নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

টুকরো টুকরো সাদা মিথ্যা- ২০০

০৯ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:২৪



১। মাঝে মাঝে মনে হয়- জীবনেরও যদি কোনো প্রুফ রিডার থাকত! আ- কার, ই-কার, বর্ণ, বাক্য সব কিছু ঠিক করে আমরা যেমন প্রতিটি উপন্যাস আর গল্পকে শুদ্ধ করে সাজাই, তেমন করে কেউ যদি আমাদের জীবনের ভুল গুলোকে ঠিক করে একটা শুদ্ধ জীবন গড়িয়ে দিত, একটা সুন্দর জীবন সাজিয়ে দিত!

২। পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি- হয়তো এই পাহাড় সমান উঁচু হতে চায় কেউ, আমি মাটিতে মেশা ঘাস হতেই ভালোবাসি।

৩। মানুষের হাসি মুখ দেখতে সত্যি খুব ভালো লাগে। এর জন্য দু-একটা ছোটখাটো মিথ্যা বললে দোষ হয় না।

৪। একটি ছেলে আর একটি মেয়ে রিকশা করে কোথাও যাচ্ছে। রিকশার হুড খোলা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সন্ধ্যাবেলা। খুব ঠান্ডা বাতাস বইছে- মেয়েটা হঠাৎ প্রশ্ন করলো, আচ্ছা, বলতো ভালোবাসার রং কি? বৃষ্টির ফোটা ফোটা জল মেয়েটির সারা মুখে ছড়ানো। রাস্তার হলুদ নিয়ন আলো মেয়েটার মুখটাকে, ছেলেটির মনে হলো- যেন, তার সামনে পুরো আকাশ। আর বৃষ্টির ফোটা গুলো যেন নক্ষত্র।

৫। নানান ধরনের আন্দোলন চলছে পৃথিবীতে। দারিদ্র মুক্ত পৃথিবীর আন্দোলন, ক্ষুধা মুক্ত পৃথিবীর আন্দোলন, নিরক্ষর মুক্ত পৃথিবীর আন্দোলন। দুঃখ-কষ্ট মুক্ত পৃথিবীর আন্দোলন কি শুরু করা যায় না? যে পৃথিবীতে কেউ চোখের পানি ফেলবে না। কেউ না খেয়ে থাকবে না। কেউ রাস্তায় ঘুমাবে না।

৬। মেয়েটি বলল, তুমি যে আমায় বিয়ে করবে তোমার যোগ্যতা কি?
মেয়েটিকে মুগ্ধ করবার মতো কোনও গুন ছেলেটির নেই। ছেলেটি শুধু একটি কাজই পারে, দেয়ালের সামনে দাঁড়িয়ে মাথা পায়ের কাছে, পা মাথার কাছে, খানিকটা সময় দাঁড়িয়ে থাকতে।
দুঃখি, বিষন্ন ছেলেটি ম্লান গলায় বলল- এই যোগ্যতায় কি তোমাকে বিয়ে করা যায়? এই যোগ্যতায় কি দু'টি জীবন এক সূতায় বাধা যায়!

৭। অন্য কী করেছে তোমার- আমার সঙ্গে --এর উত্তর না খুঁজে নিজে নিজের সঙ্গে কী করেছি/করছি আমরা-- তাতে মনোযোগ দেই, কেমন!

৮। আমাদের যুব-তরুণদের ইয়াবার কোটি কোটি টাকায় মিয়ানমার গড়ে তুলছে তাদের অস্ত্রের ভান্ডার। যে অস্ত্রে তারা বাংলাদেশকে ধ্বংস ও ধ্বজভঙ্গ জাতীতে পরিণত করতে চায়।


(টুকরো টুকরো সাদা মিথ্যা- আর লেখা হবে না। আজই শেষ। সমাপ্ত।)

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শুভ বিদায়।

নতুন পর্ব শুরু হচ্ছে?

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: না।

২| ০৯ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ট্রাম্প এক জন মজার মানুষ।
জাতি ও বিশ্ব তাকে ২০শে জানুয়ারির পর মিস করবে।

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: তা কিছু টা মিস করবেই।

৩| ০৯ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪৯

নেওয়াজ আলি বলেছেন: এইবার সব একসাথে করে টুকরো টুকরো সাদা মিথ্যা এক মলাটে করেন

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২০

রাজীব নুর বলেছেন: না। সম্ভব না।

৪| ০৯ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪২

মোহামমদ কামরুজজামান বলেছেন: "বিদায় টুকরো টুকরো সাদা মিথ্যা" - স্বাগতম নতুন কিছু ।

রাজিব ভাি ,এর পর কি ?

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২১

রাজীব নুর বলেছেন: এরপর কি আমি জানি না।

৫| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: নতুন কিছুতে হাত দিচ্ছেন নাকি?

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: না।

৬| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৩৮

ইসিয়াক বলেছেন: টুকরো টুকরো সাদা মিথ্যা বন্ধ হচ্ছে কেন?

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২৩

রাজীব নুর বলেছেন: আর কত? ২০০ টা হয়ে গেছে। শুধু শুধু সার্ভার ভারী করে লাভ আছে?

৭| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৪১

ইসিয়াক বলেছেন: আপনি কি সত্যি সত্যি ২০০০ সাল পর্যন্ত ব্লগিং করবেন? কারণ এর আগে বলেছেন শুধু মাত্র এই বছরটা ব্লগে আছেন। উত্তর দিবেন ঠিকঠাক। এড়িয়ে যাবেন না দয়া করে।

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২৫

রাজীব নুর বলেছেন: এ বিষয়ে আপনার সাথে পরে বিস্তারিত আলাপ করবো।

৮| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪০

ইসিয়াক বলেছেন:


আকবরকে নিয়ে কিছু লেখেন।

০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪৬

রাজীব নুর বলেছেন: হে হে---
আমার লেখার কোনো দাম নাই।

৯| ১০ ই নভেম্বর, ২০২০ রাত ১:০২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৬, যার যে যোগ্যতা আছে সেটা নিয়েই তাকে এগিয়ে যেতে হব।
জিয়া ছিল আর্মির লোক,রাজনীতি করার শখ হল।সেই সময় তার ঘনিষ্ট ছিল মশিউর রহমান।মশিউর রহমান বিপদে আপদে পরামর্শ নিত তার বড় ভাই সুধা মিয়ার কাছে( বিবি রাসেলের পিতা)
সুধা মিয়া জানতে চাইল,তোমার নেতার কি কি গুন আছে।
রাজনীতি করার মতো কোন গুন তো দেখছি না,তবে আর্মির লোক তো হাটতে পারে মাইলের পর মাইল।
সুধা মিয়া বললেন তাতেই হবে।এমন কিছু কর্মসুচি নাও যাতে মাইলের পর মাইল হাঁটা যায়।
বাস সুরু হয়ে গেল খাল কাট।এমন কোন গন্য মান্য লোক ছিল না যারা খাল কাটা কর্মকান্ডে জিয়ার সাথে মাইলের পর মাইল হাটে নাই

১০ ই নভেম্বর, ২০২০ রাত ১:৪৩

রাজীব নুর বলেছেন: কবি শামসুর রাহমানও ছিলেন। সাদা শার্ট আর লাল টাই পরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.