নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। সেইসব সহজ সারল্যর দিন মরে গেছে কবে। জীবন এখন বড়ই কমপ্লিকেটেড, কুটিল, জটিল এবং আবর্তময় হয়ে গেছে। "আমি তোমাকে ভালোবাসি।" এই প্রাগৈতিহাসিক সরল সত্য বাক্যটি কেউ যদি উচ্চারণ করতে পারেও তবে আজকাল তা যাত্রার ডায়ালগ-এর মতোই শোনায় এবং যে শোনো সেও হয়তো ভাবে যে, এ বড় সস্তা ভালোবাসা!
২। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস বৃদ্ধি করো এবং তাঁর প্রতি বিশ্বাস রেখো, যিনি তোমার জীবনকে পুরো বদলে দিতে সক্ষম।
৩। একদল কুচক্রী ভুল তথ্য ছড়াবে। তাছাড়া মিডিয়ার কথা ভুলেও বিশ্বাস করতে যাবেন না, এরা পুরাই বদমাশ!!! এরা সত্যকে বিকৃত করে। নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করতে শিখুন, ১০০ কোটি মানুষ একটা মিথ্যাকে বিশ্বাস করলেই, ঐটা সত্য নয়।
৪। 'শঙ্খ ঘোষ' একবার তরুণ লেখকদের উপদেশ দিতে গিয়ে বলেন, "উপদেশ হচ্ছে কোনো উপদেশই শুনবেন না।" এই কথাটার মঝে গভীরতা খুব বেশী।
৫। আমার অনেক বন্ধু। কিন্তু জীবনের যাবতীয় জটিলতায় মাথার ওপর ছায়ার মতো হাত রাখে-- এমন কেউ নেই।
৬। যা জানি তা ভাগাভাগি করে নিতে চাই। যা জানিনা তা শিখতে চাই। যিনি শেখাবেন তিনি বিনয়ী হবেন আর যা তিনি নিজেই পারেন না, তা শিখে নেবেন।
৭। দেশে গণতন্ত্র তিরোহিত। যা দেখা যায় সব মুখে মুখে। কিংবা কাগজে সীমাবদ্ধ। ঢাক পেটানো হয় বাংলাদেশ গণতন্ত্রের রোল মডেল। একনায়কতন্ত্র আবার গণতন্ত্র দুটো দুই মেরুতে বাস করছে।
৮। জুম চাষের ইতিহাস কয়েক হাজার বছরের পুরাতন। বাংলাদেশের গারো খাসিয়া পাহাড়, চট্টগ্রামের পার্বত্য এলাকাসহ ভারতের সেভেন সিস্টার্স বলে খ্যাত রাজ্যসমূহ, নেপাল, মায়ানমার, থাইল্যান্ড, চীন এ সমস্ত দেশের মঙ্গোলীয় জাতিগোষ্ঠীর মানুষেরা জুম চাষ করে।
(''রাস্তায় পাওয়া ডায়েরী থেকে'' আর লেখা হবে না। শেষ।। সমাপ্ত। ডায়েরীর পাতা শেষ।)
১০ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩০
রাজীব নুর বলেছেন: শঙ্খ ঘোষ লেখক। কোলকাতার লেখক। তার অনেক উপন্যাস থেকে মুভি করা হয়েছে।
আর ডায়েরী লেখা হবে না।
২| ১০ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার লেখার হাত ভালো।
হাবিজাবি না লিখে ক্লাসিক কিছু লিখুন।
ভালো কিছু লিখুন।
শুভ কামনা সতত।
১০ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো পরামর্স দিয়েছেন।
ভালো কিছু লেখার জন্য ভালো পরিবেশ লাগে।
৩| ১০ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: "উপদেশ হচ্ছে কোনো উপদেশই শুনবেন না।
এটি একটি প্যারাডক্স
১০ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: হে হে---
৪| ১০ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:০৪
নেওয়াজ আলি বলেছেন: ছবিটার রূপক অর্থবহ
১০ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: তা বলা যেতে পারে।
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:০১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ৪,শঙ্খ ঘোষ কে।
৫, মূল কাজটি আপনাকেই করতে হবে।অন্যেরা সহযোগিতা করতে পারে।
সমস্যার ধরন বুঝে।আপনি যদি ৫ টাকা ধার চান,এই সমস্যার সমাধান আপনি একা করতে পারবেন না।তবে টাকাটা ধার চাইতে হবে আপনাকেই সমাধান করবে অন্য একজন।
# নতুন ডাইরী কিনুন