নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
দাঁতের যন্ত্রণা যখন শুরু হয়-
তখন মনে হয়না কারো সঙ্গে কথা বলি,
কেউ ভালো কথা বললেও রাগে শরীর জ্বলে
দুপ করে রাগে জ্বলে ওঠে মাথা
আসলে দোষ আমার না, তারও না
দোষ হল গিয়ে দাঁতের।
সময়ের প্রয়োজনে ভালো থাকার আশায়
নিজেকে বদলে নিতে হয়,
উপযোগী করে তুলুতে হয় পরিবেশের সাথে
কাদা না খুজে আকাশের তারা খুঁজার চেষ্টা করতে হয়।
ভালোবাসা মানে আত্মসমর্পণ-
কেউ এক গালে চড় মারলে তাকে অন্য গাল পেতে দাও
সেটা মারার পর সে লজ্জিত হবে, নিজেকে শুধরে নিবে!
একটা নিরাপদ জায়গার সন্ধান দাও- হে ঈশ্বর,
যে নিরাপদ স্থানে পাপ আমাকে স্পর্শ করবে না
আমি যে তোমার অন্তর্যামী তা কিন্তু এমনি নয়
তুমি যতক্ষন আমাকে ভালোবাসো
ততক্ষনই আমি তোমার অন্তর্যামী।
একটা বিষাক্ত সাপের কামড় খেতে ইচ্ছা করছে খুব।
(আমি কবিতা লিখতে পারি না। কবিতা লেখা আমার পক্ষে সম্ভব নয়। তবু কিছু দিন পর পর কবিতার মতোন করে কিছু একটা লিখতে ইচ্ছা করে। লিখি। এই অপরাধ আমাকে ক্ষমা করবেন। এদিকে, ডেঙ্গু রোগের চিকিৎসায় ‘এলট্রোম্বোপ্যাগ’ওষুধ ব্যবহারে কার্যকারিতার প্রমাণ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের তিন বিজ্ঞানীর নেতৃত্বে গবেষণা করা একদল গবেষক। অভিনন্দন রিনা আক্তার ও রিমা সুলতানাকে। তাঁরা বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেয়েছেন। তাদেরকে অনুসরণ করে এভাবে এগিয়ে যাবে আরো অনেক তরুণ-তরুণীরা। এগিয়ে যাবে বাংলাদেশ।)
২৫ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ২৫ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:২১
শায়মা বলেছেন: এবার দাঁতের ব্যাথার অব্যার্থ ওষুধ বের করুক নারীরা।
২৫ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৭
রাজীব নুর বলেছেন: দাত ব্যথার ওষুধ আছে। আর নতুন কি বের করবে/
৩| ২৫ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩০
খায়রুল আহসান বলেছেন: সাপের দাঁতের বিষ দিয়ে নিজের দাঁতের বিষ কমাতে চান? তার চেয়ে একজন ভালো ডেন্টিস্ট এর কাছে গেলেই তো হয়। আমাদের ব্লগেও হয়তো তেমন কেউ থেকে থাকবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা চিকিৎসা মহাবিদ্যালয়ের তিন মেধাবী বিজ্ঞানীর গবেষণার ফসল হিসেবে ডেঙ্গুর প্রতিষেধক আবিষ্কৃত হয়েছে, এটা একটা অত্যন্ত শুভ সংবাদ। দাঁতের যন্ত্রণা মুখে ধারণ করেও এমন একটা শুভ সংবাদ জানাবার জন্য অশেষ ধন্যবাদ।
পোস্টে দ্বিতীয় ভাল লাগা + +।
২৫ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: কি সুন্দর গুছিয়ে মন্তব্য করেছেন। মন্তব্য পড়ে আমি মুগ্ধ!
ভালো থাকুন। সুস্থ থাকুন। ভালোবাসা জানবেন।
৪| ২৫ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:২৭
রানার ব্লগ বলেছেন: মানুষের মুখের লালাও অনেক বড় টক্সিন , যায়গা মত ঢুকিয়ে দিতে পারলেই কম্ম সাবার
২৫ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪১
রাজীব নুর বলেছেন: বুঝলাম না।
৫| ২৫ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:২২
চাঁদগাজী বলেছেন:
রিনা আক্তার ও রিমা সুলতানা কি করছেন?
ডেংগু প্রতিরোধে ১০/১২টা দেশ কাজ করছে; বাংলাদেশ সেখানে যোগ দেয়নি। ঢাকায় যাঁরা কাজ করছেন, তাঁরা কি কোন তৈরি করা ঔষধের উপর কাজ করছেন, নাকি নতুন কিছু তৈরি করেছেন?
২৫ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:২৮
রাজীব নুর বলেছেন: ১। তারা কিছু ভাল কাজ করেছেন, যেমন রোহিংগাদের জন্য কল্যানকর কাজ করেছেন।
২। দরিদ্র দেশ হিসেবে ঢাকাবিশ্ববিদ্যালয় যা করেছে, অনেক করেছে।
দুটা বিষয়ই বিস্তারিত জেনে আপনাকে জানাবো?
এখন আমি হাঁটতে বের হবো। চা খাবো। ফিরে এসে দেখা হবে।
৬| ২৫ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:২৩
ফয়সাল রকি বলেছেন: শুভকামনা কবি।
অভিনন্দন গবেষকদের।
২৬ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০৩
রাজীব নুর বলেছেন: আমি কবি না।
সেই যোগ্যতা আমার নেই।
ধন্যবাদ। ভালো থাকুন।
৭| ২৬ শে নভেম্বর, ২০২০ রাত ৩:২১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কবিতা ভালো হয়েছে।কবিতা আবার কেমন হবে,কবিতা এই রকমই হয়।
২৬ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:১৪
আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই ---------আরও উন্নয়ত হোক