নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৯৬

০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৮



১। বহু বছর আগে একদিন আমি নদীর পাড় দিয়ে হাটছিলাম।
হঠাত দেখি এক পাগল নদীর পাশে টয়লেট করছে। আমার খুব রাগ হলো, গাধা নদীর পরিবেশ নষ্ট করছে!
একটা ইটের টুকরো মারলাম পাগলের গায়ে। পাগল ক্ষেপে গেল, আমাকে তাড়া করলো। আমি দৌড়াচ্ছি। পাগলও আমার পেছনে দৌড়াচ্ছে, তার দুই হাত ভরতি টাটকা গু।

২। আমি বাংলামটর মোড়ে দাঁড়িয়ে আছি, মতিঝিল যাবো। সময় সকাল ১১ টা। তখন এক পাগল আমার কাছে এসে বলল- 'দেশ তথা বিশ্বের পরিস্থিতি যদি কিছুটা অনুধাবন করার চেষ্টা করো, তাহা হইলে দেখিবে আমরা কি রকম সংকটের ভিতর দিয়া চলিয়াছি।

৩। শুক্রবার। মেঘলাদিন।
পুরান ঢাকায় এক বিয়ের দাওয়াতে গিয়েছি। প্রচুর খেয়েছি। খুব হাঁসফাঁস লাগছিলো। আমি কমিউনিটি সেন্টার থেকে বের হলাম। দেখি, এক মেয়ে গায়ে কোনো কাপড় নেই। আমার জীবনে দেখা প্রথম উলঙ্গ নারী। পথ দিয়ে কত মানুষ যাচ্ছে, আসছে। পাগল মেয়েটি আমাকে বলল, আমার পেটে একটা বাচ্চা আছে, তুমি নেবে?

৪। আমাদের গলির মোড়ে একটা পাগল সব সময় বসে থাকে।
পাগলের নাম সজল। ছোটবেলায় একসাথে আমরা ফুটবল খেলেছি। সজল খুব ভালো ফুটবল খেতো। কিভাবে পাগল হয়ে গেলো কে জানে! সজল পাগল হলেও আমাকে চিনতে পারে। আমাকে দেখলেই বলে, চা সিগারেট খাব। টাকা দিয়ে যাও প্লীজ। আমি তাকে সব সময় পঞ্চাশ টাকা করে দেই।

৫। আমাদের গ্রামে একটা পাগল আছে।
সে খুব হাস্যমুখী। বাজারে সারাদিন সে ঘুরে বেড়ায়। চায়ের দোকানের সামনে গিয়ে হাসতে হাসতে বলবে, ভাই, ভাই আমি আসছি। তারপর দৌড়ে কোথাও চলে যায়। আমার কিছুক্ষন পর এসে বলবে, ভাই ভাই আমি আসছি। কিছু খাবে কিনা জিজ্ঞেস করলে বলে, মাত্র ভাত খেয়েছি।

৬। মাঝে মাঝে মিরপুর যেতাম।
সুরভিরা যেখানে থাকে তার নাম সেকান্দার হাউজিং। সেকান্দার হাউজিং এ একটা পাগল ছিলো। আমার মতোই বয়স। মাথা ভরতি চুল। চুলে ঘন জট। পাগলটি আমাকে দেখলেই বলতো, দেখা হয়েছে জনাব? আমি হাসতাম। পাগল বলতো একদিন তুমিও পাগল হবে। অপেক্ষা করো।

৭। একদিন যশোর যাচ্ছি।
আমার সাথে এক মেয়ে। মেয়েটাকে তার গ্রামের বাড়ি রেখে আসতে যাচ্ছিলাম। ভোর চারটায় বাস আমাদের কোথাও নামিয়ে দিলো। বাস থেকে নেমে বুঝতে পারলাম ভুল জায়গায় নেমেছি। শীত কাল ছিলো। প্রচন্ড ঠান্ডা। মেয়েটি আর আমি একটা চায়ের দোকানে বসে আছি। তখন হঠাত একটা পাগল এলো। সে নানান রকম কর্মকান্ড দেখাতে শুরু করলো। পাগলের কর্মকান্ড থেকে আমি খুব বিরক্ত। আমারে সাথে থাকা মেয়েটিও বিরক্ত। একসময় পাগলটি তার নিজের মাথার চুলে আগুন ধরিয়ে দিলো।

মন্তব্য ৩৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ১:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই চমৎকার পোস্ট স্যার।

০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন: সব আপনার দোয়া আর ভালোবাসা।

২| ০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ১:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এই্ পৃথিবীতে সবাই পাগল।
তবে কাজের পাগল খুব কম।
খুবই চমৎকার পোস্ট স্যার।

০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: আপনিও কি পাগল? আপনি কিসের পাগল?

৩| ০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন: আপনিও কি পাগল? আপনি কিসের পাগল?

আমি কাজ করতে চাই।
সততার সাথে বেঁচে থাকতে চাই।
আমার দ্বারা কোন মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হন।

কারো উপকার করতে হয়তো পারবো না, কারো ক্ষতি যেন আমি না করি।

০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: একেই বলে মাটির মানুষ!

৪| ০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের এলাকায় এক পাগলি ছিলো। নিরিহ টাইপ।
তার একটা ডায়লোগ বেশ জনপ্রিয় ছিলো এলাকায় -
বান্ডি বিড়ি খাইলা

০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: হে হে হে----

৫| ০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ২:১০

মোহামমদ কামরুজজামান বলেছেন: রাজিব ভাই,
ভাল লাগল যে আপনি তাদের স্মৃতিতে রেখেছেন।

আসলে আমরা সবাই পাগল।
কেউ ভবের পাগল,কেউ রুপের পাগল,কেউ প্রেমের পাগল আবার কেউ বা টাকার পাগল।
আর পাগলদের কাজকর্ম পাগলামিতে ভরপুর ই হয়।

০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: আমি কিসের পাগল বলেন তো?

৬| ০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ২:২৬

আলমগীর সরকার লিটন বলেছেন: হু অনেক পাগলের কথা শুনলাম রাজীব দা

০২ রা নভেম্বর, ২০২০ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: হুম।

৭| ০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৩:২৫

কবিতা পড়ার প্রহর বলেছেন: পুরাই পাগলা পোস্ট।

একবার আমি সকাল বেলা স্কুলে যাচ্ছিলাম। গাড়ির দরজা লক ছিলো না। গাড়ি স্লো চলছিলো এক পাগল দরজা টান দিয়ে উঠে বসলো গাড়িতে।
আমি ভয়ে চিৎকার। সাথে সাথেই ড্রাইভার গাড়ি থামিয়ে তাকে টেনে নামালো।

ভদ্র পাগলটা কিছুই বললো না। শুধু একবার আমার দিকে তাকিয়ে বিষন্ন মুখে হেঁটে চলে গেলো।

সেই পাগলটার জন্য মাঝে মাঝে আমার খুব কষ্ট হয়।

০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: সেই পাগলটা মনে হয় আমি ছিলাম।

৮| ০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৩:২৮

জিকোব্লগ বলেছেন:



আপনি নিজেও একধরণের পাগল।
বিনা পারিশ্রমিকে সামুর জন্য
কত পরিশ্রম করে যাচ্ছেন !
কেন করছেন নিজেও জানেন না !

০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: হা হা হা----

৯| ০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৩:২৮

নেওয়াজ আলি বলেছেন: ভালো লিখেছেন।

০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: সত্য লিখেছি।

১০| ০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৯

কবিতা পড়ার প্রহর বলেছেন: ০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৪:১১০

লেখক বলেছেন: সেই পাগলটা মনে হয় আমি ছিলাম।

হা হা পাগলদের আবার পাগলামী মনেও থাকে নাকি!

০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: পাগলামী পুরোপুরি সারে না।

১১| ০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:



১ নং,
পাগলের ঘটনাটা লেখা ঠিক হয়নি; কিছু ব্যাপার আছে, যা লিখতে হয় না।

০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: সহমত।
এরপর সর্তক থাকবো।

১২| ০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৫:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনার পাগলের ঘটনাগুলো দারুণ। আপনার ঘটনাগুলো পড়ে আমার নিজের এক অভিজ্ঞতার কথা মনে পড়লো।

আমি তখন কলেজে পড়ি। ঢাকায় সিএনজি করে মামার সাথে কোথায় যেন যাচ্ছি। তখন ঢাকায় সিনজিগুলোকে জেল বানিয়ে রাখা হতো না।

সোহরাওয়ার্দি হাস্পাতালের কাছাকাছি একটা জায়াগায় হঠাৎ থেমেছিলো। গায়ে বস্তা পড়া এক পাগল আমাদের কাছে এসে আল্লাহর নাম নিয়ে টাকা চাইলো।

আমি ঠাট্টা করে তাঁকে বললাম- আল্লাহর নাম নিয়ে চাইতেছেন। কোরআন পড়তে পারেন?

আমাকে হতভম্ব করে বিশুদ্ধ উচ্চারণে পাগলটি কোরআনের কয়েকটি আয়াত শোনালেন। কোন সূরা বলতে পারবো না!

আমি তাঁর ধুলা-মলিন চেহারার দিকে তাকিয়ে রইলাম। সিএঞ্জি ছেড়ে দিলো। তাকে আমার টাকা দেওয়া হয়নি।

০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: কামিলদার পাগল ছিলো।

০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: সিএনজি গুলোর এখনই এই অবস্থা। ছিনতাই হয় তাই এরকম করা হয়েছে।

১৩| ০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪২

মোহামমদ কামরুজজামান বলেছেন: রাজিব ভাই ,আপনি দেখা ও খাওয়ার পাগল ।

০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: দেখতে ভালো লাগে। দেখা মানেই তো জানা।
আর আমি খুব সামান্য খাই। একদিন দাওয়াত দেন, দেখতে পাবেন।

১৪| ০২ রা নভেম্বর, ২০২০ রাত ৯:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: পাগল না বলে ওদের বলা উচিত মানসিক রোগী।

০২ রা নভেম্বর, ২০২০ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: একদম রাইট।

১৫| ০২ রা নভেম্বর, ২০২০ রাত ৯:২৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ২, পাগলেও আমাদের থেকে ভাল বুঝে।

০২ রা নভেম্বর, ২০২০ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: হুম। অবশ্যই। তবে সব পাগল না। অল্প কিছু পাগল।

১৬| ০৩ রা নভেম্বর, ২০২০ সকাল ৯:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমার পাগল ছড়াটাকি স্মরণ আছে ?

@কবিতার পড়ার প্রহরঃ ভদ্র পাগল খানসাব নয়, সেটি আপনার প্রেমের পাগল ছিলো !! =p~

০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: মুরুব্বী এত দিন কোথায় ছিলেন?

১৭| ০৩ রা নভেম্বর, ২০২০ সকাল ১০:২০

পদ্মপুকুর বলেছেন: ছবিটা দেখলেই শান্তি শান্তি লাগে...

০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: ছবিটা ১১ বছর আগে তুলেছিলাম।

১৮| ০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৬

মেহেরুন বলেছেন: টুকরো টুকরো স্মৃতি একসাথে হয়ে এক বিশাল পৃথিবীর সৃষ্টি করে

০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন মেহেরুন।

১৯| ০৩ রা নভেম্বর, ২০২০ রাত ৯:৪৪

ইসিয়াক বলেছেন: প্রথমটা মুছে ফেলা উচিত ছিলো । বাকিগুলো পড়লাম।

০৩ রা নভেম্বর, ২০২০ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: না মুছবো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.