নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। মন্টুঃ ঐ যে সামনের টেবিলে বসে আছে তার সাথে আমার শত্রুতা আছে।
বল্টুঃ কিন্তু টেবিলে তো চারজন লোক বসে আছে।
মন্টুঃ যার মুখে গোঁফ আছে সে।
বল্টুঃ গোঁফ তো সবার মুখেই আছে।
মন্টুঃ আরে যে সাদা শার্ট পড়ে আছে।
বল্টুঃ কিন্তু সাদা শার্ট তো সবাই পড়া।
মন্টুঃ (রেগে গিয়ে পিস্তল বের করে তিনজনকে গুলি মেরে দিয়ে বলল)
"যেইটা বাকি আছে সেইটা। ওই বেটারে আমি ছাড়মু না।"
২। রেস্টুরেন্টের বাইরে সাইনবোর্ডে লেখা-"
এখানে এসে যত খুশি খেয়ে যান...আপনাকে বিল দিতে হবে না; আপনার নাতি-নাতনীরা এসে বিল দিবে"।
এটা দেখে এক লোক ভিতরে ঢুকে ইচ্ছে মতো খেলো...
এরপর ওয়েটার যখন বিল দিলো;
তখন সে বলল-"এ বিল আমার নাতি দিবে...
"ওয়েটার হেসে বলল, "৷ এটা আপনার দাদার বিল...
৩। ছেলে বাবার কাছে টাকা চেয়ে চিঠি লিখছে।
টাকা নাই পয়সা নাই ইতি তোমার পুত।
বাবা এই চিঠি দেখে মেজাজ খারাপ হয়ে গেছে, আমার কথা তার মার কথা কিছু জিজ্ঞেস করলনা।
বাবার ফিরতি চিঠি
টাকা নাই পয়সা নাই ইতি তোমার বাপ।
৪। মৌখিক পরীক্ষা চলছে। বিষয় পদার্থবিদ্যা। এক ছাত্রকে শিক্ষক প্রশ্ন করছেন-
শিক্ষকঃ আচ্ছা, বলতো- আলোরবেগ বেশি না শব্দের?
১ম ছাত্রঃ স্যার, আলোর।
শিক্ষকঃ গুড। তা একটা উদাহরণ দাও তো?
১ম ছাত্রঃ আমরা যখন কম্পিউটার অন করি তখন আগে আলো জ্বলে কিন্তু তার অনেক পরেশব্দ শুনতে পাই। অতএব আলোর বেগ শব্দের চেয়ে বেশি।
…
শিক্ষকঃ গর্দভ কোথাকার! এটা কি কোন উদাহরণ হল!
৫। প্রেমিকা তার প্রেমিককে ভালবেসে চুমু খেল ।
অতঃপর বলল, যাহ! তোমার গালে লিপস্টিকের দাগ লেগে গেল । প্রেমিকের চট জলদি উত্তর,
দাগ থেকে যদি দারুন কিছু হয় তবে দাগই ভাল ।
৬। একজন পদার্থবিজ্ঞানী, জীববিজ্ঞানী এবং গণিতবিদ একটি কাফেতে বসে রাস্তার অপর পাড়ের একটি বাড়িতে মানুষজনের আসা যাওয়া দেখছেন। প্রথমে তারা দেখলেন দু’জন লোক বাড়িটিতে প্রবেশ করছে। কিছু সময় অতিবাহিত হল। কিছুক্ষণ পর তারা দেখতে পেলেন তিনজন লোক বাড়িটি থেকে বের হয়ে এল।
পদার্থবিজ্ঞানী বললেনঃ গণনা ত্রুটিপূর্ণ ছিল বলে ধারণা করছি।
জীববিজ্ঞানী মন্তব্য করলেনঃ আমার মনে হয় তারা বংশবৃদ্ধি করেছে। আর
গণিতবিদ বললেনঃ আরও একজন লোক বাড়িটিতে প্রবেশ করলে তা খালি হয়ে যাবে।
০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৯
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
২| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Okay
০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪০
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৩| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আধুনিক কৌতুক
০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪১
রাজীব নুর বলেছেন: অবশ্যই।
৪| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৫
নেওয়াজ আলি বলেছেন: মজার কৌতুক
০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৫| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন: ১, ২ আগে পড়েছি।
০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৬
রাজীব নুর বলেছেন: মাই ব্যাড লাক।
৬| ০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১:১৭
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: প্রথম আর শেষেরটা মারাত্মক।
০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ১:৫২
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪০
অধীতি বলেছেন: শেষেরটা জোশ