নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আমার চেহারাটাই এমন যে সবসময় মনে হয় এ জগৎ সংসারের উপর আমি মহা বিরক্ত হয়ে আছি। তাই বোধ হয় বউ আমায় প্রায়ই জিজ্ঞেস করে, তুমি কি বিরক্ত?
ও জানে না, আমি কেবল ওর এই প্রশ্নটাতেই বিরক্ত হই।
২। আপনি এই জগতের অতি দুঃখী মানুষদের একজন। আবার অতি সুখী মানুষদেরও একজন।
৩। হে আল্লাহ!
আপনি ধার্মিকদের ক্ষমা করুন, দয়া করুন, নিরাপদে রাখুন, জীবিকা দান করুন, সরল পথ দেখান, শুদ্ধ করুন।
৪। আমার ভাবতে ভালো লাগে, বাংলাদেশ হবে একটি আনন্দময় দেশ। কোনো দুঃখী মানুষ থাকবে না। ফুটপাতে কারো ঘর থাকবে না। প্রতিটা শিশু স্কুলে যাবে। সিগনালে গাড়ি থামলে একজনও ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না। পত্রিকা খুললেই সব ভালো ভালো খবর থাকবে। কেউ কাউকে কুঁপিয়ে মারবে না। সবার প্রতি সবার থাকবে এক আকাশ ভালোবাসা।
৫। একটি মেয়ে, সবসময়ই তার সত্তার ভেতর, মনের অজান্তেই, একটি "মা" সত্তাকে লালন করে থাকে।
৬। ছোটলোকের ছেলে যদি জমিদারি পায়, কানের আগায় কলম গুঁজে বাইজি নাচায়।
৭। সব মানূষই এক অসমাপ্ত কাহিনী। কোনো মানূষই তার জীবনের সব ঘটনা, সব কাজ শেষ করে যেতে পারে না। জীবনের অনেকটা বাকি থাকতে থাকতেই অনেকে খেলার মাঠ ছেড়ে চলে যায়। দেনা-পাওয়ার হিসেব মিলবে না। এই খেলার একজন খেলুড়ে তো আপনিও।
৮। মানুষের একেবারে ভেতরে মনে হয় মনুষ্যত্ব বলে একটা জিনিস থাকে। যত দুঃসময়ই হোক সেই মনুষ্যত্বটা বুকের ভিতরে ধিকিধিকি করে জ্বলতে থাকে। যখন সব কিছু অন্ধকারে ঢেকে যায় তখন সেই মনুষ্যত্বের ছোট আগুনটা হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠে।
৯। আমার আর ভালো লাগে না!
আল্লাহ তুমি আমাকে উঠিয়ে নাও!
০৩ রা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০১
রাজীব নুর বলেছেন: জ্বী ভালো আছি।
২| ০৩ রা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২১
নতুন বলেছেন: ৯। আমার আর ভালো লাগে না!
আল্লাহ তুমি আমাকে উঠিয়ে নাও!
শুধুই ঈসা আ: কে উঠাইয়া নিয়া গেছে। আর নেবার সম্ভবনা নাই।
০৩ রা নভেম্বর, ২০২০ রাত ১০:২২
রাজীব নুর বলেছেন: পোড়া কপাল আমার।
৩| ০৩ রা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Great.
০৩ রা নভেম্বর, ২০২০ রাত ১০:২২
রাজীব নুর বলেছেন: আপনার ভালোবাসা।
৪| ০৩ রা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৯
মোহামমদ কামরুজজামান বলেছেন: "শেষ হইয়াও হইলনা শেষ " -ইহাই মানব জীবন।
০৩ রা নভেম্বর, ২০২০ রাত ১০:২৩
রাজীব নুর বলেছেন: আহারে----
৫| ০৩ রা নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বউ ঠিকই বলে।
শেষেরটায় দ্বিমত
সবকটিই লিখে ছিলাম,লগইন না করায় মুছে গেছে।
০৩ রা নভেম্বর, ২০২০ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: আপনার সাথে আমার কথা আছে।
৬| ০৩ রা নভেম্বর, ২০২০ রাত ৯:৩৭
ইসিয়াক বলেছেন: ৪ নম্বরটা ভালো লাগলো।
পোস্টে এতো হতাশা কেন? আশা জাগানিয়া পোস্ট দেন।
০৩ রা নভেম্বর, ২০২০ রাত ১০:২৫
রাজীব নুর বলেছেন: আমি নিজেই তো হতাশার মধ্যে আছি। আশাগানিয়া পোষ্ট দিব কিভাবে?
৭| ০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ১২:০৬
নেওয়াজ আলি বলেছেন: দুঃখের নয় একটু সুখ বিলি করেন
০৪ ঠা নভেম্বর, ২০২০ রাত ১২:১৩
রাজীব নুর বলেছেন: ওকে।
৮| ০৪ ঠা নভেম্বর, ২০২০ সকাল ৮:১৬
মরুর ধুলি বলেছেন: আবোল তাবোল বকা ঝকা বাদ দিয়া আল্লাহ আল্লাহ করেন। মনে সুখ পাইবেন। মরার ইচ্ছাও আর থাকবে না। বরং পৃথিবীতে আরো হাজার বছর বাঁচতে ইচ্ছা করবে।
“অন্তরের সুখ জিকিরেই রয়েছে।”
০৪ ঠা নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো বলেছেন।
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫৪
নতুন বলেছেন: রানু ভাই কেমন আছেন? শইলডা বালা?