নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

অকারনে

১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৭



অনেক ঝামেলার মধ্যে থেকেও আমি ভালো আছি।
তবে ইদানিং কেউ কেউ আমাকে নির্বোধ ভাবছে। আমার কথা শুনে অনেকেই বিরক্ত হয় আবার কেউ কেউ ক্ষনিকের জন্য হলেও মুগ্ধ হয়। আমার মতো মানুষ ইচ্ছা করে ঠকে। মানে যে ঠকাচ্ছে, আমি তাকে বুঝতে দেই না যে, আমি জেনে শুনে বুঝেই ঠকছি। আমাকে দিয়ে কখনও কিচ্ছু হবে না। অথচ ভালোবাসার জন্য লোকে কত কী করে- দূরন্ত ষাঁড়ের চোখে বাঁধে লাল কাপড়! পাহাড় ডিঙ্গায়! কত সম্পর্ক ছিন্ন ভিন্ন করে দেয়! দূরন্তপনা আর রাগকে সাথী করে সময় যাচ্ছে। আমার পথ মোটেও মসৃন নয়। কিন্তু কেউ বুঝে না এই রাগী মানুষটার ভেতরে লুকিয়ে আছে শিশুর সারল্য।

শেষমেশ যে যার সন্ধ্যার কাছে ফিরে যায়
যে যার অন্ধকারের কাছে
তবু শেষমেশ একটি নীলাভ প্রজাপতির জন্যও
যে যার সৃস্তির ফ্রেমে কষ্টকে বাঁধিয়ে রাখে
হাত বাড়ালেই ফুটে থাকা রক্তিম গোলাপ
তবু যে যার কাঁটার কাছে ফিরে যায় একদিন
একদিন যে যার নিঃসঙ্গতার কাছে।


চাঁদের দিকে তাকিয়ে ভাবি, কি করে মানুষ চাঁদে গেল?
চাঁদে পানি নেই, গাছপালা নেই। তবুও চাঁদের সেই বুড়িটাকে আমার খুব দেখতে ইচ্ছা করে। আমি যেখানেই যাই চাঁদও আমার সাথে সাথে যায়। আমি থেমে গেলে চাঁদও থেমে যায়। আমি বিশ্রাম নিলে চাঁদও বিশ্রাম নেয়। আমি পাথরের মতো চুপচাপ বসে থাকি। জয় ও পরাজয়ের মাঝখানে আমাকে সিদ্ধান্ত নিতে হয়।

যার ঠিকানা নেই, তারপথ কি হারায় সে?
ধরনী যার পেতেছে কোল
কেউ ডাকে না ডাকে তার- কি আসে যায়!
এসেছিল যে শূন্য হাতে, ভয় সে কি পায় রিক্ত হতে!


খুব ইচ্ছে করে লিখে লিখে পৃথিবীটা বদলে দেই।
সব মন্দ মানুষদের সুস্থ করে তুলি। সব দুঃখ-কষ্টকে আনন্দ হাসিতে ভরে দেই। এই আনন্দময় ধারনা নিয়ে আমার দিন কাটে। রোমান সিসেরো বলেছিলেন, 'এমন কোন ব্যাক্তি নেই যে তার ধন সম্পদ কোথায় লুকিয়ে রেখেছে সেটা বার্ধক্যে এসে ভুলে যায়'। এখন আমি খুব বুঝতে পারি যে, কেউই একেবারে ধোয়া তুলসি পাতা নয়। আমি আমার নিজের অনেক কিছুই পছন্দ করি না। যেমন-হঠাত করে রেগে যাওয়া। খুব রেগে যাওয়া। রেগে গিয়ে মানুষের সাথে দুর্ব্যবহার করি। যা কখনই কারো কাছে কাম্য নয়। পরে নিজেই মানসিক যন্ত্রনায় ভূগি।

কেন অন্ধকারে আমি যাত্রা করি
কেন ভালোবাসা পেয়েও এড়িয়ে চলি
কেন আলোকে আমি ভয় করি
কেন মৃত্যুকে আমি বিস্মরন ভুলে চলি'।


আমার ডান হাতের তালুতে একটা তিল আছে।
এই তিল টা নিয়ে আমার একটা থিসিস আছে। এই থিসিস টা এখনও পুরো শেষ হয়নি। মাঝে মাঝে মনে হয় এই তিল টার কারনেই আমি একটু পাগলাটে, অস্থির এবং অতিরিক্ত প্রানবন্ত। সব মিলিয়ে অদ্ভুত! যে ছেলেরা কবিতা লিখে তারাও অদ্ভুত আবার যে মেয়েরা ঘন ঘন মোবাইল ফোনে চোখ বুলায় তারাও অদ্ভুত।

If we shall live, we live
If we shall die, we die
If we live, we shall meet again
But to night, goodbye.


মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:



ঠকে চুপ করে থাকাটা 'বাংগালী সরলতা'; ঠকিয়ে ধন্যবাদ দেয়' বিনয়ী বাংগালীরা'; চোরকে চোর না বলা হলো বাংগালী ভদ্রতা ;

১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:১১

রাজীব নুর বলেছেন: দেশ থেকে দূরে থাকলে, আমি এর চেয়ে মারাত্মক কথা বলতে পারতাম।

২| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:




ডান হাতের তিলে আপনি টাকা খরচ করবেন। এছাড়া আরও জানতে হলে “তিলে তাল হয়” জাতীয় বই - বায়তুল মোকারম বই মার্কেটে পাবেন।

১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:১২

রাজীব নুর বলেছেন: না এরকম বই বায়তুল মোকারমে পাওয়া যায় না। বায়তুল মোকারমে শুধু ধর্মীয় বই পাওয়া যায়।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পদ্মে এবং গদ্যে অনুভুতির সুন্দর প্রকার।বাইরেই হউক আর ভিতরেই হউক বলে খুব একটা লাভ হয় না।আমিতো কোন কিছুকে ভয় না করে যা ইচ্ছা তাই বলতে পারি,তাতে দেশের মানুষের কি লাভ হবে!বরং দেশের ভিতরে থেকে দেশের মানুষের জন্য কোন একটা কিছু করলে তাতে কিছু লাভ।এমনকি ছোট্ট একটা গাছ লাগালেও দেশের কিছু উপকার হবে।

১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:০৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কথা বলেছেন।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫২

মুরাদ বেগ বলেছেন: দোয়া করি সব সময় ভালো থাকুন স্যার। আপনার জন্যে শুভকামনা

১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:০৪

রাজীব নুর বলেছেন: আপনিও ভালো থাকুন। সুস্থ থাকুন।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: শরীরের বিশেষ বিশেষ স্থানে তিল থাকলে কি হয় তার উপরে একটা ছোট চটি বই আছে। নেটে খুঁজলে পেয়ে যাবেন। আমারও একটা তিল নিয়ে সামান্য আগ্রহ মাঝে মাঝে চেগান দিয়ে উঠে, আলসেমির কারণে খোঁজা হয় না।

১৬ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪৭

রাজীব নুর বলেছেন: তিল নিয়ে পড়ার কিছু নেই। এগুলো ভ্রান্ত ধারনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.