নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বাচতে হলে জানতে হবে

০২ রা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১০



১। নিজেকে আপনি যতটা আকর্ষণীও ভাবছেন, অন্যান্য মানুষ তার চেয়ে আপনাকে ২০% বেশি আকর্ষণীয় দেখেন।

২। কারও সাথে কথা বলার সময়, তাদের নাম উল্লেখ করে কথা বলুন; এটি তাদের কাছে আপনাকে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলবে।

৩। তীব্র হতাশা আমাদের দ্রুত বয়স বৃদ্ধির কারণ হতে পারে; এটি আমাদের কোষগুলিকে বার্ধক্যের দিকে ধাবিত করে।

৪। পিপড়ার গন্ধ অনুভব ক্ষমতা একটি কুকুরের চেয়ে বেশি।

৫। কম কথা বলা ব্যক্তিরা যখন কথা বলেন, তখন তারা দ্রুত এবং সোজাসুজি কথা বলেন এবং তাদের কথা গোপন রাখার সম্ভাবনা বেশি থাকে।

৬। আপনি যদি সর্বদা চিন্তিত হন যে অন্য লোকেরা কী ভাববে, তাহলে আপনি কখনই খুশি হতে পারবেন না।

৭। কাউকে কিছু বোঝানোর চেষ্টা করার সময় নিশ্চিত হয়ে নিন যে তারা বসে আছেন এবং আপনি দাঁড়িয়ে আছেন; এটি আপনাকে তাদের দ্রুত বোঝাতে সহায়তা করবে।

৮। কলাতে এমন একটি রাসায়নিক উপাদান থাকে যা প্রাকৃতিকভাবে কাউকে খুশি করতে সহায়তা করে।

৯। ভুলে যাওয়া মস্তিষ্কের পক্ষে ভাল। অপ্রয়োজনীয় তথ্য ভুলে যাওয়া স্নায়ুতন্ত্রকে তার নমনীয়তা ধরে রাখতে সহায়তা করে।

১০। চকোলেটের গন্ধ মস্তিষ্কের তরঙ্গ বাড়ায় এবং মস্তিষ্ক শিথিল করতে শুরু করে।

১১। শক্তিশালী সেন্স অব হিউমর সাধারণত বুদ্ধি এবং সততার সাথে জড়িত। এ কারণেই বেশিরভাগ মেয়েরা এরূপ পুরুষদের প্রতি আকৃষ্ট হয়।

১২। আপনি যদি নিজের পছন্দের কারও হাতে হাত রাখেন, এটি আপনার শারীরিক ব্যথা কমাতে এবং চাপ ও ভয়ের যেকোনো অনুভূতি হ্রাস করতে সহায়তা করে।

১৩। সুখ সংক্রামক। যেকোনো সুখী মানুষের থেকে দূরে চলে যাওয়া খুবই কঠিন, অথবা সুখী ব্যক্তি সহজে কাউকে ভালোবাসতে পারে না কারণ তারা পারিপার্শ্বিক জীবনকে খুব উপভোগ করে।

১৪। মেয়েদের কাছে কোনও ছেলে আরও আকর্ষণীয় হয়ে উঠে যদি তারা দেখে যে অন্য মেয়েরা ঐ ছেলেকে দেখে হাসছে।

১৫। মানুষের রিলেশনশীপের ক্ষেত্রে তিন থেকে পাঁচ মাসের মধ্যে একবার ব্রেক আপ হওয়ার সম্ভাবনা থাকে।

১৬। আপনার মস্তিষ্ক ৭৫ ভাগ পানি দিয়ে গঠিত ।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

অসাধারণ একটি পোস্ট।

০২ রা নভেম্বর, ২০২০ রাত ৯:৪৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

২| ০২ রা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৩,হতাশ হইনা তার পরও বয়স বেড়েই চলছে।

০২ রা নভেম্বর, ২০২০ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: বয়স বাড়বে এটাআই নিয়ম। এটা মেনে নিতে হবেই।

৩| ০২ রা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ২ নাম্বারের সত্যতা আমি নিজে চোখে দেখেছি।
আমাদের অনার্সে একজন শিক্ষক ছিলেন, আমাদের সকলের প্রিয়। ভুবনেশ্বর ঘোষাল স্যার। প্রতিটা ছাত্র-ছাত্রীর নাম ধরে ডাকতেন।

০২ রা নভেম্বর, ২০২০ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: গ্রেট।

৪| ০২ রা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫০

রামিসা রোজা বলেছেন:

আপনার সেই পাগলের পোস্টের চেয়ে এই লেখাটি
অনেক ভালো লেগেছে । কমপেয়ার করলাম বলে রাগ
হয়েন না ।

০২ রা নভেম্বর, ২০২০ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ০২ রা নভেম্বর, ২০২০ রাত ৮:১০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১১। আপনার সেন্স ওব হিউমার বেশ ভালো। আপনার লেখা অনুযায়ী এই ব্যাপারে কোন সুফল কি পাচ্ছেন?

০২ রা নভেম্বর, ২০২০ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: না, সুফল পাচ্ছি না।

৬| ০২ রা নভেম্বর, ২০২০ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:



ঢাকায় করোনা আছে, মানুষ কি মাস্ক পরছেন?

০২ রা নভেম্বর, ২০২০ রাত ৯:৫২

রাজীব নুর বলেছেন: ঢাকায় কারো মধ্যে করোনা নিয়ে সামান্যতম চিন্তাও নাই। সেই আগের মতো অবস্থা। ৫% লোকও মাস্ক পড়ছে না।

৭| ০২ রা নভেম্বর, ২০২০ রাত ১০:১৬

মোঃ ইকবাল ২৭ বলেছেন: আপনার এ জাতীয় পোস্ট গুলো আমার ভালো লাগে, বরাবরের মতো এবারও ভালো হয়েছে।

০২ রা নভেম্বর, ২০২০ রাত ১১:২৮

রাজীব নুর বলেছেন: তাহলে এরকম পোষ্ট আরও দিব।

৮| ০৩ রা নভেম্বর, ২০২০ রাত ৯:৪২

ইসিয়াক বলেছেন: মোটামুটি

০৩ রা নভেম্বর, ২০২০ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: ওকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.