নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। পরের মুখে কখনো ঝাল খেও না। নিজের বিচার বুদ্ধি কাজে লাগানোর চেষ্টা করো।
২। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমায় ১০০% ধার্মিক বানিয়ে দেন।
৩। খুব রাগান্বিত অবস্থায় এবং খুব আনন্দময় অবস্থায়- এই দুটো সময়ে সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার সম্ভাবনা ৯০ ভাগ।
৪। মহাত্মা গান্ধী বলেছিলেন, দুর্বল কখনো ক্ষমা করতে পারে না। আজ তাই তোমরা শক্ত হও। শৈশবের ক্ষতের যা প্রভাব আজকের জীবনে পড়ছে, তা কাটিয়ে ওঠো। আজ থেকে শোনা যাক এক নতুন সংগীত। সে সংগীত শিশুদের হাসির। চলো সবাই মিলে সারিয়ে তুলি এই পৃথিবীর যত ক্ষত, বেদনা। সবাই সুখী হও।
৫। গাছপালা আমার অনেক ভালো লাগে। জগদীশ বোস গাছপালার মধ্যে প্রাণ আবিস্কার করেছিলেন। সারা দুনিয়ার বোকা লোকেরা এক বাঙ্গালীর কাছে শিখেছিল এই মহান সত্য, তবু নোবেল প্রাইজ দেয়নি। আমার হাতে ক্ষমতা থাকলে জগদীশ বাবুকে চারবার নোবেল প্রাইজ দিতাম। গাছপালার প্রাণ যে কত বড় আবিস্কার তা কেন যে তেমন স্বীকার করল না বিদেশীরা!
৬। মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের প্রধানতম একটি দিক হচ্ছে অদৃশ্যের উপর বিশ্বাস। কোরআন শরীফের অগণিত স্থানে অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপনকারীদের প্রশংসা করা হয়েছে।
৭। চন্ডীদাস লিখেছিলেন, “হাসিতে হাসিতে পিরীতি করিয়া কাঁদিতে জনম গেল-”। এই কথাটা কি আজকালের ছেলেমেয়েরা জানে?নাকি তারা ভাবে “হাসিতে হাসিতে”ই পুরো জনম কাটবে?
৮। একটা পত্রিকা পড়লে যাকে দেবতা মনে হয়, অন্য পত্রিকা দেখে তাকেই দানব ভাবা হয়। এটা হলো জনমতকে নিয়ন্ত্রণ করার জন্য মিডিয়ার একটা কৌশল।
৯। দুঃখ নিরোধের উপায় হল মন থেকে কামনা-বাসনা বিদূরিত করা। একমাত্র কামনামুক্ত হৃদয়েই নির্বাণের প্রদ্বীপ জ্বলে এবং এ প্রকার দুঃখের অবসান ঘটে।
১০। এমন কি কোনো গান আছে- যে গানে নদী আর নদীর ঢেউয়ের কথা আছে, আকাশ ভরা কালো মেঘের কথা আছে, মানব-মানবীর ভালোবাসার কথা আছে, বিরহের কথা আছে । যে গান শুনে বুকের ভেতর হাহাকার করে উঠবে।
০৫ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: আমীন।
২| ০৫ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পদ্মার ঢেউ রে......
০৫ ই নভেম্বর, ২০২০ রাত ৯:০৫
রাজীব নুর বলেছেন: হুম।
৩| ০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৯, এই কথাটাইতো সোসালিষ্টরা বলে।সম্পদকে নিজের করার জন্য প্রানপন চেষ্টা না করে,সম্পদকে সামাজিকীকরন কর,দুঃখ থাকবে না।
১০, হে আল্লা হে রামা, গায়ক, হেমন্ত।মুল গানটি মারাঠী,হেমন্তর গাওয়া,পরে বাংলায় গান।
০৫ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪৫
রাজীব নুর বলেছেন: আপনি যে কেন লিখেন না!! প্রতিদিন একটা করে পোস্ট দিতে পারেন।
৪| ০৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:২৫
প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:
আপনার এই টুকরো টুকরো সাদা মিথ্যা এবং রাস্তায় পাওয়া ডায়েরী থেকে সিরিজের প্রতিটি এপিসোড একেকটা বই, অল্প কথায় অনেক কিছু শেখার আছে।
০৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৪৩
রাজীব নুর বলেছেন: না সেটা হবে না। মানুষ বই পড়ে না। নিজের টাকা দিয়ে ছাপাতে হয়।
৫| ০৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩১
ইসিয়াক বলেছেন:
পদ্মার ঢেউরে /নজরুলগীতি।
শিল্পীঃ খায়রুল আনাম শাকিল
---------------------------------------------
পদ্মার ঢেউ রে —
মোর শূণ্য হৃদয়–পদ্ম নিয়ে যা, যা রে।
এই পদ্মে ছিল রে যার রাঙ্গা পা
আমি হারায়েছি তারে।।
মোর পরান–বঁধু নাই, পদ্মে তাই মধু নাই (নাই রে)
বাতাস কাঁদে বাইরে, সে সুগন্ধ নাই রে
মোর রূপের সরসীতে আনন্দ–মৌমাছি নাহি ঝঙ্কারে রে।।
ও পদ্মারে —
ঢেউয়ে তোর ঢেউ ওঠায় যেমন চাঁদের আলো
মোর বঁধুয়ার রূপ তেমনি ঝিল্মিল করে কৃষ্ণ–কালো।
সে প্রেমের ঘাটে ঘাটে বাঁশি বাজায়
যদি দেখিস্ তারে, দিস্ এই পদ্ম তার পায়
বলিস্, কেন বুকে আশার দেয়ালি জ্বালিয়ে
ফেলে গেল চির–অন্ধকারে।
তালঃ দ্রুত-দাদ্রা
০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫০
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ২ নম্বর
আল্লাহ আপনাকে কবুল করেন দোয়া করি আমিন