নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বইয়ের কথা

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১:৩৮



আদর্শ হিন্দু হোটেল বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।
রাণাঘাটে আদর্শ হিন্দু হোটেল বাস্তবেও রয়েছে, এবং সে থেকেই বিভূতিভূষণ এই উপন্যাস রচনার ইন্ধন নেন। লেখক পাচক হাজারি ঠাকুরকে অবহেলিত নায়ক হিসেবে উপস্থাপন করেছেন। পদে পদে তার জীবনের দারিদ্র্য, গঞ্জনা, অবহেলা নিয়েই কাহিনীর পথচলা। আর সেই পথচলায় তার সঙ্গ দেয় একটাই স্বপ্ন- তার নিজের হোটেল হবে, যেখানে বাইরে লেখা থাকবে- ''হাজারি চক্রবর্তীর হিন্দু হোটেল, রাণাঘাট। ভদ্রলোকদের সস্তায় আহার ও বিশ্রামের স্থান। আসুন! দেখুন!! পরীক্ষা করুন''!!!

হাজারি ঠাকুরের সাথে নিজের জীবনের মিল পাই।
১৯৪০ সালে বইটি প্রকাশ পেয়েছিল। তখন ভারতে চলছে ইংরেজ শাসনামল। উপন্যাসে দেখা পাই পদ্ম ঝি, বেচু চক্কোত্তি, মতি চাকর প্রভৃতির। এদের জীবনটা ঘিরে থাকে হোটেল, রান্না-বান্না, খদ্দের, হোটেলের মানরক্ষা এবং উত্তরোত্তর উন্নতি; সাথে অবশ্যই ফাঁকফোঁকর দিয়ে নিজের আয় বৃদ্ধি ও উপরি পাওনা। হাজারি অন্যদের মতো নয়, সে তার কাজের সাথে অত্যন্ত সৎ। কিন্তু তার সরলতার সুযোগ নিয়ে পদ্ম ঝি তাকে প্রায়ই উপহাস করে এবং ঠকাতেও ছাড়ে না। একদিন হোটেলের বাসনকোসন চুরি যায়। হাজারির উপরই দোষ চাপানো হয় এবং সে এই চাকরিটি হারায়।

কয়েদী নিমাই ভট্টাচার্য।
যে খুনী, সে সাজা পেয়ে জেল থেকে বেড়োলেই কি তাকে কেউ বরণ করে নেয়? জানতে হলে এই বই পড়তেই হবে। অসাধারন একটা বই। সবাই শুধু 'মেমসাহেব' নিয়ে কথা বলে। মেমসাহেব থেকেও অনেক সুন্দর এই বই 'কয়েদী'।

ক্রাচের কর্নেল শাহাদুজ্জামান।
বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত বই। বাংলাদেশের কর্নেল তাহেরের জীবনের মুক্তিযুদ্ধকালীন ও তার পরবর্তী সময়ের জানা-অজানা ঘটনার প্রেক্ষিতে এই বই। মুক্তিযুদ্ধের আরও বই আছে সাথে এটাও জানার জন্যে সকলের পড়া উচিত। ৩৫০ পৃষ্ঠা জুড়ে একজন কর্নেল তাহেরের জীবন মানচিত্র অঙ্কন ছাড়াও লেখক পাক-ভারত দেশবিভাগ, মুক্তিযুদ্ধ-পূর্ব, মুক্তিযুদ্ধকালীন ও তার পরবর্তী সময়ের জানা-অজানা অনেক পরিপ্রেক্ষিত এবং নায়ক-খলনায়কের সাথে পাঠকের পরিচয় ঘটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কর্নেল তাহেরের প্রতি ভাগ্যের নির্মম পরিহাসে এক ধরনের আক্ষেপ সৃষ্টি হয় মনে। ফাঁসিতে ঝোলানোর আগের বর্ণনা পড়ে কান্না পেয়ে যাওয়াটাই স্বাভাবিক। এক আদিম বিষণ্নতায় মন দ্রবীভূত হয়ে যেতে বাধ্য।

বাদশাহ নামদার হুমায়ূন আহমেদ।
আমার প্রিয় একটা বই। মুঘল সম্রাট হুমায়ূনের বৈচিত্র্যময় শাসনকাল, তার চরিত্রের খামখেয়ালিপনা এবং তার চারপাশের বহুবর্ণের বিচিত্র মানুষকে ইতিহাসের পাতা থেকে হুমায়ূন আহমেদ তার এই উপন্যাসে চিত্রিত করেছেন। সুন্দর ও সাবলীলভঙ্গিতে মুঘল সম্রাজ্যের চমকপ্রদ উপস্থাপনে এ উপন্যাসে ইতিহাস জীবন্ত হয়ে পাঠকের সামনে উন্মোচিত হয়েছে।

সপ্তপদী তারাশঙ্কর বন্দোপাধ্যায়।
ভালবাসার জন্যে ধর্মকে ছেড়ে দেয় অথচ সেই ভালবাসা বিনিময়ে কী দিয়েছে, জানতে হলে মাস্ট রিডিং। বলা বাহুল্য, এই বইটা আমি কয়দিন আগেই শেষ করেছি। পৃথিবী শুধু জল আর মাটি নয়, তার বাহিরেও একটি সীমানা আছে। মাটির ওপরে আকাশের নিচে মানুষ আছে, আর সেই মানুষের মন নামক এক আবেগীয় অনুভূতিময় বস্তু আছে। "যাকে তুমি ভালোবাস, তার মুখটি দেখে তুমি তার পরানের সুখ-দুখটি বুঝতে পার কি না? পার তো! ভালোবাসলে পরানের কথাটি মুখ দেখে বোঝা যায়"। সপ্তপদী উপন্যাসের এক দুর্দান্ত উক্তি। উত্তম সুচিত্রার এই নামে সিনেমাও আছে। সেটিও দারুন তবে উপন্যাস আর সিনেমার মধ্যে রয়েছে চোখে পড়ার মত ফারাক। সমাজের ধর্মের যে প্রকট আধিপত্য কিংবা ধর্মের নামে অধর্মের যে লেলিহান শিখা দাউ দাউ করে ছারখার করে দেয় সব কিছু সেই আগুনের উত্তাপে অঙ্গার উপন্যাসের নায়ক কৃষ্ণেন্দু আর নায়িকা রিনা ব্রাউন। ভালোবাসার মাঝে প্রকান্ড দেয়াল ধর্ম, সে দেয়াল টপকানোর সাধ্যি কার? ভালোবাসার মানুষকে কি সহজেই ভোলা যায়?

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ২:০৬

নাসরীন খান বলেছেন: জানা হল।বেশ ভাল লাগল।

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ২:১১

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

২| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ২:১৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বাদশাহ নামদার পড়েছি , ইতিহাসের অনেক অজানা কাহিনী জানা যায়।মনে হয় নামের সাথে মিল এই জন্য হবে হয়তো।

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ২:৩৩

রাজীব নুর বলেছেন: নিজের নামের সাথে মিল থাকলে এক ধরনের দুর্বলতা কাজ করে।

৩| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৩:৩৩

এস এম মামুন অর রশীদ বলেছেন: বাদশাহ নামদার এবং ক্রাচের কর্নেল তথ্যভাণ্ডার হিসেবে ভালো, উপন্যাস হিসেবে দুর্বল।

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: উপন্যাস হিসেবে দুর্বল হলেও দুটা বইই অসাধারণ।

৪| ১৭ ই নভেম্বর, ২০২০ ভোর ৫:১৭

জিকোব্লগ বলেছেন: ভাই, আপনি দিনে কয়টি করে পোস্ট প্রসব করেন?

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: জানি না। হিসাব নাই।
হিসাব করে আপনি আমাকে জানান।

৫| ১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সব্গুলোই গল্পের বই।
এই সব গল্পের বই পড়ে অবসর কাটানো সম্ভব।
জ্ঞান অর্জন সম্ভব নয়।

ভালো বই পড়তে হবে।

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: ভালো বই তো আর আমার ঘরে এমনি এমনি চলে আসবে না।

৬| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০২

খায়রুল আহসান বলেছেন: সংক্ষিপ্ত, কিন্তু চমৎকার একটি আলোচনা।
ভাল লেগেছে। + +

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ শ্রদ্দেয়।

৭| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৭

মরুভূমির জলদস্যু বলেছেন: বাদশা নামদার পড়েছি শুধু

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: বাকি গুলোও পড়ে ফেলুন। ঠকবেন না।

৮| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: ভালো বই তো আর আমার ঘরে এমনি এমনি চলে আসবে না।

বই আসবে না।
আপনাকে বইয়ের কাছে যেতে হবে।

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: হুম যাবো। বইয়ের কাছে যাবো।

৯| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৫

ফয়সাল রকি বলেছেন: আদর্শ হিন্দু হোটেল সিনেমা দেখেছি আর বাদশাহ নামদার পড়েছি।
ক্রাচের কর্ণেল টা রকমারীতে কার্টে রেখেছি, পরবর্তী অর্ডারে চলে আসবে আশাকরি।

১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: খুব ভালো।
আদর্শ হিন্দু হোটেল সিনেমা মুভি লিংকটা দেন থাকলে।

১০| ১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:১০

নেওয়াজ আলি বলেছেন: জেনে ভালো লাগলো

১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১১| ১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:২৮

জিকোব্লগ বলেছেন: বলেন কী ! জানেন না ! আপনার মাথার নাট বল্টু স্ক্রু ঠিক আছে তো?

১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: জানি না।

১২| ১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমি ও আমার ২ সন্তান মিলে ন্যাশনাল লাইব্রেরী অব মালয়েশিয়ার ৩টি কার্ড বানিয়েছি।
প্রতি কার্ডে এক সাথে ৬টি করে মোট ১৮টি বই এনে এক মাস বাসায় রেখে পড়া যায়।

এখন অবশ্য করোনার কারণে লাইব্রেরী বেশীর ভাগ শাখাই বন্ধ আছে।

১৭ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: খুব ভালো কাজ করেছেন।

১৩| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: আদর্শ হিন্দু হোটেল অর্ধেক পড়েছিলাম প্রায় এক বছর আগে। বিভিন্ন ব্যস্ততায় বাকিটা পড়া হয় নাই। দেরী না করে পড়তে হবে। ক্রাচের কর্নেল পড়েছি। তবে কর্নেল তাহেরের চরিত্রের শুধু ভালো দিকগুলি লেখা হয়েছে। এটা অনেকটা ওনার জীবনীর মত। তবে জীবনী হলেও নিরপেক্ষ থাকা উচিত। বাকি বইগুলি হাতে পাওয়া সাপেক্ষে পড়ার সিদ্ধান্ত নিলাম।

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: যত পারেন মন ভরে পড়ে নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.