়িক কারনে অনেক সময় ঐসব দেশ মুখে কিছু বলেনা তবে , কড়া নজরদারি থাকে ।
বিশেষত উগ্রবাদ উস্কে দিচ্ছে : ইসরাইল, বার্মা,ফ্রান্স, আমেরিকা, দক্ষিন আফ্রিকা, চীন ইত্যাদি ।
৩১ শে অক্টোবর, ২০২০ রাত ১২:২১
রাজীব নুর বলেছেন: আপনি হয়তও ঠিকই বলেছেন।
৪| ৩১ শে অক্টোবর, ২০২০ রাত ১:২৩
চাঁদগাজী বলেছেন:
ঢাকায় ৮০ লাখ মানুষ বস্তিতে থাকেন, তাঁদের ছেলেমেয়েরা কেমন করছে?
৩১ শে অক্টোবর, ২০২০ রাত ১:৪২
রাজীব নুর বলেছেন: তাদের ছেলেমেয়েরা মানবেতর জীবন যাপন করছে।
৫| ৩১ শে অক্টোবর, ২০২০ রাত ২:২৯
নেওয়াজ আলি বলেছেন: হাজি সেলিম জিন্দাবাদ!
৩১ শে অক্টোবর, ২০২০ রাত ৩:১৪
রাজীব নুর বলেছেন: !
৬| ৩১ শে অক্টোবর, ২০২০ ভোর ৪:৩০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এটা আমার সৌভাগ্য।ধন্যবাদ
৩১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৭| ৩১ শে অক্টোবর, ২০২০ রাত ৯:২৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: রসুল সাঃ এর ১১ জন স্ত্রী ছিলেন যাদের আমরা উম্মতের মাতা বলে থাকি। অপমানের বদলে অপমান করা যায়। অহংকারের জবাবে অহংকার করা যায়। ফেলুদার সবগুলি পড়তে হবে সময় করে। সুকুমার রায়ের বাবা ( উপেন্দ্র কিশোর রায় চৌধুরী) ও ছেলেও ( সত্যজিৎ রায়) অনেক বিখ্যাত মানুষ ছিলেন। তিন প্রজন্ম জুড়ে খ্যাতি মনে হয় বিরল ব্যাপার। হাজী সেলিম না বলে ওনাকে আলহাজ সেলিম বলা উচিত। পৃথিবীর প্রায় সব দেশেই মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু আছে। তবে পৃথিবীর অনেক দেশেই নাস্তিকরা এখন সংখ্যা গরিষ্ঠ।
৩১ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০২০ রাত ১১:২৭
ঊণকৌটী বলেছেন: যতো টুকু আপনাকে বুঝেছি, শিক্ষক অথবা মানুষের চরিত্র গড়তে আপনার অগ্রণী ভূমিকা নেওয়া উচিত,ব্লগ ছাড়াও বিভিন্ন ধরনের সামাজিক প্রবন্ধে আপনার লেখা উচিত,ধন্যবাদ