নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ (সংগৃহীত )

১০ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:২৫



এস আই আকবর ধরা পড়ুক, এটা পুলিশ চায়নি। তাই এতদিন ধরা পড়েনি। এরপরও তার শেষ রক্ষা হয়নি। মানুষ তাকে ধরিয়ে দিয়েছে। মানুষ ঐক্যবদ্ধ হলে সবই সম্ভব। মানুষ ঐক্যবদ্ধ হলে রাষ্ট্রকে বাধ্য করানো সম্ভব। কিন্তু মানুষ ঐক্যবদ্ধ হয় না, হতে দেওয়া হয় না।
তিন হাজার বছর আগে প্লেটো বলেছেন, যে লোক লিখতে পড়তে এবং অংক কষতে জানে না তার ভোটাধিকার থাকা উচিৎ না।
ইরানের একটি পত্রিকায় ফ্রান্সের প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে নিয়ে একটি ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছে। ম্যাক্রর চেহারাকে ইবলিশের সাথে তুলনা করা হয়েছে। ইবলিশের চেহারা যে শুকরের মত এটা শিখলাম। ম্যাক্রর বউ কি দোষ করছে এটা এখনো জানি না। ইবলিশের কোন শিম্পাঞ্জি বউয়ের কথা কিতাবে আছে কি না খুঁজতে হবে। তবে এই ছবিটা দেখার পরে অনেক নড়বড়ে ধারণাই বেশ পাকাপোক্ত হইল। যেটা টুপিয়ালদের টুপি পাগড়ীর কারণে তাদের মগজে কোনদিনই ঢুকবে না। বাউন্স করবে। বোঝা গেল ক্যারিক্যাচার ধর্মসম্মত একটা জিনিস। মহানবীরটা করা না গেলেও সাহাবা টাহাবাদের নিয়ে কার্টুন করা বোধহয় যায়েজ। খালটা নিজেরাই কাটছেন, এখন কুমীর আনা শুরু হবে মাত্র।
যাই হোক এখন কিছু ছবি দেখুন। ভালো লাগবে।

১।
অলিম্পিক পতাকার রং সবসময় সাদা একটি ক্ষেত্রের উপর লাল, কালো, নীল, সবুজ, এবং হলুদ রিং হয়। এই কারণেই যে রঙগুলির মধ্যে অন্তত একটি রং গ্রহের প্রতিটি জাতির পতাকায় রয়েছে।

২।
রং তুলির মাধ্যমে ভারতীয় নারীর সৌন্দর্য তুলে ধরেছেন এক শিল্পী।

৩।
নেপালের এই অষ্টাদশী সবজি বিক্রেতার ছবি রাতা রাতি সোশ্যাল মিডিয়ায় viral হয়ে যায় ২০১৬ সালে।

৪।
দেখতে পেলেন কিছু? আচ্ছা চলুন zoom in করে দেখাই।

এবার আশা করি দেখতে পেয়ে গেছেন, আর যারা দেখতে পাননি তাদের জন্য আরেকটি ছবি দিচ্ছি।


৫।
এই রকম ছবি তোলা কঠিন কিছু না। আমার ভালো ক্যামেরা থাকলে আমি নিজে এরকম ছবি তুলতে পারতাম।

৬।
সাইকেলটি আপনার হলে আপনি কী করতেন?

৭।
সঠিক সময়ে ক্লিক করতে পারা অনেক বড় গুন।

৮।
শেষমেষ মেয়েটি মার্জারকে পেয়ে পরম তৃপ্তি লাভ করল।

৯।
পিতা এবং পুত্র (১৯৪৯ বনাম ২০০৯)

১০।
'Eternal Sunshine of The Spotless Mind' মুভির একটা দৃশ্য। দারুন রোমান্টিক মুভি। আমি দুবার দেখেছি।

১১।
আমার হাসি থেকে শক্তি সঞ্চয় করো।

১২।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৮

নেওয়াজ আলি বলেছেন: সিনিয়রদের পরামর্শে আকবর পালিয়ে গিয়েছে কি ভয়ানক কথা।

১০ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: সব সম্ভবের দেশ বাংলাদেশ।

২| ১০ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

কি আর হবে
এতো সব ভেবে!

১০ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: হুম মরেই তো যাবো।

৩| ১০ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: ৪ নাম্বার ছবির সারমর্ম বুঝলাম না? পিছনে একটা পা আর কি???

৮ নাম্বার ছবিটা অসাধারন।

১০ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:০১

রাজীব নুর বলেছেন: ৪নং ছবিতে পেছনে একজন মানুষ। তার জুতো দেখা যাচ্ছে। এবং ভালো করে লক্ষ্য করলে দেখবেন, সে উঁকি দিচ্ছে।
সমস্যা হলো ছবি গুলো ছোট করে এসেছে বলে পরিস্কার দেখা যাচ্ছে না।

বিড়ালটা হারিয়ে গিয়েছিলো। মেরি স্কুল থেকে বাসায় এসে দেখে বিড়ালটী নেই। তার প্রচন্ড মন খারাপ হলো। সন্ধ্যার আগে সে বিড়াল(মার্জারকে) খুঁজে পায়।

৪| ১০ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:



১২ নং,

কোন দেশ?

১০ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: জার্মান।

৫| ১০ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন: জার্মান।

জার্মান হচ্ছে ভাষার নাম ।
দেশের নাম জার্মানি।

১০ ই নভেম্বর, ২০২০ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
এই জন্যই আপনাকে বড় ভাই ডাকি।

৬| ১০ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রথম কয়েক লাইন পড়ে একটা কথা মনে পড়ল।
জিয়া তখন খাল কাটায় ব্যস্ত।সকল আর্মি অফিসাররাই পালাক্রমে আসছে খাল কাটতে। একজন এসে খবর দিল,ভারত সীমান্তে সৈন্য সমাবেশ করছে।তিনি বললেন,সকল কাজ আর্মি করবে তাহলে জনগন আছে কি জন্য।
দুষ্টু লোকদের এই কথাটি তখন বহুল প্রচারিত ছিল।

ইরানের অনেক পুরনো কিতাবে নবী মুহম্মদ এর ছবি আছে।দান্তের ডিভাইন কমেডিতে নবীকে দেখানো হয়েছে।৬/৭ ডলার খরচ করলেই অ্যামাজন থেকে নবী ছবি কিনতে পাওয়া যায়।
সবগুলো ছবিই দেখে ভাল লাগলো।

১০ ই নভেম্বর, ২০২০ রাত ১০:১৭

রাজীব নুর বলেছেন: ্মন্তব্য পড়ে আমি চিন্তিত।

৭| ১৩ ই নভেম্বর, ২০২০ রাত ৩:৩৪

অনল চৌধুরী বলেছেন: ১। জনগণ ঠিক হলে মাত্র ১ দিনে বাংলাদেশের সবকিছু ঠিক হবে-একথা বারবার বলছি।
২। ভারতীয় নারী মানেই কি পিঠ খোলা স্বল্প পোষাক পরা নারী?
কোন বেকুব এই ছবি একছে?

১৪ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.