নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বইয়ের কথা

০৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৩



সব বই থেকেই শিক্ষণীয় কিছু না কিছু থাকেই। এখনও অবধি কোনও বই পড়ে মনে হয়নি যে কিছু শিখলাম না, বা জানলাম না। তা সে পুরস্কারপ্রাপ্ত উপন্যাসই হোক আর ছোটদের কমিক্সই হোক না কেন। ছোটবেলা থেকে বইয়ের লাইন টু লাইন দাগিয়ে দাগিয়ে পড়তাম। আমি নিজে থেকেই বিশ্বাস করি যে লাইন টা দাগাবো না সেই লাইন টা মনেও থাকবে না।

১। মানুষ কতোটা মুক্ত তার একটি মানদন্ড হচ্ছে সে অতীত থেকে কতোটা মুক্ত।
- নারী' ( হুমায়ুন আজাদ)

২। For Gods sake, hold your tongue and let me love! এই লাইনটা ইংরেজি কবি ডনের। রবি ঠাকুর এর অনুবাদ করে বলেছিলেন- 'দোহাই তোদের, একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর।' এই লাইনটা 'শেষের কবিতা উপন্যাস এ আছে।

৩। এরিক মারিয়া রেমার্ক এর 'A time To Love and A Time To Die' বই। বাংলায় করলে হয়- 'স্বপ্ন, মৃত্যু, ভালোবাসা'। সেবা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল বইটি। এই বইয়ের একটা লাইন আমার খুবই ভালো লেগেছে। ''মৃত্যু; ছোট্ট একটি শব্দ, অথচ কী অবিশ্বাস্য ক্ষমতা! এক নিমেষে থমকে দাঁড়ায় জীবন, হোক সে তুচ্ছ কিংবা অমিত সম্ভাবনাময়। এক মুহূর্ত আগেও যে ছিল উচ্ছল প্রাণবন্ত, পরমুহূর্তেই সে নেই। কী অবিশ্বাস্য এই না থাকা''!

৪। একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা।
--- দেবী, হুমায়ূন আহমেদ।

৫। শিক্ষা বিদ্যা বুদ্ধি জ্ঞান উন্নতি— যা কিছু, সব সুখের জন্য যেমন করেই দেখ না কেন। নিজের সুখ বাড়ানাে ছাড়া এসকল আর কিছুই নয়।
--- দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

৬। বিয়ে করলেই বউ পাওয়া যায়, কিন্তু যা পাওয়ার জন্য বিয়ে করা মানুষ তা পাওয়া যায় না। নারী আর প্রকৃতি ও দুই সত্যই এক। দুদিন পরেই বুকে পা দিয়ে দলে, আপনার পথে চলে যায়। কখনো নিজের মুন্ডু কেটে নিজেই রক্তস্নান করে, কখনো নিজে স্বামীকে গ্রাস করে ধুমাবতী সাজে। কখনো আবার নিজের বাপের মুখে স্বামী নিন্দা শুনে দেহত্যাগ করে। কদাচিৎ পুরুষের প্রেমে পূর্ণ পরিতৃপ্তিতে শান্ত অচঞ্চল হয়ে ধরা দেয়।
----- আরোগ্য নিকেতন, তারাশঙ্কর বন্দোপাধ্যায়।

৭। মানুষের জীবনে একটা সময় থাকে যখন শুধুই সামনে তাকানো। তাকাতে তাকাতে হঠাৎ যখন মনে হয় এই যে পেছনটাকে আমি ফেলে এলাম সেটা কি রকম দেখি তখনই বুঝবে সামনে আর তাকানোর কিছু নেই।
--- কালবেলা, সমরেশ মজুমদার।

৮। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়- একটি হচ্ছে 'জ্ঞান' এবং অপরটি হচ্ছে 'প্রেম'।
----রবীঠাকুর।

৯। 'ওরা বলে- এসপ্ল্যানেড। আমরা বলি- চৌরঙ্গী। সেই চৌরঙ্গীরই কার্জন পার্ক। সারা দিন ঘুরে ঘুরে ক্লান্ত শরীরটা যখন আর নড়তে চাইছিল না, তখনই ওইখানেই আশ্রয় মিলল। ইতিহাসের মহামান্য কার্জন সাহেব বাংলাদেশের অনেক অভিশাপ কুড়িয়েছিলেন। সুজলা-সুফলা এই দেশটাকে কেটে দুভাগ করার বুদ্ধি যেদিন তাঁর মাথায় এসেছিল, আমাদের দুর্ভাগ্যের ইতিহাস নাকি সেই দিন থেকেই শুরু হয়েছিল।' এভাবেই শুরু হয়েছে শংকরের জনপ্রিয় উপন্যাস 'চৌরঙ্গী'

১০। পৃথিবীর এই সরাইখানায় আমরা সবাই কিছুক্ষণের জন্য আশ্রয় নিয়েছি। আমাদের মধ্যে কেউ কেউ ব্রেকফাস্ট খেয়েই বিদায় নেবে, কয়েকজন লাঞ্চ শেষ হওয়া মাত্রই বেরিয়ে পড়বে। প্রদোষের অন্ধকার পেরিয়ে, রাত্রে যখন আমরা ডিনার টেবিলে এসে জড়ো হবো তখন অনেক পরিচিতজনকেই আর খুঁজে পাওয়া যাবে না; আমাদের মধ্যে অতি সামান্য কয়েকজনই সেখানে হাজির থাকবে। কিন্তু দু:খ কোরো না, যে যত আগে যাবে তাকে তত কম বিল দিতে হবে।
--- চৌরঙ্গী, লেখক শংকর।
(এ বই না পড়া যেন পাঠকের জন্য অপূরণীয় এক ক্ষতি।)

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: দোহাই তোদের, একটুকু চুপ কর,
ভালোবাসিবারে দে আমারে অবসর।


এখনো মনে আছে আমার এই লাইনের কথা।

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: হুম। বেশ।

২| ০৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বাংলাদেশের লোকজন এখন বই পড়তে চায় না।
আফসোস।

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: অল্প কিছু লোক এখনও পাগলের মতোন বই পড়ে।

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: অল্প কিছু লোক এখনও পাগলের মতোন বই পড়ে।

৩| ০৭ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শংকরের কোন বই পড়া হয় নাই।এখন পড়লে কি সেই ক্ষতি পুরন হবে?

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: যত দ্রুত সম্ভব পড়ে ফেলুন।

৪| ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: একজন মানুষকে সত্যিকার জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা। দেবী - হুমায়ূন আহমেদ।

আপনি ইদানীং যে ভয়ংকর স্বপ্নগুলি দেখছেন তা থেকে আমরা আপনাকে কিভাবে সত্যিকার জানতে পারি?

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: আরেহ----
না। মানে। ঘুমের মধ্যে স্বপ্ন আর। জীবনের স্বপ্ন দুটা এক না।

৫| ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:




বেশীর ভাগ ক্ষেত্রে, বাংগালী সাহিত্যিকরা সাধারণ মানুষের জীবন কাহিনী ঠিভাবে তুলে ধতে পারছেন না বইতে।

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫৪

রাজীব নুর বলেছেন: বর্তমান সময়ের কথা বলছেন? না অতীতের?

৬| ০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১০:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খানসাব বর্তমান জামানায়
'লেখাপড়া করে যে,
অনাহারে মরে সে',
বিদ্যালাভে লোকসান;
নাই অর্থ, নাই মান!
জানার কোনো শেষ নাই,
জানার চেষ্টা বৃথা তাই

০৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: ঠিক আছে। কিছু জানবো না। হাত পা নিয়ে চুপ করে বসে থাকবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.