নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কিছু ছবি যা আপনি আগে কখনও দেখেননি

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৫


শুক্রবার একটা বিশেষ দিন।
ইসলাম ধর্মমতানুযায়ী শুক্রবার দিনে সকল মুসলমান মসজিদে একত্রিত হয়ে ইমামের পিছনে দলবদ্ধভাবে জুম'আর নামায আদায় করেন। জুমার দিন বা সাপ্তাহিক ঈদের দিন হিসেবে কেউ যদি ভালো খাবারের আয়োজন করেন, সেটা করতে পারেন। কোনো অসুবিধা নেই। এটা বাধ্যতামূলক বিষয় নয়। কিন্তু এটা আদব হিসেবে সাব্যস্ত হয়নি। পবিত্র কোরআনের নির্দেশ, জুমার আযান হলেই বেচাকেনা বন্ধ করে দাও, আল্লাহর স্মরণে চলো। নবী (সা) এ দিনের বিপুল ফজিলত বর্ণনা করেছেন। প্রথম হিজরি সন। নবী (সা.) মক্কা ছেড়ে মদিনা গেলেন। নবী (সা.) এর মদিনায় পৌঁছার দিনটি ছিল ইয়াওমুল আরুবা (শুক্রবার)। সেদিন তিনি বনি সালেম গোত্রের উপত্যকায় গেলে জোহর নামাজের সময় হয়। সেখানে তিনি জোহর নামাজের পরিবর্তে জুমার নামাজ আদায় করেন। এটাই ইতিহাসের প্রথম জুমার নামাজ। যে ব্যক্তি জুমার দিন ৮০ বার দরুদ পড়ে তার ৮০ বছরের গুনাহ মাফ করে দেয়া হয়। যাই হোক, এখন কিছু ছবি দেখুন। ছবি গুলো বিভিন্ন সময় নেট থেকে সংগ্রহ করেছি।


১। ইংল্যান্ডের এক শিশু এবং তার অদ্ভুত পোষা কুমির।

২। কলকাতার এক পরিবারের সাত ভাইয়ের ছবি।

৩। এরকম একটা ছবি জীবনে তুলতে পারি নাই। আফসোস।

৪। ভিয়েতনাম যুদ্ধের শুরুতে অপেরা হ্যানয়। ভিয়েতনাম। (১৯৪৫- ২০১৫)

৫। হুম। মাঝে মাঝে এরকমও হয়।

৬।
পৃথিবীর আয়না, বলিভিয়া
পৃথিবীর সবচেয়ে বড় এই আয়নার বুকে হাঁটার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। আপনি যখন এর উপর দিয়ে হাঁটবেন তখন মনে হবে আপনি মাটি বা পানিতে নয়, হাঁটছেন আকাশের মেঘে, কোনো স্বর্গীয় জগতে। কারণ উপর নিচে স্বচ্ছ মেঘের আকাশ আর শুভ্র বর্ণের লবণ ছাড়া অন্য কিছু চোখে পড়বে না। প্রাচীনকালে অনেকগুলি লেকের একসাথে মিলনের ফলে সালার ডি ইয়ুনির জন্ম হয়। লবণ-সমতল বা সল্ট-ফ্ল্যাট প্রতিবিম্বের সল্ট-ফ্ল্যাট খুব স্বচ্ছ আয়না হিসেবে কাজ করে। স্যাটেলাইটের শক্তি বা ক্ষমতা নির্ণয়ের জন্য এটা ব্যবহার করা হয়। এই লবণভূমির আয়তন ১০ হাজার ৫শ ৮২ স্কয়ার কিলোমিটার। এটা আন্দিজ পর্বতমালার খুব কাছাকাছি অবস্থিত। তাই আকাশটা এখান থেকে দেখা যায় চোখজুড়ানো সৌন্দর্যে। এই লবণভূমির পাশেই রয়েছে একটি গাঢ় গোলাপি জলের লেক। লেকটি আবার গোলাপি ফ্লামিংগো পাখির প্রজননের অন্যতম স্থান।

৭।
পাকিস্তানের ভুত গাছ।
নজরকাড়া ঘটনাটি পাকিস্তানের কিছু অংশে বন্যার কারনে ঘটেছিলো। লক্ষ লক্ষ মাকড়সা বন্যার পানি থেকে বাঁচতে গাছগুলিতে উঠে এবং পুরো গাছ ঝুড়ে জাল বুনে।আর বন্যার পানি কমতে সময় নেওয়ায় অনেক গাছ ভুতুড়ে মাকড়সার জালগুলিতে পরিণত হয়।

৮।
ছবিটি ১৯৭১ সালের স্বাধীনতা সময়কার ছবি। দুইজন আত্মগোপনকারী গেরিলা দেশ স্বাধীন হওয়ার পর একজন আরেকজনকে দেখে জড়িয়ে ধরে এবং আবেগাপ্লুত হয়ে যায়।

৯। এঞ্জেল ওক গাছ। অবস্থান: চার্লসটন, দক্ষিণ ক্যারোলিনা। বিশেষত্ব: চারশ বছরের পুরনো গাছ। শিকড় সবদিকেই বৃদ্ধি পায়। গাছটি একাই ১৭,২০০ বর্গফুট এলাকা ছায়া দিতে পারে!

১০। পেঁচা – Maxime Lagere (কানাডা)

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৮

নেওয়াজ আলি বলেছেন: ছবি ইতিহাসের এবং সৌন্দর্যময়। শুক্রবার আমার দুই মেয়েের জন্য একটু ভালো খাবার আয়োজন করতে হয়। সকালের নাস্তা দুপরে খাবার এবং বিকালের নাস্তা সব অন্যদিন হতে আলাদা চাই। হা হা হা।

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: একজন বাপের অনেক দায়িত্ব।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:



১০ নং:

ঢাকা শহরে পেঁচা আছে?

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: হ্যা ঢাকা শহরে প্যাঁচা আছে।
তবে এসব প্যাঁচা দিনের বেলা দেখা যায় না।
সুরভিদের বাসায় গেলে প্যাঁচা দেখা যায়। ওদের বাসার ছাদ থেকে আশেপাশের বিল্ডিং এর সানসেটে মাঝে মাঝে প্যাঁচা দেখা যায় রাতের বেলায়।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০২

ঢাবিয়ান বলেছেন: সবগুলো ছবিই অসাধারন

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪১

মরুভূমির জলদস্যু বলেছেন: বেশ হয়েছে। একটি ছবিও আগে দেখিনি। শুধু ৬ নাম্বারের অন্য একটা ছবি দেখেছিলাম।

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৫

রাজীব নুর বলেছেন: আপনি তো ছবির মানুষ।
ফ্লিকারেও আছেন নিশ্চয়ই।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ২, পরিবারটি কি আপনার চেনাজানা কেউ?

জুম্মার নামাজ কিভাবে পড়তে হয়,কয় রাকাত পড়তে হয় কোরানে কোথাও লেখা আছে?২৫০ বছর পরে লেখা হাদিস ছাড়া।নবী মুহাম্মদ ( সাঃ) এর মৃত্যুর ১০০ বছরের মধ্যে লেখা কোন কিতাবে।জানার বড় ইচ্ছা

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: ২, না আমার চেনা না।

কোরআনে লেখা নাই। হাদিসে আছে। আমার নবিজির হাদীস।
আপনাকে আমি জানাবো। একটূ পড়াশোণা করে নিই।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০২

রামিসা রোজা বলেছেন:

সাত ভাইয়ের ছবি অসাধারণ হয়েছে ।

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: হে হে---
বলেছি না। এরকম ছবি আগে দেখেন নি।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৯

অধীতি বলেছেন: পেঁচাটা সুন্দর। ছোট বেলায় পেঁচা ধরতে গিয়ে গাছ থেকেই নদীতে ঝাঁপ দিতে হয়েছিলো।

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: হা হা হা-----

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ৯:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো ছবি ব্লগ।
কলকাতার এক পরিবারের সাত ভাইয়ের যে ছবিটা দিলেন, ভালো কথা। কিন্তু এখানে ওদের বোন চম্পার ছবিটা না দেওয়াটা ভালো লাগেনি।

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: চম্পা ভীষন দুষ্ট। সে ছবি তুলবে না।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৫

ফটিকলাল বলেছেন: ছবিগুলো নস্টালজিক করে ফেলে

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: এটাই তো চেয়েছিলাম।

১০| ০৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৫৫

এমেরিকা বলেছেন: গেরিলাদের ছবিটি হৃদয় ছুঁয়ে গেছে। স্বাধীন দেশে খোলা হাওয়ায় তপ্ত রোদে বিচরণ করার যে তৃপ্তি - তা উনারা সুদে আসলে উপভোগ করে নিচ্ছে।

০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৬

রাজীব নুর বলেছেন: ইয়েস।

১১| ০৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৯

ইসিয়াক বলেছেন: বাহ বেশ সুন্দর ছবি।

০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৭

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।

১২| ০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৮

অজানা তীর্থ বলেছেন: ৫ নম্বরটা হা…হা…হা… ৫ গুনন ২ দশ এর টা ধরতে গিয়ে বাসার বারান্দার গ্রীল টপকিয়ে চুপি চুপি এটাক করতে গিয়ে দেখি হাড্ডির কারখানা বানিয়ে রেকেছে দম্পতিযুগল। তার পর ভয়ে আর ধরিনি।

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: হ্যা এরকম কিছু একটা হয়েছে বোধহয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.