নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

জালাল উদ্দিন রুমির ২৯টি পংক্তি

৩১ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৪৩



মাওলানা জালাল উদ্দিন মুহাম্মদ রুমি।
যার উক্তি শুনলে আমাদের হৃদয়ে দাগ কেটে যায়, যার কবিতা আমাদের নতুন করে ভালোবাসার সংজ্ঞা শেখায়, যার কবিতা আমাদের শেখায় সৃষ্টিকর্তাকে ভয়ে নয়, ভালোবাসায় খুঁজে পাওয়া যায়। জালালুদ্দিন রুমির কিছু বিখ্যাত পংক্তি-

১। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পুড়তে হয়।

২। তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে, উড়ার ক্ষমতা তোমার আছে। তারপরও খোঁড়া হয়ে আছো কেন!

৩। তোমার হৃদয়ে যদি আলো থাকে, তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে।

৪। আমাদের চারপাশেই সৌন্দর্য ছড়িয়ে রয়েছে। কিন্তু এটা বুঝতে হলে বাগানে হাঁটতে হবে।

৫। প্রতিটি মানুষকে একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে এবং সেই কাজটি তার হৃদয়ে গ্রন্থিত আছে। প্রতিটি মানুষ ভেতর থেকে ঠিক সেই কাজটি করার জন্যই তাড়না অনুভব করে।

৬। যা কিছু হারিয়েছো তার জন্য দুঃখ করো না। তুমি তা আবার ফিরে পাবে, আরেকভাবে, আরেক রূপে।

৭। এটা তোমার আলোই, তোমার আলোই এই জগতকে আলোকিত করে।

৮। প্রদীপ গুলো আলাদা, কিন্তু আলো একই।

৯। বৃক্ষের মতো হও, আর মরা পাতা গুলো ঝরে পড়তে দাও।

১০। ঘষা খেতে যদি ভয় পাও, তাহলে চকচক করবে কীভাবে?

১১। শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে ফুল ফোটে যত্নে, বজ্রপাতে নয়।

১২। গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলে ফেলতে চাই।

১৩। প্রদীপ হও, কিংবা জীবনতরী, অথবা সিঁড়ি। কারো ক্ষত পূরণে সাহায্য করো।

১৪। তুমি সাগরে এক বিন্দু পানি নও। তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর।

১৫। কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে।

১৬। প্রেম আসলে কোথাও মিলিত হয় না। সারাজীবন এটা সবকিছুতে বিরাজ করে।

১৭। অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট হয়ো না, নিজের পথ তৈরি করো, নিজের জীবন সাজাও।

১৮। সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবে না, বরং তোমারই এমন দিনের দিকে অগ্রসর হওয়া উচিত।

১৯। তুমি এ ব্রহ্মাণ্ডে গুপ্তধনের খোঁজ করছো, কিন্তু প্রকৃত গুপ্তধনতো তুমি নিজেই।

২০। স্রষ্টার কাছে পৌঁছানোর অজস্র পথ আছে। তার মাঝে আমি প্রেমকে বেছে নিলাম।

২১। যে কখনো বাড়ি ছাড়েনি, তার কাছ থেকে যাত্রার উপদেশ নিও না।

২২। আকাশ কেবল হৃদয় দিয়েই ছোঁয়া যায়।

২৩। সিংহকে তখনই সুদর্শন দেখায় যখন সে খাবারের খোঁজে শিকারে বেরোয়।

২৪। শুধু তৃষ্ণার্ত পানি খুঁজে না, পানিও তৃষ্ণার্তকে খোঁজে।

২৫। নতুন কিছু তৈরি করো, নতুন কিছু বলো। তাহলে পৃথিবীটাও হবে নতুন।

২৬। যে বাতাস গাছ উপড়ে ফেলে, সেই বাতাসেই ঘাসেরা দোলে। বড় হওয়ার দম্ভ কখনও করো না।

২৭। সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয়, জ্ঞান হলো কী কী এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা।

২৮। দুই ব্যক্তি কখনও সন্তুষ্ট নয়- বিশ্বকে যে ঘুরে দেখতে চায় আর যে আরও জ্ঞান আহরণ করতে চায়।

২৯। যদি তুমি চাঁদের প্রত্যাশা কর, তবে রাত থেকে লুকিও না। যদি তুমি একটি গোলাপ আশা কর, তবে তার কাঁটা থেকে পালিয়ো না, যদি তুমি প্রেমের প্রত্যাশা করো, তবে আপন সত্তা থেকে হারিও না।

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৫৩

কল্পদ্রুম বলেছেন: বাংলায় অনূদিত মাওলানা জালালুদ্দিন রুমির কোন বই সাজেস্ট করতে পারেন? আপনার কাছে যেটা ভালো লেগেছে।

০১ লা নভেম্বর, ২০২০ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন:

২| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ১২:২১

রামিসা রোজা বলেছেন:

আমার প্রিয় একজন শ্রদ্ধেয় ব্যক্তি জালালুদ্দিন রুমির কিছু
বিখ্যাত পংক্তি দিয়েছেন সেজন্য ধন্যবাদ ।

০১ লা নভেম্বর, ২০২০ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: রুমিকে নিয়ে আরো লিখব।

৩| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ১২:৫২

চাঁদগাজী বলেছেন:



ফার্সি ভাষা জানলে ভালো হতো।

০১ লা নভেম্বর, ২০২০ রাত ১:২২

রাজীব নুর বলেছেন: শিখে নিতে পারেন। ভর্তি হয়ে যান। অথবা ইউটিউব বা অনলাইনে শিখে নিতে পারেন। আজকাল অনেকেই অনলাইনে কোরআন শিখছে।

৪| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ২:২৭

কানিজ রিনা বলেছেন: ৫ ২০ ২৭ বেশি ভালো লাগলো। ধন্যবাদ।

০১ লা নভেম্বর, ২০২০ রাত ২:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ প্রাপ্য রুমি সাহেব।

৫| ০১ লা নভেম্বর, ২০২০ ভোর ৪:০৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ওমর খৈয়াম পড়েছি কিন্তু রুমি পড়া হয় নি।একটু বেশি পুরানা ।
নীতিবাক্য হলে অনেক আধুনিক নীতিবাক্য আছে।

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:০০

রাজীব নুর বলেছেন: রুমি নিয়ে ব্যাপক পড়া শোণা শুরু করেছি।

৬| ০১ লা নভেম্বর, ২০২০ ভোর ৬:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Okay

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:০১

রাজীব নুর বলেছেন: কি ওকে? কিছুই ওকে নাই।

৭| ০১ লা নভেম্বর, ২০২০ সকাল ৯:৪৪

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর সব বাণী রাজীব দা

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:০২

রাজীব নুর বলেছেন: ভালোবাসা কবি।

৮| ০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১০:৪১

বিএম বরকতউল্লাহ বলেছেন: মনটা ভরে গেল কিন্তু আত্মা অতৃপ্ত রয়ে গেল।

০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:০৩

রাজীব নুর বলেছেন: আত্মার চাহিদা বেশি।

৯| ০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ১:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার সংকলণ।
সরাব সংক্রান্ত কিছু সের এর পরে দিয়েন।

০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: ভালো আইডিয়া।

১০| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ৮:১২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ একটি স্ট্যাটাস। অনেক মাস হলো ব্লগে আসা হয় না। আপনার ব্লগে ঢু মেরে আমি পেয়েছি মনের মত পোস্ট। আমি মূল্যবান পোস্টটি আমার প্রিয় তালিকাতে নিয়ে গেলাম। আমাকে আরো কয়েকবার পড়তে হবে। আজ আমার জন্য এটা সেরা উপহার বলেই মনে করছি ------ শুভকামনা রইল

০১ লা নভেম্বর, ২০২০ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ভালো থাকুন। সুস্থ থাকুন।

১১| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ৮:১৭

নূর আলম হিরণ বলেছেন: কে জানি বলেছিল, পর্যাপ্ত টাকা আয় না করে দার্শনিক হতে যেও না।

০১ লা নভেম্বর, ২০২০ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: স্বামী বিবেকানন্দ বলেছিলেন।

১২| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ৯:৪১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যেকোন বিষয়ের গভীরে যাওয়া ভালো। কোন বই লিখবেন মনে হয়।

০১ লা নভেম্বর, ২০২০ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: বই লেখার মতো জ্ঞান আমার নাই।

১৩| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ১১:২৩

মরুর ধুলি বলেছেন: মাওলানা রুমীর (রহ) পদাঙ্ক অনুসরণ করুন। জীবন ফুলের মতো পবিত্র হয়ে যাবে।

০১ লা নভেম্বর, ২০২০ রাত ১১:৩০

রাজীব নুর বলেছেন: আমার জীবন সুন্দর। ঝামেলা বিহীন।

১৪| ০১ লা নভেম্বর, ২০২০ রাত ১১:৩৯

মরুর ধুলি বলেছেন: বেশ।

০১ লা নভেম্বর, ২০২০ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৫| ০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৪:০৪

নিয়াজ সুমন বলেছেন: চমৎকার সব উক্তি যা জীবনের চিন্তায় নতুন আবহ এনে দিতে সক্ষম। ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।

০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৪:১২

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.