নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

মীমাংসা

১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৩:২৮



একদিন সব উড়ে যাবে, ইহা সত্য
ইচ্ছে তো কত কিছুই করে মানুষের
জীবনে ক'টি ইচ্ছে পুণ্য হলো বলো?

এমনিতে আমার অনেক কষ্ট
মানুষ আর বাঁচে ক’দিন বলো?
তুমি ভালো থেকো। আমি ভালো নেই।
এখন নিজের কাছে নিজের ছায়া খারাপ লাগে।

গভীর রাত্রে মানুষ মিথ্যা কথা বলতে পারে না
মানুষের মন প্রকৃতির মত সহজ সরল হয়ে ওঠে
পাহাড়ে যেতে হবে, যাওয়া দরকার, খুব শীঘ্রই
চূড়ায় আছে জনমানবহীন নিঃসীম নীরবতা
তোমাদের কি খবর বলো?



(যেভাবে এই কবিতার জন্মঃ গ্রিক পুরাণে আছে, ডিডেলাস এবং তার ছেলে থাইকেয়াস পাখির মতো দু'হাতে পাখা লাগিয়ে আকাশে ওড়ার চেষ্টা করেছিলেন। তারা তাদের তৈরি করা পাখাকে মোম দিয়ে আটকেছিলেন গায়ের সঙ্গে। যার ফলে সূ্র্যের কাছ দিয়ে যাওয়ার সময় তীব্র তাপের ফলে ডিডেলাস ও থাইকেয়াসের পাখা খসে পড়েছিল।
মেরাজের রাতে মহানবী হজরত মুহাম্মদ (স.) বোরাকে আরোহণ করে সাত আসমান পাড়ি দিয়েছিলেন।
ইহুদি বাদশা ও নবী হজরত সোলায়মান (আ.) তার সিংহাসনে বসে শূন্যের মধ্য দিয়ে মুহূর্তের ভেতর এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে পারতেন।
রামায়ণে উল্লেখ আছে, দেবতারা রথে চড়ে স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসতেন আবার মর্ত্য স্বর্গে যেতেন। সে রথ টানত পংখিরাজ ঘোড়া।)



মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বড়ই সৌন্দর্য!
মিথ্যাই মিথ।
মিথই মিথ্যা।

উহা কেহ কেহ খুব বিশ্বাস করে।

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: বড় ভাই, মৃত্যুর পর আপনাকে আল্লাহ ভয়াবহ শাস্তি দিবেন। সূর্য থাকবে একহাত উপরে। আপনার শরীর গলে গলে পড়বে। তখন আপনি বলবেন, হে আলাহ আমাকে আরেকবার সুযোগ দিন। এবার আমি পৃথিবীতে গিয়ে নামাজ পড়বো, রোজা রাখবো। আপনার বিধিনিষেধ সব মেনে চলবো। কিন্তু কোনো লাভ হবে না।

২| ১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:৫৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: গভীর রাতে মিথ্যা বলতে সমস্যা কি?
মোমের ঘটনার সত্য মিথ্যা জানি না,বাকিগুলো কিচ্ছা কাহিনী।
বহু হাদিস ও সিরাত গ্রন্থ থেকে জানা যায় ঐ রাত্রে নবী উম্মুে হানীর গৃহে ছিলেন।

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪১

রাজীব নুর বলেছেন: রাত মানেই রহস্যময়।
গভীর রাতে মানুষের মন নরম থাকে।

৩| ১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:১৩

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার রাজীব দা

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: ভালোবাসা জানবেন।

৪| ১৬ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: নশ্বর পৃথিবী একদিন সে নিজেই ধুলিসাৎ হবে
উড়ে যাবে খড়কুটোর মত মানুষ তরুলতা বৃক্ষরাজী,
এসব জেনেও ইচ্ছে পুষো সহস্র বছর সম,
অপূর্ণতার ঘূর্ণিপাকে ঘুরে ঘুরে তুমিও উড়ে যাবো।

পুষো না কষ্ট, কষ্ট হোক সমুদ্দুরের ফেনিল জলরাশির মত
অল্প আয়ূ জেনেও ডুবে থাকো বিষাদের নদীতে,
যতটুকু প্রাপ্যতা তোমার, যা পেয়েছো অথবা পাচ্ছো
সুখি হও বন্ধু সেটুকু নিয়েই,
বন্ধ চোখে ভাবো এক সেকেন্ডে যদি উড়ে যেতে পারে প্রাণ
এক সেকেন্ডের সুখে কেনো হতে পারো না সুখী?

হ্যাঁ আমি ভালো আছি, ভালো থাকি,
যতটুকু পুড়ি বিষাদের অনলে,
মুগ্ধতার জলে তা নিভিয়ে দেই,
এমন ভেবো না তুমি দুঃখী খুব...
সুখগুলো হোক ছায়াসঙ্গী.. চেয়ে দেখো কত
অসুখী মানুষের ভিড় লেগে আছে ফুটপাতে..
ডাস্টবিনের পাশে, মাথায় তোমার ছাদ আছে, বিছানা আছো
আছে শান্তিতে মগজ গুঁজার জন্য একটি তুলতুলে বালিশ,
তবে, বলো? তুমি কী তবে অসুখী?

মিথ্যে বলো না, থেকে যাও সত্যের পথে,
রাত গভীর হোক অথবা দুপুর রোদ্দুর কিংবা আলো ফুটা ভোর
কখনো মিথ্যের বুকে রেখো না মাথা;
তোমার মনটারে করে রেখো চিরসবুজ;
কখনো ভ্রান্তি ছুঁয়ে দিলে অথবা দুঃখ এসে করলে আঘাত
তুমি পাহাড়ে যেয়ো, যেয়ো ঝর্নার কাছে,
কান পেতে শুনো হাওয়ার সুরে পাতার বাঁশি;
নিশ্চুপ বসে হিসাব কষো জীবন অঙ্কের
অতীত কতটুকু ছিলো শুদ্ধ আর কতটুকু ভুল।

কেমন আছি জিজ্ঞেস করছো! হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ
শোকর গুজার তাঁর যিনি দিয়েছেন দেহে এ প্রাণ,
যিনি দিয়েছে মুগ্ধতার অনুভূতি, বেঁচে থাকার সুখ অনুভব;
উড়ে যাবো সে ঠিক, তবে দুঃখবোধ নিয়ে চাই না পাড়ি দিতে শূন্যে।

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৫| ১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:০৪

নেওয়াজ আলি বলেছেন: মিথ্যা সবাই বলে কেউ কম কেউ বেশি। গভীর রাতে মন কেন নরম থাকে। তবে নদী ও নারীর মত তাই পাহাড়ে নয় নদীর ধারে যাওয়া উচিত

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: পাহাড়ে একরকম শান্তি, নদীতে আরেক রকম শান্তি।

৬| ১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৪

ওমেরা বলেছেন: গভীর রাতে মানুষ ঘুমে থাকে তাই কথাই বলে না ।

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: কারো কারো গভীর রাতেও ঘুম আসে না।

৭| ১৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন:




বান্দরবান পানিতে নেমেছিলেন? শাপ, জোঁক, বিচ্ছু, গুইশাপ, কুমির থাকার কথা।

১৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: চারিদিকে এত সুন্দর পরিবেশ। শাপ, জোঁক, বিচ্ছু, গুইশাপ, কুমির এদের কথা মাথাতেই আসে নাই।

৮| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৮:১২

কবীর হুমায়ূন বলেছেন: গ্রিক পুরাণে, ইকারোস ছিল ডিডেলোসের ছেলে।

সুন্দর কবিতা। শুভ কামনা কবি। ভালো থাকুন।

১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৯| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৫১

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: অনন্য রচনাশৈলী। শুভেচ্ছা ও শুভকামনা রইলো অবিরত।

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১২:০০

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.