নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আপনার দেহ একটি আজব দেশ। অদ্ভুত, অলৌকিক আজব দেশটিকে জানুন!

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৪১



১। আপনি প্রতি মিনিটে ২০ বার চোখের পলক ফেলেন যা, বছরে ১০ মিলিয়নেরও অধিক!

২। আপনার কান কখনো বন্ধ না এটা ক্রমবর্ধমান!

৩। কানের খইল প্রকৃতপক্ষে একপ্রকার ঘাম!

৪। জিহ্বা প্রায় ৮০০০ টেস্ট-বাড দিয়ে আবৃত, যাহার ১০০ টি করে সেল অন্তর্ভুক্ত, এই সেলগুলোই খাবারে স্বাদ আনায়ন করে!

৫। আপনি জীবদশ্যায় ৪০,০০০ লিটার থুতু উৎপাদন করেন!

৬। নাক গড়ে প্রতিদিন একবাটি নাকের শ্লেষ্মা উৎপন্ন করে!

৭। আপনি প্রায় ১ সে.মি. লম্বা হন যখন ঘুম থেকে উঠেন, এটা ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত! একারণে যে, কোমল তরুণাস্থি গুলো সারাদিন ব্যাপি হাড়ের মধ্যে গাদাগাদি ও সঙ্কুচিত হয়ে থাকে!

৮। যদি দিনে ১২ ঘন্টা হাটা যায়, তবে ৬৯০ দিনে গোটা বিশ্ব হাটা যাবে!

৯। শুধুমাত্র পেশী, যাহা কখনো ক্লান্ত করে না, হৃদয় এটাই!

১০। আপনার ত্বকের উপরি ভাগটি প্রত্যেক মাসে প্রতিস্থাপিত হচ্ছে, অন্য অর্থে জীবনে প্রায় ১০০০ পৃথক ত্বক পাচ্ছেন!

১১। মানব দেহে ২.৫ মিলিয়ন ঘাম বের হওয়ার ছিদ্র আছে!

১২। আপনি প্রতি মিনিটে ৩০,০০০ মৃত ত্বকের কোষ ত্বক থেকে খসান!

১৩। আপনি ৭০ বছর বাঁচলে আপনার হৃদস্পন্দন ২.৫ বিলিয়ন বার হয়!

১৪ অধিকাংশ মানুষ গড়ে তাদের জীবনের গোটা এক বছর টয়লেটে বসে অতিবাহিত করে!

১৫। মানুষ প্রতিদিন গড়ে যে বাতকর্ম করে থাকে তা দিয়ে একটি পার্টির বেলুন পূর্ণ করা যায়!

১৬। আমরা একটি গোসলখানা তৈরী করতে যথেষ্ট পরিমানে ছোট করি!

১৭। চোখের তারার স্বচ্চ আবরণ দেহের একমাত্র অংশ যাহা রক্ত সরবরাহ করে না অক্সিজেন সরাসরি বাতাস থেকে নেয়!

১৮। মানব দেহে প্রচুর চর্বি থাকে যা দিয়ে ৭টি সাবান তৈরী হতে পারে!

১৯। অতিশয় অনাহারে মস্তিষ্ক নিজেকে খেতে শুরু করে!

২০। মানবদেহে প্রতিটি অঙ্গ দুটি করে থাকে, জীবন চলতে একটি অঙ্গ কাজে আসে!

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৫১

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: দারুণ, অজানাকে জানলাম। ভালো থাকবেন, এরকম সুন্দর পোস্ট আরও পাব আশা করছি।

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: ওকে। পোষ্ট আসবে।

২| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১১:০২

চাঁদগাজী বলেছেন:


মানুষের ভাবনাশক্তিটা কি?

১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২২

রাজীব নুর বলেছেন: স্বপ্ন।

৩| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১:৩১

ইফতেখার ভূইয়া বলেছেন: পড়ে ভালো লেগেছে কিন্তুু ১৬ নাম্বার পয়েন্ট বুঝতে পারিনি।

১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১:৩৭

রাজীব নুর বলেছেন: বাড়ি করার সময় সবাই বেড রুম, ড্রয়িং রুম, ডাইনিং বড় বড় করে। কিন্তু ওয়াশরুম ছোট করে। কিন্তু ওয়াশরুম বড় করার দরকার। দুনিয়ার বড় বড় চিন্তা গুলো মানুষ ওয়াশরুমে বসেই করে।

৪| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আজকাল ঢাকা শহরে যিনি পরামর্শক এর কথা মতো বাড়ী করছেন
তাদের বাড়ীর বাথরুমে হাডুডু খেলা যায় ।

১৯ শে নভেম্বর, ২০২০ রাত ২:০৪

রাজীব নুর বলেছেন: ভালো তো।

৫| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১:৫২

শুভ্রনীল শুভ্রা বলেছেন: আপনার কাছে একটা প্রশ্ন ছিল: আপনি কোয়ালিটি তে বিশ্বাসী নাকি কোয়ান্টিটিতে?

১৯ শে নভেম্বর, ২০২০ রাত ২:০৫

রাজীব নুর বলেছেন: দুটাই।

৬| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ২:৪৬

শুভ্রনীল শুভ্রা বলেছেন: আপনার কি মনে হয় সৃজনশীল কাজে একজন মানুষ একই সময়ে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোতেই সমান পরিমাণ ফোকাসড হতে পারে?

১৯ শে নভেম্বর, ২০২০ রাত ২:৫৫

রাজীব নুর বলেছেন: সেটা সম্ভব না।

৭| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ৩:৪১

শুভ্রনীল শুভ্রা বলেছেন: তাহলে তো দুটোতেই বিশ্বাসী হতে পারার কথা না। কারো ফোকাসড পয়েন্ট থাকে কোয়ালিটি আবার কারো কোয়ান্টিটি। আপনার একটু পরপর পোস্ট করার প্রবণতা দেখে মনে হয় আপনি আসলে কোয়ান্টিটিতে বিশ্বাসী। যেকোনো কিছুতে ভালো হতে হলে কোয়ালিটিতে ফোকাসড থাকতে হয় বলে বিশ্বাস করি। আমার বিশ্বাস ভুলও হতে পারে। আপনি একজন উদাহরণযোগ্য ভালো ব্লগার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান সেজন্য মনে হলো শুভাকাংখী হিসেবে এটুকু বলা যায়।

এই ব্লগে শ্রদ্ধেয় ব্লগার ড. এম এ আলী সাহেব, চাঁদগাজী সাহেব, শের শায়রী ভাইয়া, আহমেদ জী. এস সাহেব, খায়রুল আহসান সাহেব সহ আরো যাঁরা ভালো ব্লগার আছেন তারাও দিনে এতগুলা করে পোস্ট দেন না, দিতে দেখিনি কখনো। তবুও তাঁরা ব্লগার হিসেবে, ব্যক্তিত্ববোধ সম্পন্ন মানুষ হিসেবে বেশ সম্মান পাবার যোগ্য বলে মনে হয়।

১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৩

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন। আপনি সঠিক কথা বলেছেন।

৮| ১৯ শে নভেম্বর, ২০২০ ভোর ৬:২৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কিন্তু তত্ত্ব জানলাম না কিছুই।
যতটা পারেন লিখে জান।যত লিখবেন ততই লিখা উন্নত হবে।

১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: এই একটা একাজই করে আনন্দ পাচ্ছি। লিখে যাওয়া।

৯| ১৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:১৭

লর্ড ভ্যারিস বলেছেন: আমার মতো যাদের বাথরুমে ফোন নিয়ে যাওয়ার অভ্যেস আছে তারা বছরে একবছর না, মনেহয় চার/পাঁচ বছর অতিবাহিত করে। :P

১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: অনেকে পত্রিকা নিয়ে যায়, বই নিয়ে যায়, চা কফিও নিয়ে যায় কেউ কেউ।

১০| ১৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২৫

রামিসা রোজা বলেছেন:

আপনি খুব ইন্টেলিজেন্ট ....

১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৩

রাজীব নুর বলেছেন: না।

১১| ১৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট

১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ বোন।

১২| ১৯ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৪১

বিএম বরকতউল্লাহ বলেছেন: রাজীব নুর কি দেহত্ত্ববিদ কিসিমের কিছু হয়ে গেলেন নাকি!
পড়ে খুব আনন্দ পেলাম। মজার সব তথ্য।

১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

১৩| ১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৫

ফয়সাল রকি বলেছেন: ২০ নম্বর অনুযায়ী এক পা দিয়েই হাঁটা সম্ভব! কিন্তু লাগে তো দুই পা!!!

১৯ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: না এক পায়ে হাঁটা যায় না। এক পায়ে লাফানোও কষ্টকর।

১৪| ১৯ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫২

ডাব্বা বলেছেন: নাম্বার নাইন, বুঝতে পারিনি। :(

১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: দুই একটা না বুঝলে সমস্যা নাই।

১৫| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৩২

আমিন রবিন বলেছেন: গুগল ট্রান্সলেটের উপরে বেশি নির্ভর না করাই ভালো।

১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১১:০০

রাজীব নুর বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.