নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কিছু চমকপ্রদ তথ্য জানুন

০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৩

১।
দেখুন, রাস্তায় আগুন ধরিয়ে টায়ার পোড়ানো ছাড়াও পরিত্যক্ত টায়ারের আরো কত সুন্দর ব্যবহার আছে।

২।
এক সময় উত্তর আমেরিকা জুড়ে ২ থেকে ৩ কোটি বুনো বাইসন দাপিয়ে বেড়াত। কিন্তু কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর থেকে এদের সংখ্যা দ্রুত কমতে থাকে। এমন নয় যে ইন্ডিয়ানরা বাইসন শিকার করত না। কিন্তু তারা তা করত সীমিত আকারে, নিজেদের খাদ্য-বস্ত্রের জন্য যতটুকু প্রয়োজন হতো তার বেশি তারা শিকার করত না। ইউরোপীয়রা সেখানে উপনিবেশ গড়ার পর বন্দুকের জোরে শখের বশে লাখে লাখে বুনো বাইসন মেরে সাফ করতে শুরু করে। তারা খেত যত, মারত তার বহুগুণ।

৩।
আমেরিকা তার প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৯০ শতাংশ সময় যাবৎ যুদ্ধে লিপ্ত রয়েছে।

৪।
১৯৩২ সালে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী এবং বুনো ইমু পাখিরদের মধ্যে এক সাংঘাতিক যুদ্ধ বেঁধেছিল। এখানেই শেষ নয়, যুদ্ধে ইমু পাখিরা বিজয়ী হয়েছিল। ইতিহাসে এ ঘটনা ইমুযুদ্ধ হিসেবে পরিচিত।

৫।
বিশ্বের অন্যতম বৃহৎ হীরার খনি মির। রাশিয়ার পূর্ব সাইবেরিয়ায় অবস্থিত খনিটি ১৯৫৫ সালে আবিষ্কৃত হয়। ষাটের দশকে খনিটি থেকে প্রতি বছর বিস্ময়কর পরিমাণে, প্রায় ১ কোটি ক্যারেট হীরা উত্তোলন করা হতো। ২০০১ সালে দুর্গম এই খনিটি পরিত্যক্ত ঘোষিত হয়।

৬।
# মানুষের আসলে দ্বিতীয় একটি মস্তিষ্ক আছে। অন্ত্রীয় স্নায়ুতন্ত্র দ্বিতীয় মস্তিষ্ক বা অন্ত্রের মস্তিষ্ক হিসাবে পরিচিত। কারণ এটি মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে স্বাধীনভাবে পরিচালিত হতে পারে। এই দ্বিতীয় মস্তিষ্কের কারণেই আপনার অন্ত্রের অনুভূতি আসে।
# আপনি যত বেশি কঠিন চিন্তা করেন তত বেশি পরিমাণে আপনার মস্তিষ্ক শক্তি এবং অক্সিজেন ব্যবহার করে, যা শরীরের ৫০% পর্যন্ত হতে পারে।
# যারা রাত জাগে ও দেরিতে ঘুম থেকে উঠে তারা প্রকৃতপক্ষে (গড়পরতায়) ভোরে উঠা লোকদের তুলনায় স্মার্ট এবং সৃজনশীল।

৭।
অ্যান্টার্কটিক হিমবাহের প্রায় তিন শতাংশ বরফ পেঙ্গুইন এর প্রস্রাব।

৮।
হাঙ্গর প্রতি বছর ১০ জনেরও কম লোককে হত্যা করে। কিন্তু মানুষ প্রতি বছর প্রায় ১০০ মিলিয়ন হাঙ্গর হত্যা করে।

৯।
Tissot, TAG Heuer, Rolex এবং Patek Philippe এর মত অভিজাত ঘড়িগুলো আসে সুইজারল্যান্ড থেকে। রোলেক্স কোম্পানি বিশ্বে প্রথম পানিনিরোধী ঘড়ি তৈরী করে ১৯২৭ সালে সুইজারল্যান্ডে।

১০।
স্টিফেন হকিং ১২ বছর বয়সে একটা মেয়ের প্রেমে পরে সত্যি কথা হলো যে হকিং সেই মেয়ের অনুপ্রেরণা বেঁচে থাকতে চাইছিলো ।মেয়ের বয়স তখন ২৭ বছর, Marilyn Monroe। হকিং Marilyn Monroe ছবি পত্রিকা থেকে সংগ্রহ করে রাখতো।

১১।
# অনেক জাপানি টয়লেটে আপনি পাবেন বাচ্চাকে ঝুলিয়ে রাখার জায়গা।
# জাপানের কিছু লিফটেও আছে টয়লেটের ব্যবস্থা।

১২।
কোরআনে মাতৃগর্ভে কিভাবে ভ্রূণ থেকে সন্তান জন্ম নেয় সেই বর্ণনা দেওয়া আছে।

পৃথিবী আমাদের কাছে কত বিচিত্রভাবেই না ধরা দেয়! ইশ, কোনো অতিপ্রাকৃতিক ক্ষমতাবলে সব অজানা যদি এক নিমেষেই জানতে পারতাম!

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:০৩

নতুন বলেছেন: শিরোনাম পাল্টে দিন "এই ব্লগটি পড়ছে আরো জানতে পারবেন....." B-))

০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: না থাক।

২| ০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ ভালো একটি পোস্ট, পছন্দ হয়েছে।
তবে চেয়ারটা বিপদজনক। পিছনে হেলান দিলে উলটে যাবে।

০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: না পড়বে না।
চেয়ার গুলো হালকা নয়।

৩| ০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:২১

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ জানলাম রাজীব দা

০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৪| ০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:২৯

নেওয়াজ আলি বলেছেন: ভালোই । ভালো লাগলো জেনে

০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: ওকে।

৫| ০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৩২

গফুর ভাই বলেছেন: পড়তে ভালোই লাগে।কিছুটা সময় কাটে....।

০৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: ওকে। তবে পড়তে হবে। খুব পড়তে হবে।

৬| ০৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:



কোরানে যদি ভ্রুণ থেকে সন্তান জন্মের ব্যাখ্যা সঠিকভাবে থাকে, তা'হলে ধরে নিতে হবে যে, আরবের কিছু লোকজন তখন হিউম্যান এনাটমি ও ফিজিওলোজী বুঝতেন।

০৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৫

রাজীব নুর বলেছেন: আসলেই চমৎকার ব্যখ্যা আছে। আপনি চাইলে আমাই সেই ব্যাখ্যা আপনাকে দেখাতে পারি। একদম সঠিক।

৭| ০৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪০

ইসিয়াক বলেছেন: জানলাম

০৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৭

রাজীব নুর বলেছেন: ওকে।

৮| ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: টায়ারগুলিকে নতুন মনে হচ্ছে। আপনি স্মার্ট ও সৃজনশীল কারণ আপনি সারারাত জেগে দেরীতে ঘুম থেকে ওঠেন। বুড়িগঙ্গার শতকরা কতভাগ পানি মানুষের পেশাব ( বা অন্য বর্জ্য )? পৃথিবীতে এতো হাঙ্গর আছে জানা ছিল না। মেরিলিন মনরোর জন্য বহু পুরুষের রাতের ঘুম হারাম হয়েছে শুনেছি। স্টিফেন হকিং অনুপ্রাণিত হয়েছেন জেনে ভালো লাগলো। জাপানিদের মত অন্য জাতিদের মাথায় এতো আইডিয়া নাই, তাই হয়তো জাপানিরা প্রযুক্তি ও বিজ্ঞানে অনেক অগ্রগামী। তবে কিছু কিছু আইডিয়া অনাবশ্যক। ধর্মীয় ব্যাপার এড়িয়ে আপনার দ্বারা কোন পোস্ট লেখা সম্ভব না। উদ্দেশ্য যাই হোক।

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৯| ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:১৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আর কত জানার দরকার।টিপ দিলেই অনেক কিছু জানা যায়।

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫২

রাজীব নুর বলেছেন: তা যায়। তবে এই টিপটাও অনেকেই দিতে চায় না। বলে সময় নাই।

১০| ০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গুড।

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১১| ০৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৫১

রাশিয়া বলেছেন: ৩ ও ৪ নং খুব চমকপ্রদ তথ্য।
আমেরিকা এত যুদ্ধ কার সাথে করল? একমাত্র জাপান ছাড়া আর কোন দেশ আমেরিকার ভূমিতে আক্রমণ করেনি। তার মানে আমেরিকাই সবসময় অন্য দেশ আক্রমণ করেছে।
১৯৩২ সালের যুদ্ধে ইমুরা জিতল কিভাবে? তারা কি অস্ত্র ব্যবহার করেছিল? তাদের যুদ্ধকৌশল কি ছিল?

০৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: যুদ্ধকৌশল জানতে চাছেন কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.