নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

সুরা আন’য়াম

০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:১৭



সূরা আল আনআম কুরআনের ৬ নম্বর সূরা।
এর আয়াত সংখ্যা ১৬৫টি এবং এর রূকুর সংখ্যা ২০টি। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। এই সূরাতে আল্লাহর একত্ববাদ, পূণরুত্থান, জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। হযরত মুয়াজ ইবনে জাবালের চাচাত বোন হযরত আসমা বিনতে ইয়াযিদ বলেন, আল্লাহর রাসূল উটনীর পিঠে সওয়ার থাকা অবস্থায় এ সূরাটি নাযিল হতে থাকে। যে রাতে এ সূরাটি নাযিল হয় সে রাতেই আল্লাহর রসূল এটিকে লিপিবদ্ধ করান।

এ সূরার ১৬ ও ১৭ রুকূতে কোন কোন আন’আমের (গৃহপালিত পশু) হারাম হওয়া এবং কোন কোনটির হালাল হওয়া সম্পর্কিত আরববাসীদের কাল্পনিক ও কুসংস্কারমূলক ধারণা বিশ্বাসকে খণ্ডন করা হয়েছে। এ প্রেক্ষিতে এ সূরাকে আল আন’আম নামকরণ করা হয়েছে। সুরা আন‌আম-আয়াত ৪২ নং এ বলা হয়েছে- তারপর আমি তাদের উপর রোগব্যাধি, অভাব, দারিদ্র্য, ক্ষুধা চাপিয়ে দিয়ে ছিলাম, যেন তারা আমার কাছে নম্রতাসহ নতি স্বীকার করে। সূরা আনআম বাংলা অর্থসহ পড়তে চাইলে- সূরা আনআম।

আল্লাহর রসূল যখন মানুষকে ইসলামের দিকে দেওয়াত দেবার কাজ শুরু করেছিলেন। তারপর থেকে বারোটি বছর অতীত হয়ে গিয়েছিল। কুরাইশদের প্রতিবন্ধকতা, জুলুম ও নির্যাতন চরমে পৌঁছে গিয়েছিল। ইসলাম গ্রহণকারীদের একটি অংশ তাদের অত্যাচার নিপীড়নে অতিষ্ঠ হয়ে দেশ ত্যাগ করেছিল। তারা হাবশায় (ইথিওপিয়া) অবস্থান করছিল। নবী (স.) সাহায্য-সমর্থন করার জন্য আবু তালিব বা হযরত খাদীজা (রা) কেউই বেঁচে ছিলেন না। ফলে সব রকমের পার্থিব সাহায্য থেকে বঞ্চিত হয়ে তিনি কঠোর প্রতিবন্ধকতার মধ্য দিয়ে ইসলাম প্রচার ও রিসালতের দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। তাঁর ইসলাম প্রচারের প্রভাবে মক্কায় ও চারপাশের গোত্রীয় উপজাতিদের মধ্য থেকে সৎ লোকেরা একের পর এক ইসলাম গ্রহণ করে চলছিলো।

১। আল্লাহ পৃথিবীতে কাউকে কম ও কাউকে বেশি সম্পদ দিয়েছেন। এটা মানুষের জন্য হীনতা বা মর্যাদার বা একে-অপরের ওপর শ্রেষ্ঠত্বের মাধ্যম নয়, বরং এসবই পরীক্ষার মাধ্যম।
২। এ ধরনের পরীক্ষায় ফেল করা মানুষকে দ্রুত শাস্তি দেবেন আল্লাহ। আর পরীক্ষায় উত্তীর্ণ বান্দাদের প্রতি আল্লাহ করুণাময় ও ক্ষমাশীল।
৩। আমাদের যা কিছু আছে তা আল্লাহরই সম্পদ। একথা মনে রাখলে আল্লাহর পথে তাঁরই দেয়া সম্পদ দান করা সহজ হবে।

সূরা আনআম'ই একমাত্র এমন একটি সূরা যা আদ্যপান্ত এক সাথে একই সময়ে নাযিল হয়। এটি রাতের বেলা নাযিল হয়। কয়েকজন কুরাইশ নেতা রাসূলুল্লাহ (স.)-এর নিকট দিয়ে যাচ্ছিল। তাঁর নিকটে তখন ছুহাইব, আম্মার, বেলাল, খাববাব প্রমুখ হতদরিদ্র মুসলমানগণ উপবিষ্ট ছিলেন। তখন তারা বলল, হে মুুহাম্মাদ! আপনি আপনার কওমকে ফেলে কিভাবে এদের নিয়ে সন্তুষ্ট আছেন? আমাদের মধ্য হতে কি আল্লাহ তা‘আলা কেবল এদেরই অনুগৃহীত করেছেন, আমরা কি এদের তল্পিবাহক হবো? আপনি এদের তাড়িয়ে দিন, আপনার নিকটে এদের বসতে দিবেন না। তাহ‘লে হয়ত আমরা আপনাকে অনুসরণ করতে পারি। তখন আল্লাহ উক্ত সূরার ৫২ নং আয়াত নাযিল করেন।

আগের পোষ্ট গুলোঃ
১। সূরা আল ফাতিহা
২। সূরা বাকারা
৩। সূরা আল ইমরান
৪। সূরা আন নিসা
৫। সূরা মায়েদা

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩০

চাঁদগাজী বলেছেন:


আল্লাহ সম্পদ দেয় না, বাংলাদেশে বাস করলে, সেটা বুঝতে আরো সহজ হয়; ঋণ খেলাপিরা আল্লাহের সম্পদের জন্য বসে থাকেনি, তারা বাংলাদেশের ব্যাংকগুলো থেকে সম্পদ যোগাড় করে নিয়েছে

০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: এরকম সত্য কথা বললে, ধার্মিকেরা বিপদে পড়ে যাবেন।

২| ০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩২

চাঁদগাজী বলেছেন:




চেংগিস খানকে সম্পদ দেয়ার জন্য আল্লাহ কত লাখ মানুষকে হত্যা করার সুযোগ করে দিয়েছিলেন?

০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: হা হা হা-----
উফ আল্লাহ!!!!

৩| ০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৮

আলমগীর সরকার লিটন বলেছেন: অনবদ্য প্রকাশ রাজীব দা

০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: হুম।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০১

কথক আরমান বলেছেন: আমি কিছু ধনীর প্রানহীন চোখে তাকিয়ে দেখেছি সুখই সম্পদ।

০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: সুখের থেকে স্বস্তিতে থাকা ভালো।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৭

এস এ মেহেদী বলেছেন: "যেটুকু দিয়েছেন তিনি সেটুকু নিয়েই আমি সন্তুষ্ট "
Ameen.

০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: আমিন।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:



আল্লাহ কি টোকাইদের থেকে পরীক্ষা নিচ্ছেন (সম্পদ সাবজেক্টের উপর)?

০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: আলাহর লীলাখেলা আমাদের মতো অতি সাধারণ মানুষদের বুঝার কথা না।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩০

তারেক ফাহিম বলেছেন: আত্মতৃপ্তির মাঝে সুখ নিহিত।

০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: অর্থনীতির সুত্র বলে মান্নুষের চাহিদার শেষ নেই।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " আলাহর লীলাখেলা আমাদের মতো অতি সাধারণ মানুষদের বুঝার কথা না। "

-আমরা যদি আল্লাহের লীলাখেলা না বুঝি, মাদ্রাসার মোল্লারা কিভাবে বুঝবে? তা'হলে, উনার লীলাখেলা কেহই বুঝতেছে না, সবাই না বুঝে গল্প বলে যাচ্ছে!

০৯ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৬

রাজীব নুর বলেছেন: শুজুরেরা আল্লাহর লীলা বিশ্বাস করে। আমরা করি না। প্রার্থক্য এটাই।

৯| ০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৪

ফটিকলাল বলেছেন: আমিন

যিনি এমন পোস্ট লেখেন তাকে মানুষ কিভাবে সংশয়বাদী বলে মাথায় আসে না।

০৯ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৬

রাজীব নুর বলেছেন: মানুষ আমাকে ভুল বুঝে।

১০| ০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৭

সোনালি কাবিন বলেছেন: চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " আলাহর লীলাখেলা আমাদের মতো অতি সাধারণ মানুষদের বুঝার কথা না। "

-আমরা যদি আল্লাহের লীলাখেলা না বুঝি, মাদ্রাসার মোল্লারা কিভাবে বুঝবে? তা'হলে, উনার লীলাখেলা কেহই বুঝতেছে না, সবাই না বুঝে গল্প বলে যাচ্ছে!

/ হা হা /

০৯ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৬

রাজীব নুর বলেছেন: হুম।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


বিশ্বে এমন সব বিলিওনিয়ার আছে, আল্লাহ যদি বেশেশত, দোযখ ইত্যাদি মেরামত করতে চান, এসব বিলিওনিয়ারদের থেকে ঋন নিতে পারবেন।

০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: হে হে---
আল্লাহর ঋণ নিতে হবে না।
তিনি বলবেন ''হও''। আর হয়ে যাবে।

১২| ০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:১৩

শ।মসীর বলেছেন: ভাল লাগল প্রেক্ষাপট টা পড়ে ।

০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মানুষ পৃথীবিতে আসার কত হাজার বছর পর আল্লাহর ধারনা পেয়েছে।আল্লাহ ছাড়া মানুষ লক্ষ লক্ষ বছর চলেছে ,এখনো কোটি কোটি মানুষ আল্লাহ ছাড়াই শুখে শান্তিতে বসবাস করছে।

০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: তা ঠিক।

প্রভু ছাড়াও জীবন চলে।

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৮

শাহেদ_মানিকগঙ্জ বলেছেন: চাঁদগাজী বলেছেন:


বিশ্বে এমন সব বিলিওনিয়ার আছে, আল্লাহ যদি বেশেশত, দোযখ ইত্যাদি মেরামত করতে চান, এসব বিলিওনিয়ারদের থেকে ঋন নিতে পারবেন।

শ্রদ্ধেয় চাঁদগাজী সাহেবের কাছে প্রশ্ন:
আপনি কি আল্লাহ্ আছেন, এটা বিশ্বাস করেন?

১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: এটা যার যার ব্যক্তিগত বিষয়। এরকম কথা জিজ্ঞেস করা ঠিক না।

১৫| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০২

নেওয়াজ আলি বলেছেন: আপনার এই পোষ্ট এখনই এই সুরার বাংলা অর্থ পড়লাম।

১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: ্মাশাল্লাহ।

১৬| ১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৩৫

কবিতা ক্থ্য বলেছেন: আবার ধন্যবাদ রাজীব ভাই।
ব্লগে এক ই সংগে সবাই কে খুশি করে পোস্ট দেয়া কস্টকর।
আপনি চেস্টা করেন, তাই ধন্যবাদ।
সবাই পারে না।
আসলে সমালোচনা করা টা খুব সহজ।

১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: হ্যা আমি চেষ্টা করি। এবং আমার চেষ্টা অব্যহত আছে।

১৭| ১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আজকে আবার যে ভোলপাল্টে ফেললেন? কোরআর হাদিস নিয়ে কপিপেস্ট করলে পশ্চিমা দেশে যাইতে পারবেন না।

১০ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: ওকে।
তর্ক করবো না।

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.