নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
বাসায় আজ আমি একা
ঘরের লাইট বন্ধ করে বিছানায় যাওয়ার পর মনে হলো-
ঘরে কেউ একজন আছে, আমি স্পষ্ট টের পাচ্ছি
একবার সে আমার মাথার কাছে বসলো
হুট করে আমি প্রচন্ড ভয় পাচ্ছি
ভুত প্রেতের উপর কোনো কালেই বিশ্বাস ছিল না, তবু ভয় পাচ্ছি।
দোলন চাপা অথবা বেলী ফুলের গন্ধ পাচ্ছি
রান্না ঘরে খুটখাট শব্দ হচ্ছে
উঠে যে দেখবো- রান্না ঘরে কে, সাহস সঞ্চয় করতে পারছি না
আমি চোখ বন্ধ করে রেখেছি।
এখন সে আবার আমার মাথার কাছে বসেছে
তার শরীর থেকে ভীষন সুন্দর মিষ্টি গন্ধ পাচ্ছি
তার দুই হাত ভরতি কাচের চুড়ি,
এবং কেন জানি মনে হচ্ছে- মেয়েটি নীল রঙের একটা শাড়ি পরা।
এক আকাশ ভয়ে আমি কাঁপছি এবং মনে মনে ঈশ্বরকে ডাকছি
মেয়েটি আমাকে অবাক করে দিয়ে, আমার কপালে হাত রেখে বলল-
ভয় নেই, তুমি আরাম করে ঘুমাও।
মেয়েটির হাত খুব ঠান্ডা
পুরো ঘরে মিষ্টি একটা গন্ধ, গন্ধে ঘোর লাগা আমি
একটু একটু করে গভীর ঘুমে তলিয়ে যাচ্ছি।
আহ, কি শান্তি আর আনন্দময় ঘুম!
০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:১৪
রাজীব নুর বলেছেন: ঘুম আসে না রে ভাই।
২| ০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভুতুড়ে।
০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৬
রাজীব নুর বলেছেন: না, রোমান্টিক?
৩| ০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা পেত্নি আসছিলো ভাই
ঘুমায় যান
০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৭
রাজীব নুর বলেছেন: না,কোনো হুর এসেছিল।
৪| ০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভূতে বিশ্বাস নেই কিন্তু ভয় আছে, সেটা কীশের ভয়?
০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৭
রাজীব নুর বলেছেন: অজানা রহস্যময় ভয়। যার জন্ম অন্য কোনো ভুবনে।
৫| ০৩ রা নভেম্বর, ২০২০ রাত ৯:৪৮
ইসিয়াক বলেছেন: আমাকে শুধু বলা না? কে এসেছিলো সত্যি করে বলেন। কে সে? জাতি জানতে চায়।
০৩ রা নভেম্বর, ২০২০ রাত ১০:৩২
রাজীব নুর বলেছেন: সব কথা কি বলা যায়?
©somewhere in net ltd.
১| ০১ লা নভেম্বর, ২০২০ সকাল ১১:০৬
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ঘুমান, শুভরাত্রি