নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

রাস্তায় পাওয়া ডায়েরী থেকে- ১৯৭

০২ রা নভেম্বর, ২০২০ রাত ১১:৩৮



১। আগামীকাল আমেরিকায় নির্বাচন।
ট্রাম্পের রাজনৈতিক জীবনের ফলাফল আহামরি কিছু নয়। ট্রাম্প আবার ক্ষমতায় এলে মনে হচ্ছে- মুসলিম দেশ গুলো কিছুটা বিপদে পড়বে? রাশিয়া চাচ্ছে ট্রাম্প জিতুক! রাশিয়ার সমস্যাটা কি?

২। কাউকে গভীরভাবে ভালবাসার মানে হল, আপনাকে ধ্বংস করার ক্ষমতা সেই মানুষটির হাতে তুলে দেয়া এবং একই সাথে এটাও বিশ্বাস করা যে, ঐ মানুষটি তা করবে না!

৩। একটি গাছে বারটি ডাল রয়েছে, প্রতিটি ডালে ত্রিশটি করে পাতা, প্রতিটি পাতায় পাঁচটি করে ফুল রয়েছে, দুটি ফুলে রোদ আর তিনটি ফুলে ছায়া পরে আছে।_ এ কথা গুলোর অর্থ কি?

৪। মেয়ে মানুষের মধ্যে শাশ্বত কিছুই পাওয়ার নেই। রোমিও-জুলিয়েট, লায়লা-মজনু এসব হলো ইমশোনাল একসেস। অতিশয় বাড়াবাড়ি। নারী প্রেম জীবনের কতটুকু? ভাবপ্রবন পুরুষেরা ব্যাপারটাকে যতদূর সম্ভব ফুলিয়ে-ফাপিয়ে তুলেছে। পুরুষ যেটাকে দখল করতে পারে না, সেটাকেই মহিমান্বিত করে তোলার চেষ্টা করে।

৫। বিয়ে খুব একটা সুখের ব্যাপার নয়। একটা মেয়ের সঙ্গে নিজেকে আষ্টে পৃষ্টে জড়িয়ে ফেলার মানেই হচ্চে জীবনটা ভোগে চলে যাওয়া। প্রেম জিনিশটা কম দামী সেন্টের মতো, গন্ধ বেশীক্ষন থাকে না। একজন চিন্তাশীল, কল্পনাপ্রবন মানূষ বিয়ের পর হয়ে যায় শ্রমিকের মতো।

৬। কেউ আমাকে অপমান করলেই আমি পাহাড়ের কথা ভাবি। কেবলই মনে হয়- আমি একদিন সব ক্ষুদ্রতা ত্যাগ করে পাহাড়ে চলে যাবো। যখন যাবো তখন আর কোনো অপমানই আমার গায়ে লেগে থাকবে না।

৭। গত পাঁচ বছরে মধ্যপ্রাচ্যে থেকে এসেছে আমাদের ৪৭৩ মেয়ের লাশ। এর মধ্যে শুধু সৌদি আরব থেকেই ১৬৫ জনের। এরা সবাই নির্যাতিত। অত্যচার সইতে না পেরে আত্মহত্যা করেছেন ৫১ জন।

৮। ভণ্ড যতো ভড়ং করে দেখিয়ে বেড়ায় জায়নামায,
চায় না খোদায়-লোকের তারা প্রশংসা চায় ধাপ্পাবাজ!
দিব্যি আছে মুখোশ পরে সাধু-ফকির-ধার্মিকের,
ভিতরে সব কাফের ওরা, বাইরে মুসলমানের সাজ।


-----কাজী নজরুল ইসলাম।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০২০ রাত ১২:৩৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ১,রাশিয়ার কোনই সমস্যা নাই বরং ট্রাম্প জিতলে রাশিয়ার লাভই লাভ।ট্রাম্পের বড় রকমের ইনভেস্ট আছে রাশিয়ায়।দুই জনই বিরাট বড় লোক,বড়লোকে বড়লোকে ভাই ভাই।রাশিয়ার স্বর্থের বিরুদ্ধে যায় এমন কোন কাজ গত চার বছরে ট্রাম্প করেনি।তার পরও রাশিয়া চাইবে না ট্রাম জিতুক।বরং মনে মনে চীনও চায় ট্রাম জিতুক।

২, গভীর ভাবে ভাল বাসা বলতে আপনি কি বুঝাতে চাই ছেন।মুসলমানরা কি নবীকে গভীর ভাবে ভাল বাসে না।
আসলে ভালবাসা হয় সর্তসাপেক্ষে।এটাও একটা বস্তুবাদী ধারনা। যেমন,একটা বোম, বিস্ফোরিত হবার আলামত নিয়ে একটা সর্তে যুগের পর যুগ একসাথে থাকে।সর্তটা কি আগাত করা যাবে না,আগাত করলেই প্রচন্ড শব্দে বিস্ফোরিত হবে।
মানুষে মানুষে ভালবাসাটাও একটা সর্তের উপর নির্ভরশীল,সর্ত ভঙ্গ হলেই বিস্ফোরণ ।
বাকীগুলো নিয়ে লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে।ভাল থাকবেন।

০৩ রা নভেম্বর, ২০২০ রাত ২:০৬

রাজীব নুর বলেছেন: আপনি শুধু মন্তব্য করেন, কিছু লিখেন না কেন?

২| ০৩ রা নভেম্বর, ২০২০ রাত ২:২৫

কালো যাদুকর বলেছেন: ট্রাম্প জিতবে না এটাই মনে চায়। বাস্তবে কি হবে কে জানে ৷ সকলের সমস্যা হবে ৬ নম্বরটা আমারও মনে হয় ৷

০৩ রা নভেম্বর, ২০২০ রাত ২:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৩| ০৩ রা নভেম্বর, ২০২০ রাত ২:২৫

কালো যাদুকর বলেছেন: ট্রাম্প জিতবে না এটাই মনে চায়। বাস্তবে কি হবে কে জানে ৷ সকলের সমস্যা হবে ৬ নম্বরটা আমারও মনে হয় ৷

৪| ০৩ রা নভেম্বর, ২০২০ রাত ২:২৫

কালো যাদুকর বলেছেন: ট্রাম্প জিতবে না এটাই মনে চায়। বাস্তবে কি হবে কে জানে ৷ সকলের সমস্যা হবে ৬ নম্বরটা আমারও মনে হয় ৷

৫| ০৩ রা নভেম্বর, ২০২০ সকাল ৭:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খুবই দামী পোস্ট স্যার।

০৩ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: মূল্যহীন পোষ্ট।

৬| ০৩ রা নভেম্বর, ২০২০ সকাল ৮:৪৩

রাশিয়া বলেছেন: ২ নং - একদম মনেক কথা বলেছেন।
৩ নং - ক্লু দিন
৪ নং - মেয়ে মানুষের সঙ্গ ছাড়া জীবন পরিপূর্ণ হয়না। আমার অবিবাহিত জীবনের ২৫% জুড়ে ছিল আমার মা। আমার বিবাহিত জীবনের ৫০% জুড়ে আরে আমার বৌ আর ২৫% জুড়ে আছে আমার মেয়ে। ২৫% জুড়ে আছি আমি।
৫ নং - বৌয়ের সাথেও কিছুটা দূরত্ব বজায় রাখতে হয়। তাহলে বিশ্বাসের মর্যাদা মেলে। প্রেমে দায়িত্ব নেই, নেশা আছে। বিয়েতে প্রেম পুরোটাই আছে, অধিকার আছে, দায়িত্ব আছে।
৭ নং - তারপরেও মেয়েদের মধ্যপ্রাচ্যে যেতেই হয়। অনেক মেয়েরা হয়তোবা কামাই করে স্বামী সন্তানের থাকার জন্য বাড়ি তুলে দিচ্ছে।
৮ নং - কবি নজরুল কি আপনার মত সংশয়বাদী ছিলেন? মনে তো হয়না। এই কথাগুলো তো ওনার মনের কথাই মনে হচ্ছে।

"ভেতরের দিকে যত মরিয়াছি, বাহিরের দিকে তত
গুণতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মত"

০৩ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৫

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।

৭| ০৩ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:১৫

মোঃ ইকবাল ২৭ বলেছেন: ৩ নাম্বারটা কি হবে ?

০৩ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৬

রাজীব নুর বলেছেন: একটু মাথা খাটান। পেরে যাবেন।

৮| ০৩ রা নভেম্বর, ২০২০ রাত ৯:৪১

ইসিয়াক বলেছেন: ৪ নম্বরটা একমত।

০৩ রা নভেম্বর, ২০২০ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.