নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
একটু গভীরভাবে চিন্তা করলে বুঝা যাবে এই ছোট ছোট বাক্যের অন্তরালে জীবনের নিগূঢ় অর্থবহ কঠিন সত্যগুলো কীভাবে লুক্কায়িত আছে। আশা করি এই চরম সত্যগুলো ব্যক্তির বোধকে শাণিত করতে, জীবনকে নতুনভাবে ভাবতে শেখাতে এবং নতুন সত্যানুসন্ধানে উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখবে।
১। মুচি ভালো জুতা তৈরি করতে পারে কারণ সে আর কিছুই তৈরি করতে পারে না। —রাল্ফ ওয়াল্ডো এমারসন
২। যে প্রতিদিন ভোজ খায় সে কোন দিনই ভোজ খায় না। —সি সিমোন্স
৩। বিখ্যাত লোকদের দোষগুলো বেয়াকুফ লোকদের একমাত্র সান্ত্বনা। —বেঞ্জামিন ডিজরেইলি
৪। বিধাতার সৃষ্ট জীবের মধ্যে মানুষই একমাত্র দরিদ্র। —টমাস নোয়েল
৫। কোন লোকই বড় কবি হতে পারে না, যে পর্যন্ত না সে একই সঙ্গে সুসম্পন্ন দার্শনিক হতে পারে। —এস টি কোলরিজ
৬। যে যুক্তির সাথে চিন্তা করে তার চিন্তা কখনো নীতি ধর্মের বিরোধী হতে পারে না। —আবুল ফজল
৭। অসৎ মানুষের বদান্যতার কোন মূল্য নেই। —পি জে বেইলি
৮। যে আলো চিনবে না, অন্ধকারও চিনবে না। —রবীন্দ্রনাথ ঠাকুর
৯। যে আইন প্রকৃতির বিরুদ্ধে সে আইন জাতিরও বিরুদ্ধে। —জন মিল্টন
১০। একটি সমৃদ্ধ হৃদয় ব্যতীত ধনী ব্যক্তি হচ্ছে এক কুৎসিত ভিক্ষুক। —রাল্ফ ওয়াল্ডো এমারসন
১১। যা কিছু আকর্ষণীয়, নতুন, তাই মূল্যবান—এমন ভাবার কোন যুক্তি নেই। —মার্ক টোয়েন
১২। পৃথিবীর কী অদ্ভুত রীতি! শুড়ি দোকান জেঁকে বসে থাকে আর দুনিয়ার লোকে তার দোকানে গিয়ে মদ কিনে। ওদিকে দেখ, দুধ-ওয়ালাকে ঘরে ঘরে ধন্না দিয়ে বেচতে হয়। —তুলসী দাস
১৩। ন্যায় বিচারের রূপ একটি, অত্যাচারের শত রূপ। এ কারণে ন্যায় বিচার করা অপেক্ষা অত্যাচার করা সহজ। —প্লেটো
১৪। যে কোন অলৌকিক কথায় বিশ্বাস স্থাপন করতে বুদ্ধি খরচ করতে হয় না। সাধারণ মানুষের রয়েছে বুদ্ধির প্রতি এক মজ্জাগত অনীহা। তাই অলৌকিকতায় বিশ্বাস মরেও মরে না। —আবুল ফজল
১৫। যে শুধু হাত দিয়ে কাজ করে সে শ্রমিক, যে হাতের সঙ্গে সঙ্গে মাথাও খাটায় সে কারিগর, আর যে হাত আর মাথার সঙ্গে হৃদয় মেলায় সেই তো আর্টিস্ট। —অচিন্ত্যকুমার সেনগুপ্ত
১৬। কোন পাপী যদি সুখী হয় তবে বুঝতে হবে তার মধ্যে অপরাধবোধ নেই। —বেন জনসন
১৭। উড়োজাহাজে চড়ে শহরগুলো দেখলে মনে হয় পৃথিবীর চর্মরোগ। —রবীন্দ্রনাথ ঠাকুর
১৮। পুরুষ অপেক্ষা নারীর যৌন ক্ষুধা বেশি কিন্তু তা প্রকাশ করে না—চেপে রাখে তার স্বাভাবিক লজ্জাশীলতার কারণে। —সিগমুন্ড ফ্রয়েড
১৯। মনের চর্চা যাদের কম, গোঁড়ামি তাদের বেশি, সামান্য পরিমাণ নতুনত্বেও তাদের বাধে। —রবীন্দ্রনাথ ঠাকুর
২০। কোন প্রাণিকেই নীচ প্রকৃতির বলা চলে না—নীচতা হলো কেবলমাত্র মানুষের বৈশিষ্ট্য। —জিম করবেট
২১। বিজ্ঞরা কথা বলেন কারণ তাঁদের কিছু একটা বলার থাকে, বেয়াকুফরা কথা বলেন কারণ তাঁদের কিছু একটা বলতে হয়।—প্লেটো
২২। বাঘকে খেয়ে বাঘ বড় হয় না, কেবল মানুষই মানুষকে খেয়ে ফুলে ওঠে। —রবীন্দ্রনাথ ঠাকুর
২৩। প্রস্ফুটিত অপেক্ষা কুঁড়িতেই গোলাপ মিষ্টি দেখায়। —জন লিলি
২৪। মরিতে না হইলে বাঁচিয়া থাকিবার কোন মর্যাদাই থাকিত না। —রবীন্দ্রনাথ ঠাকুর
২৫। আমরা ইচ্ছা করলে প্রতি বছর মেজর ও অফিসার তৈরি করতে পারি কিন্তু বুদ্ধিজীবী তৈরি করতে পারি না। —রবার্ট বাটন
২৬। লক্ষ্যে পৌঁছানোর চেষ্টাতেই গৌরব নিহিত, লক্ষ্যে পৌঁছানোতে নয়। —মহাত্মা গান্ধী
২৭। পাপকে ঠেকাবার জন্যে কিছু না করাই তো পাপ। —রবীন্দ্রনাথ ঠাকুর
২৮। কাকের ডিমও সাদা হয় বিদ্বানের ছেলেও গাধা হয়। —প্রবাদ
২৯। সাহিত্যের উদ্দেশ্য আনন্দ দান করা, কিন্তু যে আনন্দটি গ্রহণ করাও নিতান্ত সহজ নহে, তাহার জন্য শিক্ষা ও সাহায্যের প্রয়োজন। — রবীন্দ্রনাথ ঠাকুর
৩০। কদর্যের মধ্যে যে সৌন্দর্যের সন্ধান পায় সে-ই সত্যিকার শিল্পী। —জোসেফ ক্যাপেন
৩১। অজ্ঞ মানুষেরা নিয়ম মেনে চলে আর জ্ঞানীরা নিয়ম সৃষ্টি করে। —ক্লাউডিয়ান
৩২। কাকের ডিমও সাদা হয় বিদ্বানের ছেলেও গাধা হয়। —প্রবাদ
৩৩। আমার ইচ্ছা কেবল আমার মনের উৎপন্ন পদার্থ নয়, অনেকের ইচ্ছা আমার মধ্যে ইচ্ছিত হয়ে ওঠে। —রবীন্দ্রনাথ ঠাকুর
৩৪। শরীরের চেয়ে ইন্দ্রিয় বড়, ইন্দ্রিয়ের চেয়ে মন বড়, আবার মনের চেয়ে বুদ্ধি বড়, যিনি বুদ্ধির চেয়ে বড়, তিনিই আত্মা। —শ্রীমদ্ভগবদ গীতা
৩৫। যেখানে নদীর জল গভীর সেখানে শব্দ কম। —রবার্ট হেরিক
৩৬। আনন্দের সঙ্গী আছে কিন্তু দুঃখ নিঃসঙ্গ। —রবার্ট নাথান
৩৭। যখন দেখবার সামগ্রী বেড়ে ওঠে তখন দেখাটাই কমে যায়। —রবীন্দ্রনাথ ঠাকুর
৩৮। কেউ এত বেশি চালাক হয় না যে অন্য কেউ তাকে অতিক্রম করতে পারবে না। —জর্জ হাবার্ট
৩৯। চোখ পেটের চেয়ে বড়। —প্রবাদ
১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২২
রাজীব নুর বলেছেন: বানী পড়ে কি কোনো উপকার হয়?
২| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বানী চিরন্তনী- ডঃ কাজী আব্দুল আলীম।
পড়েছি বইটা।
১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৩
রাজীব নুর বলেছেন: ওকে।
৩| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ৭:৫২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বানী চিরন্তনী।এখন আর কেউ পড়ে না।এর পরে হাজার হাজার বানী বের হয়ে গেছে।আরো বেশি বাস্তব আরো বেশি অর্থবহ।
১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৩
রাজীব নুর বলেছেন: সহমত।
৪| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৪২
আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই চমৎকার--------
১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৫| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার সব বানী কেউ বাস্তব জীবনে প্রয়োগ করে না,বড়জোর পান্ডিত্ব জাহির করার জন্য মুখস্থ করে।
১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৪
রাজীব নুর বলেছেন: ইয়েস।
৬| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জীবনের সাথে এসব বানী ওৎপ্রোতভাবে জড়িত
ভালৈা লাগলো
১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৪
রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।
৭| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো, বেশ ভালো, শেষটা সবচেয়ে ভালো, প্রথম মন্তব্য তারচেয়েও বেশি ভালো।
১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৫
রাজীব নুর বলেছেন: ওকে।
৮| ১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:০৮
জিকোব্লগ বলেছেন: আপনার নিজের জীবনে বাণীগুলোর প্রয়োগ কোথায়?
১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:২৯
রাজীব নুর বলেছেন: আমি অনভিজ্ঞ মানুষ। আমার বানী নাই।
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০২০ ভোর ৫:৩০
চাঁদগাজী বলেছেন:
বাণীগুলো বইতে থাকে, পাঠকেরা পড়েন।