নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। এই মুহূর্তের জন্য খুশি হও। এই মুহূর্তটিই তোমার জীবন।
২। তোমার হৃদয়ে যেদিন ভালোবাসা থাকবে না, সে দিনটাই অপচয় হলো।
৩। আমি যখন বর্তমান সম্পর্কে জানতে চাই অথবা ভবিষ্যৎ সম্পর্কে, তখন অতীতের দিকে ফিরে তাকাই।
৪। চলে যাওয়া অতীত আর অনাগত ভবিষ্যৎ নিয়ে এতো দুশ্চিন্তা কেনো যদি আজকের দিনটা মিষ্টি হয়।
৫। তিনটি জিনিসের মূল্য তিন শ্রেণির মানুষ ভালো বুঝতে পারে। যৌবনের মূল্য বুঝে বৃদ্ধ, স্বাস্থ্যের গুরুত্ব বুঝে অসুস্থ ও সম্পদের প্রয়োজনীয়তা বুঝে অভাবী।
৬। পৃথিবী ছাড়িয়ে, দূরতম আকাশের ওপারে আমি স্বর্গ ও নরক খোঁজার চেষ্টা করি। তারপর আমি একটা গম্ভীর কণ্ঠ শুনি: ‘স্বর্গ ও নরক তোমার ভেতরেই আছে’।
৭। বিশ্বাস ও অবিশ্বাসের স্বাধীনতাই আমার কাছে ধর্ম।
৮। অনেক দুঃখে যখন তুমি পথ চলতে পারবে না, আর কাঁদতে পারবে না, তখন বৃষ্টির পর ঝকঝকে সবুজ পাতাগুলো নিয়ে ভাবো। দিনের আলো যখন তোমাকে ক্লান্ত করে, তুমি আশা করো দুনিয়া জুড়ে চূড়ান্ত একটি রাত, তখন একটি ছোট্ট শিশুর জেগে থাকা নিয়ে ভাবো।
৯। একটা জলের ফোঁটা সমুদ্রের সঙ্গে মিশে গেলো। ধুলোর একটি ঝাঁক পৃথিবীর সঙ্গে মিশে গেলো। পৃথিবীতে তোমার এই আসা ও ছেড়ে যাওয়া কেমন, একটি মাছি উড়ে এলো, আবার অদৃশ্য হয়ে গেল।
১০। গোলাপ ফোটে একবার, ফুটে চিরকালের জন্য মরে যায়।
১১। হৃদয়ে যখন প্রেমের গোলাপের চারা রোপন করলে তোমার জীবন বৃথা যায়নি।
১২। সুখের পেছনে ছুটো না। দীর্ঘশ্বাসের মতো জীবনও ছোট।
১৩। নিরর্থক সাধনা ও অহেতুক বিতর্কে সময় নষ্ট করো না।
১৪। স্বাধীনভাবে চিন্তা করো এবং মুক্তমন দিয়ে দেখো স্বর্গ। প্রত্যেককে ক্ষমা করো, কাউকে দুঃখ দিও না।
১৫। জীবন একটি ভ্রমণ এবং ভ্রমণকারী দু’বার বাঁচে।
১৬। ন্যায় বিচার হলো বিশ্বজগতের প্রাণ।
১৭। পৃথিবীতে আমি পানির মতো এসেছি, কিন্তু চলে যাবো বাতাসের মতো।
১৮। প্রতিদিন ভোরে যেমন একটি নতুন দিন জন্ম নেয়, তেমনি একটা দিন কমে যায়।
১৯। ধন্য যারা এই পৃথিবী কখনও দেখেনি।
২০। শুধু বর্তমানের স্বাদ নাও, অতীত থেকে কেবল গন্ধ আসে মৃতদের।
২১। দুই ধরণের চোখ রয়েছে, দেহের চোখ ও আত্মার চোখ। দেহের চোখ মাঝে মাঝে ভুলতে পারে, কিন্তু আত্মার চোখ সবসময় স্মরণ করে।
২২। সত্য ও মিথ্যার মাঝের দূরত্ব হলো একটি চুল পরিমাণ।
২৩। আস্তিনের ধুলো ঝাড়ো যত্ন নিয়ে, একদিন এই ধুলোই ছিলো সুন্দর একটি মুখ।
২৪। মন্দির যদি মানুষের ভেতরেই থাকে, তাহলে পূজারীরা বাইরে মাথা ঝাঁকায় কেন?
২৫। চিন্তাশীল আত্মা থেকে একাকীত্ব অবসর নেয়।
২৬। যদি শান্তি ও নির্মলতায় পৌঁছতে চাও তাহলে পুরো পৃথিবীর বেদনা ঝেড়ে ফেলো।
২৭। চলমান আঙুল লিখে চলে, লিখে চলে আদেশপত্র।
২৮। যার একজন মাত্র শত্রু আছে, তার সঙ্গেই সব জায়গায় দেখা হয়ে যায়।
২৯। গোপনীয়তা অমানুষদের কাছ থেকে দূরে রাখা উচিত ও রহস্য বোকাদের কাছ থেকে লুকিয়ে রাখা উচিত।
৩০। যে ফুলটি প্রস্ফুটিত হলো একসময় তাকে মরতেই হবে।
০৩ রা নভেম্বর, ২০২০ রাত ৩:১০
রাজীব নুর বলেছেন: আজ সারাদিন ওমর সাহেবকে নিয়েই পড়ে ছিলাম। অনেক পড়লাম। অনেক জানলাম।
আগামীকাল তাকে নিয়ে একটা পোষ্ট দেওয়ার ইচ্ছা আছে।
আপনি মন্তব্যে যা বলেছেন, সত্যি বলেছেন।
২| ০৩ রা নভেম্বর, ২০২০ ভোর ৫:৪২
কবিতা ক্থ্য বলেছেন: আরেক টা অসাধারন পোষ্ট।
০৩ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:৫৯
রাজীব নুর বলেছেন: এসব কথায় মন ভিজে, পেট ভরে না।
৩| ০৩ রা নভেম্বর, ২০২০ ভোর ৬:৫০
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমি ভেবেছিলাম আপনি আপনার পছন্দের শায়েরীটি দিবেন।
আজি এ রাতে মুধু লুট প্রিয়ে,
কাল নিষিথের ভরসা কই।
চাঁদিনী হাসিবে যুগ যুগ ধরে,
আমরাতো হেথা রবনা সই।
আনেক আগে পড়া,ঠিক হল কিনা জানি না।
০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ১২:০১
রাজীব নুর বলেছেন: শায়েরী নিয়ে আমার কোনো বই নেই। গতকাল যাত্রাবাড়ি থেকে একটা বই সংগ্রহ করেছি। একটা পোষ্ট দিব শায়েরী নিয়ে।
৪| ০৩ রা নভেম্বর, ২০২০ সকাল ৭:৩৮
রাবেয়া রাহীম বলেছেন: খুব সুন্দর কালেকশান। পড়তে বেশ লাগছিলো।
০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ১২:০১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
৫| ০৩ রা নভেম্বর, ২০২০ সকাল ৭:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
খুবই সুন্দর পোস্ট স্যার।
০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ১২:০২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৬| ০৩ রা নভেম্বর, ২০২০ সকাল ৮:১২
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার কালেকশন। কয়েকটি সাধারণ হলেও বেশির ভাগই ভীষণ সুন্দর। ধন্যবাদ ভাইকে ওমর খৈয়ামের অমৃত বাণী শেয়ার করার জন্য।
আমরা এখন সুস্থ আছি।
শুভকামনা প্রিয় ছোট ভাইকে।
০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ দাদা। ভালোবাসা জানবেন।
৭| ০৩ রা নভেম্বর, ২০২০ সকাল ৯:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর রাজীব দা
০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।
৮| ০৩ রা নভেম্বর, ২০২০ সকাল ১০:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী সুন্দর কথাগুলো
জীবনের সাথে জড়িত সব সত্য কথন
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন
০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।
৯| ০৩ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:০৬
মোঃ ইকবাল ২৭ বলেছেন: এসব পোস্ট গুলো শেষটা না পড়া অবধি চোখ সরানো যায় না। পড়লাম, ধন্যবাদ আপনাকে।
০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৭
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
১০| ০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: জীবনকে চেনা যায় তাঁর লেখায়।
০৩ রা নভেম্বর, ২০২০ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: ইয়েস।
১১| ০৩ রা নভেম্বর, ২০২০ রাত ৯:৩৯
ইসিয়াক বলেছেন: এটা প্রিয়তে
০৩ রা নভেম্বর, ২০২০ রাত ১০:২৩
রাজীব নুর বলেছেন: আপনার ভালোবাসা।
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০২০ রাত ৩:০৬
চাঁদগাজী বলেছেন:
ওমর খৈয়াম মধ্য এশিয়ার একমাত্র দার্শনিক; তিনি মুলত: অংকবিদ, এষ্ট্রোনোমার ও চিকিৎসক ছিলেন; সেইজন্য উনার কবিতাগুলো জীবনমুখী।